ক্রীড়া ডেস্ক
না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের প্রথম বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য বার্নার্ড জুলিয়েন। গত শনিবার ত্রিনিদাদের ভ্যালসেইনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক এই অলরাউন্ডার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
ক্রিকেট ইতিহাসের প্রথম বিশ্বকাপ অনুষ্ঠিত হয় ১৯৭৫ সালে। ওয়ানডে ক্রিকেটের সে আসরের ফাইনালে অস্ট্রেলিয়াকে ১৭ রানে হারিয়ে শিরোপা জেতে ওয়েস্ট ইন্ডিজ। দলকে চ্যাম্পিয়ন করার পথে ব্যাট–বলে অবদান রাখেন জুলিয়েন। গ্রুপ পর্বের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ২০ রানে নেন ৪ উইকেট। নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ চারের ম্যাচেও ৪ ব্যাটারকে প্যাভিলিয়নের পথ দেখান তিনি। ফাইনালে কোনো উইকেট না পেলেও ব্যাট হাতে রাখেন গুরুত্বপূর্ণ অবদান। ২৬ রানের অপরাজিত ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন জুলিয়েন।
জুলিয়েনের প্রশংসায় ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো গার্ডিয়ানকে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ক্লাইভ লয়েড বলেন, ‘জুলিয়েন মাঠে সব সময় নিজের শতভাগ উজাড় করে দিতো। সব সময় তার উপর আমি ভরসা রাখতে পারতাম। ব্যাটে–বলে যখনই দরকার হতো, তখনই সে নিজের সেরাটা দিতো। এমন একজন ক্রিকেটার ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের জন্য অনেক বড় সম্পদ ছিল। জুলিয়েনকে সবাই পছন্দ করত। সে আমাদের দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একজন সদস্য ছিল। সে যেখানে যেত সেখানেই সম্মানিত হত।’
১৯৭৩ সালের জুলাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট শুরু করেন জুলিয়েন। প্রায় ৪ বছরের ক্যারিয়ারে ক্যারিবীয়দের হয়ে ২৪ টেস্টের পাশাপাশি ১২টি ওয়ানেড খেলেছেন তিনি। ব্যাট হাতে করেছেন ৯৫২ রান। এছাড়া নিয়েছেন ৬৮ উইকেট। টেস্টে দুটি সেঞ্চুরি আছে জুলিয়েনের। এর মধ্যে একটি করেছেন লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে।
না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের প্রথম বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য বার্নার্ড জুলিয়েন। গত শনিবার ত্রিনিদাদের ভ্যালসেইনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক এই অলরাউন্ডার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
ক্রিকেট ইতিহাসের প্রথম বিশ্বকাপ অনুষ্ঠিত হয় ১৯৭৫ সালে। ওয়ানডে ক্রিকেটের সে আসরের ফাইনালে অস্ট্রেলিয়াকে ১৭ রানে হারিয়ে শিরোপা জেতে ওয়েস্ট ইন্ডিজ। দলকে চ্যাম্পিয়ন করার পথে ব্যাট–বলে অবদান রাখেন জুলিয়েন। গ্রুপ পর্বের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ২০ রানে নেন ৪ উইকেট। নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ চারের ম্যাচেও ৪ ব্যাটারকে প্যাভিলিয়নের পথ দেখান তিনি। ফাইনালে কোনো উইকেট না পেলেও ব্যাট হাতে রাখেন গুরুত্বপূর্ণ অবদান। ২৬ রানের অপরাজিত ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন জুলিয়েন।
জুলিয়েনের প্রশংসায় ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো গার্ডিয়ানকে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ক্লাইভ লয়েড বলেন, ‘জুলিয়েন মাঠে সব সময় নিজের শতভাগ উজাড় করে দিতো। সব সময় তার উপর আমি ভরসা রাখতে পারতাম। ব্যাটে–বলে যখনই দরকার হতো, তখনই সে নিজের সেরাটা দিতো। এমন একজন ক্রিকেটার ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের জন্য অনেক বড় সম্পদ ছিল। জুলিয়েনকে সবাই পছন্দ করত। সে আমাদের দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একজন সদস্য ছিল। সে যেখানে যেত সেখানেই সম্মানিত হত।’
১৯৭৩ সালের জুলাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট শুরু করেন জুলিয়েন। প্রায় ৪ বছরের ক্যারিয়ারে ক্যারিবীয়দের হয়ে ২৪ টেস্টের পাশাপাশি ১২টি ওয়ানেড খেলেছেন তিনি। ব্যাট হাতে করেছেন ৯৫২ রান। এছাড়া নিয়েছেন ৬৮ উইকেট। টেস্টে দুটি সেঞ্চুরি আছে জুলিয়েনের। এর মধ্যে একটি করেছেন লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে।
গত মে মাসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হয়েছিলেন আমিনুল ইসলাম বুলবুল। এবারও তাঁর সভাপতি হওয়া ছিল কেবল সময়ের অপেক্ষা। আজ বিসিবি নির্বাচন শেষে ফের সভাপতি হলেন বুলবুল। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ–সভাপতি নির্বাচিত হয়েছেন ফারুক আহমেদ ও সাখাওয়াত হোসেন।
২ মিনিট আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদ নির্বাচনের ফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এই নির্বাচনে যাঁরা জয়ী হয়েছেন, তাঁদের নাম নিচে দেওয়া হলো—
২ ঘণ্টা আগে৯১ রানের লক্ষ্য বর্তমান টি-টোয়েন্টি ক্রিকেটে তেমন কিছুই নয়। এ ধরনের ম্যাচে প্রথম ইনিংসের পরই বোঝা যায় ম্যাচের ফল কী হতে যাচ্ছে। কিন্তু গৌরবময় অনিশ্চয়তার খেলা ক্রিকেটে যেকোনো সময় ঘটতে পারে যেকোনো কিছু। সিলেটে আজ জাতীয় লিগ (এনসিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের রংপুর-ঢাকা মহানগর ম্যাচটাই যে জলজ্যান্ত প্রমাণ।
৩ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন নিয়ে নাটকীয়তা ও বিতর্ক তো কম হয়নি। তামিম ইকবাল তো আগেই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। পরবর্তীতে তাঁর পাশাপাশি লুৎফর রহমান বাদল, হাসিবুল আলম, আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ানরা নাম প্রত্যাহার করে নিয়েছেন। আজ নির্বাচনের দিন বিস্ফোরক মন্তব্য করেছেন।
৩ ঘণ্টা আগে