কদিন আগে ম্যাচ শুরুর আগে অনুশীলনের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ওমানের ফুটবলার মুখালিদ আল রাকাদি। এবার ম্যাচ চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন আলজেরিয়ান ফুটবলার সোফিয়ান লুকার।
আলজেরিয়ার হোম সেকেন্ড ডিভিশন ম্যাচের মধ্যে নিজের গোলরক্ষকের সঙ্গে ধাক্কা খেয়েছিলেন লুকার। প্রাথমিক চিকিৎসা নিয়ে আবারও খেলায় ফেরেন। কিন্তু এরপরই তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। কিছুক্ষণ পরেই মারা যান।
বর্তমানে আলজেরিয়ায় লিগ-টু টুর্নামেন্ট চলছে। টুর্নামেন্টে মুখোমুখি হয়েছিল মৌলুুদিয়া সাইদা ও এএসএম ওরান ক্লাব। ২৮ বছর বয়সী লুকার মৌলুদিয়া সাইদার হয়ে খেলছিলেন। ম্যাচে তখন প্রথমার্ধের খেলা চলছিল। প্রথমে নিজের গোলরক্ষকের সঙ্গে ধাক্কা খান লুকার। এরপর প্রাথমিক চিকিৎসা নিয়ে আবারও খেলা শুরু করেন।
মাঠে ফেরার ১০ মিনিট পর হঠাৎই মাটিতে লুটিয়ে পড়েন লুকার। তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়, কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। চিকিৎসকেরা জানিয়েছন, তাঁর হার্টঅ্যাটাক হয়েছিল। এ ঘটনার পর দুই দলের খেলোয়াড়েরা কান্নায় ভেঙে পড়েন। পরে ম্যাচটি বাতিল হয়ে যায়। ম্যাচ বাতিল হওয়ার আগ পর্যন্ত এএসএম ওরানের বিপক্ষে ১-০ ব্যবধানে এগিয়ে ছিল মৌলুদিয়া সাইদা। সোফিয়ান লুকার ছিলেন দলের অধিনায়ক।
কদিন আগে ম্যাচ শুরুর আগে অনুশীলনের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ওমানের ফুটবলার মুখালিদ আল রাকাদি। এবার ম্যাচ চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন আলজেরিয়ান ফুটবলার সোফিয়ান লুকার।
আলজেরিয়ার হোম সেকেন্ড ডিভিশন ম্যাচের মধ্যে নিজের গোলরক্ষকের সঙ্গে ধাক্কা খেয়েছিলেন লুকার। প্রাথমিক চিকিৎসা নিয়ে আবারও খেলায় ফেরেন। কিন্তু এরপরই তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। কিছুক্ষণ পরেই মারা যান।
বর্তমানে আলজেরিয়ায় লিগ-টু টুর্নামেন্ট চলছে। টুর্নামেন্টে মুখোমুখি হয়েছিল মৌলুুদিয়া সাইদা ও এএসএম ওরান ক্লাব। ২৮ বছর বয়সী লুকার মৌলুদিয়া সাইদার হয়ে খেলছিলেন। ম্যাচে তখন প্রথমার্ধের খেলা চলছিল। প্রথমে নিজের গোলরক্ষকের সঙ্গে ধাক্কা খান লুকার। এরপর প্রাথমিক চিকিৎসা নিয়ে আবারও খেলা শুরু করেন।
মাঠে ফেরার ১০ মিনিট পর হঠাৎই মাটিতে লুটিয়ে পড়েন লুকার। তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়, কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। চিকিৎসকেরা জানিয়েছন, তাঁর হার্টঅ্যাটাক হয়েছিল। এ ঘটনার পর দুই দলের খেলোয়াড়েরা কান্নায় ভেঙে পড়েন। পরে ম্যাচটি বাতিল হয়ে যায়। ম্যাচ বাতিল হওয়ার আগ পর্যন্ত এএসএম ওরানের বিপক্ষে ১-০ ব্যবধানে এগিয়ে ছিল মৌলুদিয়া সাইদা। সোফিয়ান লুকার ছিলেন দলের অধিনায়ক।
পাকিস্তানের বিপক্ষে অলিখিত সেমিফাইনালটা লিটন দাসকে দেখতে হয়েছে ডাগ আউটে বসে। দুবাইয়ে তাওহীদ হৃদয়, পারভেজ হোসেন ইমন, জাকের আলী অনিকদের একের পর এক আত্মাহুতি দেখে লিটনের মুখটা বেশ ফ্যাকাশে দেখিয়েছে। ওয়াসিম আকরামের মতে লিটন থাকলে ম্যাচের ফল অন্য কিছু হতেও পারত।
৪ মিনিট আগেজিতলেই ফাইনাল—দুবাইয়ে গত রাতে সুপার ফোরের বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটা ছিল এমনই। অলিখিত সেমিফাইনালে প্রথম ইনিংস শেষে বাংলাদেশের ফাইনাল খেলা মনে হচ্ছিল সময়ের ব্যাপার মাত্র। কিন্তু ‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তান কখন যে পাশার দান উল্টে দেবে, সেটা বোঝা মুশকিল।
৩৭ মিনিট আগেদুবাইয়ে গত রাতে বাংলাদেশ-পাকিস্তান সুপার ফোরের ম্যাচে ছিল না কোনো জটিল সমীকরণের খেলা। অলিখিত সেমিফাইনালের বাধা যে টপকতে পারবে, সেই দল কাটবে ফাইনালের টিকিট। বাংলাদেশ সেখানে নিজেদের হাতে থাকা ম্যাচ ফস্কেছে বলে মনে করেন ওয়াসিম আকরাম।
১ ঘণ্টা আগেজয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
১১ ঘণ্টা আগে