দুবাইয়ে ভারতের বিপক্ষে যুব এশিয়া কাপের ফাইনাল ম্যাচের একটি ভিডিও তুমুল ভাইরাল হয়েছে, যেখানে গ্যালারিতে ‘আল্লাহু আকবর-আল্লাহু আকবর’ ধ্বনি শোনা যায়। মাঠ থেকে বাংলাদেশ দলের খেলোয়াড়েরাও দর্শকদের আহ্বান করেছিলেন আরও জোরে চিৎকার তুলতে। সেই মুহূর্তটি নিয়ে গতকাল দেশে ফিরে বিমানবন্দরে কথা বলেছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ অধিনায়ক আজিজুল হাকিম তামিম। আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে আজ এ নিয়ে কথা বলেছেন ফাইনালের নায়ক ও টুর্নামেন্টসেরা খেলোয়াড় ইকবাল হোসেন ইমনও। ইমনের কথোপকথন থাকল এখানে। তাঁর সাক্ষাৎকার নিয়েছেন আহমেদ রিয়াদ
আহমেদ রিয়াদ, ঢাকা
প্রশ্ন: ভারতের বিপক্ষে ফাইনাল ম্যাচ। কতটা চাপ ছিল? নিজেদের কীভাবে অনুপ্রাণিত করেছেন?
ইকবাল হোসেন ইমন: ভারতের বিপক্ষে খেলার সময় আমরা সব সময়ই ভাবি—কোনো ছাড় নয়! সব সময় আক্রমণাত্মক ক্রিকেট খেলার চেষ্টা করি। প্রতিপক্ষ দলে কে খেলছে বা কে নেই, এটা নিয়ে ভাবি না। ফাইনালের আগের দিন দলীয় বৈঠকে সবাই মিলে আলোচনা করেছিলাম কীভাবে তাদের কম রানে আটকে রাখা যায়। আলহামদুলিল্লাহ, পরিকল্পনা অনুযায়ী খেলতে পেরেছি।
প্রশ্ন: দুবাই স্টেডিয়ামে দর্শকদের সমর্থনে একবারও কি মনে হয়েছে দেশের বাইরে খেলেছেন?
ইমন: একেবারেই না। দুবাইয়ে প্রবাসী দর্শকদের কাছ থেকে দারুণ সমর্থন পেয়েছি। তারা মাঠে আমাদের জন্য চিৎকার করেছে, এটা যেন দেশের মাঠেই খেলার মতো অনুভূতি এনে দিয়েছে। তাদের এই সমর্থন আমাদের ভালো খেলতে উদ্বুদ্ধ করেছে।
প্রশ্ন: ফাইনাল ম্যাচের একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে গ্যালারিতে ‘আল্লাহু আকবর’-‘আল্লাহু আকবর’ ধ্বনি শোনা যায়। সেই মুহূর্তে কেমন লেগেছিল?
ইমন: গ্যালারির আল্লাহু আকবর ধ্বনিতে আমাদের খেলোয়াড়দের শরীরের রোম দাঁড়িয়ে গিয়েছিল। মনে হচ্ছিল আমরা দেশের মাঠেই খেলছি। সেই মুহূর্তে মনে হয়েছিল, এই সমর্থনের জবাব আমাদের ভালো খেলার মাধ্যমেই দিতে হবে। এটা আমাদের জন্য বিরাট অনুপ্রেরণা ছিল।
প্রশ্ন: পেসার হিসেবে আপনার আদর্শ কে বা কারা?
ইমন: দেশে আমার আদর্শ মাশরাফি ভাই। তাঁর বোলিংয়ের নিয়ন্ত্রণ, মানসিক দৃঢ়তা এবং ঠান্ডা মাথায় খেলার ধরন আমাকে মুগ্ধ করে। তাঁকে একবার সামনাসামনি দেখার খুব ইচ্ছে। বিদেশি পেসারদের মধ্যে জিমি অ্যান্ডারসন ও শোয়েব আখতারের বোলিং আমাকে অনুপ্রাণিত করে। তাঁদের মতো বোলিং করতে পারলে আমি খুশি হব।
প্রশ্ন: এশিয়ার চ্যাম্পিয়ন হওয়ার পর পরিবারের মানুষদের কাছ থেকে কী প্রতিক্রিয়া পেলেন?
ইমন: আমার পরিবার আমার সাফল্যে দারুণ খুশি। আমার বাবা-মা আমার চেয়েও বেশি আনন্দিত। তাদের খুশি দেখে আমি আরও ভালো খেলার তাড়না পাই। আমার বাবা তো গ্রামের লোকজন মেজবান খাওয়াবেন। এটা আমাকে আরও অনুপ্রাণিত করে।
(সাক্ষাৎকারের বাকি অংশ আগামীকাল আজকের পত্রিকার প্রিন্ট সংস্করণের খেলার পাতায়)
প্রশ্ন: ভারতের বিপক্ষে ফাইনাল ম্যাচ। কতটা চাপ ছিল? নিজেদের কীভাবে অনুপ্রাণিত করেছেন?
ইকবাল হোসেন ইমন: ভারতের বিপক্ষে খেলার সময় আমরা সব সময়ই ভাবি—কোনো ছাড় নয়! সব সময় আক্রমণাত্মক ক্রিকেট খেলার চেষ্টা করি। প্রতিপক্ষ দলে কে খেলছে বা কে নেই, এটা নিয়ে ভাবি না। ফাইনালের আগের দিন দলীয় বৈঠকে সবাই মিলে আলোচনা করেছিলাম কীভাবে তাদের কম রানে আটকে রাখা যায়। আলহামদুলিল্লাহ, পরিকল্পনা অনুযায়ী খেলতে পেরেছি।
প্রশ্ন: দুবাই স্টেডিয়ামে দর্শকদের সমর্থনে একবারও কি মনে হয়েছে দেশের বাইরে খেলেছেন?
ইমন: একেবারেই না। দুবাইয়ে প্রবাসী দর্শকদের কাছ থেকে দারুণ সমর্থন পেয়েছি। তারা মাঠে আমাদের জন্য চিৎকার করেছে, এটা যেন দেশের মাঠেই খেলার মতো অনুভূতি এনে দিয়েছে। তাদের এই সমর্থন আমাদের ভালো খেলতে উদ্বুদ্ধ করেছে।
প্রশ্ন: ফাইনাল ম্যাচের একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে গ্যালারিতে ‘আল্লাহু আকবর’-‘আল্লাহু আকবর’ ধ্বনি শোনা যায়। সেই মুহূর্তে কেমন লেগেছিল?
ইমন: গ্যালারির আল্লাহু আকবর ধ্বনিতে আমাদের খেলোয়াড়দের শরীরের রোম দাঁড়িয়ে গিয়েছিল। মনে হচ্ছিল আমরা দেশের মাঠেই খেলছি। সেই মুহূর্তে মনে হয়েছিল, এই সমর্থনের জবাব আমাদের ভালো খেলার মাধ্যমেই দিতে হবে। এটা আমাদের জন্য বিরাট অনুপ্রেরণা ছিল।
প্রশ্ন: পেসার হিসেবে আপনার আদর্শ কে বা কারা?
ইমন: দেশে আমার আদর্শ মাশরাফি ভাই। তাঁর বোলিংয়ের নিয়ন্ত্রণ, মানসিক দৃঢ়তা এবং ঠান্ডা মাথায় খেলার ধরন আমাকে মুগ্ধ করে। তাঁকে একবার সামনাসামনি দেখার খুব ইচ্ছে। বিদেশি পেসারদের মধ্যে জিমি অ্যান্ডারসন ও শোয়েব আখতারের বোলিং আমাকে অনুপ্রাণিত করে। তাঁদের মতো বোলিং করতে পারলে আমি খুশি হব।
প্রশ্ন: এশিয়ার চ্যাম্পিয়ন হওয়ার পর পরিবারের মানুষদের কাছ থেকে কী প্রতিক্রিয়া পেলেন?
ইমন: আমার পরিবার আমার সাফল্যে দারুণ খুশি। আমার বাবা-মা আমার চেয়েও বেশি আনন্দিত। তাদের খুশি দেখে আমি আরও ভালো খেলার তাড়না পাই। আমার বাবা তো গ্রামের লোকজন মেজবান খাওয়াবেন। এটা আমাকে আরও অনুপ্রাণিত করে।
(সাক্ষাৎকারের বাকি অংশ আগামীকাল আজকের পত্রিকার প্রিন্ট সংস্করণের খেলার পাতায়)
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদ নির্বাচনের ফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এই নির্বাচনে যাঁরা জয়ী হয়েছেন, তাঁদের নাম নিচে দেওয়া হলো—
১ ঘণ্টা আগে৯১ রানের লক্ষ্য বর্তমান টি-টোয়েন্টি ক্রিকেটে তেমন কিছুই নয়। এ ধরনের ম্যাচে প্রথম ইনিংসের পরই বোঝা যায় ম্যাচের ফল কী হতে যাচ্ছে। কিন্তু গৌরবময় অনিশ্চয়তার খেলা ক্রিকেটে যেকোনো সময় ঘটতে পারে যেকোনো কিছু। সিলেটে আজ জাতীয় লিগ (এনসিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের রংপুর-ঢাকা মহানগর ম্যাচটাই যে জলজ্যান্ত প্রমাণ।
৩ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন নিয়ে নাটকীয়তা ও বিতর্ক তো কম হয়নি। তামিম ইকবাল তো আগেই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। পরবর্তীতে তাঁর পাশাপাশি লুৎফর রহমান বাদল, হাসিবুল আলম, আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ানরা নাম প্রত্যাহার করে নিয়েছেন। আজ নির্বাচনের দিন বিস্ফোরক মন্তব্য করেছেন।
৩ ঘণ্টা আগেনা ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের প্রথম বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য বার্নার্ড জুলিয়েন। গত শনিবার ত্রিনিদাদের ভ্যালসেইনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক এই অলরাউন্ডার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
৪ ঘণ্টা আগে