Ajker Patrika

‘না-ও পেতে পারি জেনেও বিশ্বকাপ জেতার হাল ছাড়িনি’

আপডেট : ২১ ডিসেম্বর ২০২২, ১১: ৩১
‘না-ও পেতে পারি জেনেও বিশ্বকাপ জেতার হাল ছাড়িনি’

শৈশব থেকে লিওনেল মেসি স্বপ্ন দেখেছিলেন বিশ্বচ্যাম্পিয়ন হবেন। কিন্তু আগের চারবার বিশ্বকাপে খেলে কোনোভাবেই সেই স্বপ্ন পূরণ করতে পারেননি। অবশেষে পঞ্চমবারের চেষ্টায় তিনি সফল হয়েছেন। 

কাতার বিশ্বকাপে স্বপ্নপূরণের পর মেসি আর্জেন্টিনায় বীরের বেশে অভিনন্দন ও সম্মান পেয়েছেন। দেশের মানুষের ভালোবাসায় সিক্ত হওয়ার পর নিজের সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন আর্জেন্টিনা অধিনায়ক, যেখানে তুলে ধরেছেন নিজের বিশ্বকাপ জয়ের স্বপ্ন, দুঃখ, সতীর্থ ও কোচিং স্টাফদের কথা। 

মেসি পোস্টের শুরুটা করেছেন নিজের আরাধ্য স্বপ্নপূরণের মধ্য দিয়ে। সাতবারের ব্যালন ডি’অর জয়ী লিখেছেন, ‘গ্রান্দোলি থেকে কাতার বিশ্বকাপ পর্যন্ত ৩০ বছর চলে গেছে। প্রায় তিন দশকে বল আমাকে অনেক আনন্দ ও কিছু বেদনা দিয়েছে। সব সময় স্বপ্ন ছিল বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার। কখনো চেষ্টা করা থামাইনি। এমনকি কখনো না-ও পেতে পারি এটা জেনেও হাল ছাড়া বন্ধ করিনি।’ 

বিশ্বকাপ জেতার পর সাবেক সতীর্থদেরও স্মরণ করেছেন মেসি। যাঁরা এর আগে চেষ্টা করেও সফল হতে পারেননি। সাবেক সতীর্থদের নিয়ে তিনি লিখেছেন, ‘এই বিশ্বকাপ তাদের জন্যও, যারা আগের বিশ্বকাপগুলোতে চেষ্টা করেও জিততে পারেনি। যেমন ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে সবারই এটা প্রাপ্য ছিল, যেভাবে সবাই ফাইনালে শেষ পর্যন্ত লড়াই এবং কঠোর পরিশ্রম করেছে। যেভাবে আমি চেয়েছিলাম, তারাও এটা সেভাবেই চেয়েছিল। শেষটা ভালো না হলেও সেটা আমাদের প্রাপ্য ছিল।’ 

প্রয়াত ডিয়েগো ম্যারাডোনাকে নিয়ে মেসি লিখেছেন, ‘এটা ডিয়েগোর জন্যও, যিনি স্বর্গ থেকে আমাদের উৎসাহ দিয়েছে। এটা তাদের জন্যও, যারা জাতীয় দলের ফলের আশা ছাড়াই পাশে ছিল। আমাদের আকাঙ্ক্ষা অনুযায়ী ফল না আসার পরও।’ 

জাতীয় দলের কোচিং স্টাফ ও দলের সঙ্গে জড়িয়ে থাকা সবাইকে ধন্যবাদ জানিয়ে মেসি লিখেছেন, ‘এটা অবশ্যই, বিশ্বকাপ এসেছে সুন্দর এই কোচিং স্টাফের সৌজন্যে। অনেক সময় ব্যর্থতা যাত্রা এবং শেখার অংশ। হতাশা ছাড়া সাফল্য পাওয়া অসম্ভব। হৃদয় থেকে আপনাদের অনেক ধন্যবাদ। এগিয়ে চলো আর্জেন্টিনা!!! 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত