ক্রীড়া ডেস্ক
দীর্ঘ সময় পর মাঠে ফেরা নেইমারকে এখন নিয়মিত দেখা যাচ্ছে সান্তোসের জার্সিতে। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি অন্যান্য ব্যাপারেও নেইমার থাকেন আলাপ-আলোচনায়। কদিন আগে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের কোটি কোটি টাকা দামের ঘড়ি-জামা নিয়ে চলছে কথাবার্তা।
‘পদপাহ’ নামের এক পডকাস্টে কদিন আগে বিভিন্ন বিষয়ে কথাবার্তা বলেন নেইমার। ব্রাজিলের সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’র পরশু রাতে এক প্রতিবেদনে জানা গেছে, পডকাস্টে যেসব জামাকাপড়, ঘড়ি ও জুতা পরে এসেছেন, সেগুলোর দাম ব্রাজিলিয়ান ৬৬ লাখ রিয়াল। বাংলাদেশি হিসাবে সেটা ১৩ কোটি ৬১ লাখ টাকা। এই সাক্ষাৎকারে নেইমার প্রায় আড়াই লাখ টাকার লুই ভিঁতোর স্নিকার্স পরে এসেছেন। বালেনচিয়াগা ব্র্যান্ডের যে টি-শার্ট পরেন, সেটার দাম ১ লাখ ৫০ হাজার টাকা। তাছাড়া প্যান্টের দাম ১৪ লাখ টাকা এবং টুপির দাম ৭৮ হাজার টাকা। নেইমারের সাজসজ্জায় আলোচিত জিনিসটি ছিল রিচার্ড মিলের ঘড়ি। এর দাম বাংলাদেশি প্রায় ১৩ কোটি টাকা।
‘পদপাহ’ পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে নেইমার জানিয়েছেন, ২০১৩ সালে বায়ার্ন মিউনিখে প্রায় যোগ দিয়েই ফেলেছিলেন তিনি। এক যুগ আগের ঘটনা নিয়ে ৩৩ বছর বয়সী ব্রাজিলের ফরোয়ার্ড বলেন, ‘পেপ গার্দিওলার জন্য বায়ার্নে প্রায় চলেই গিয়েছিলাম আমি। তখন সুইজারল্যান্ডে পুসকাস পুরস্কার নিতে গিয়েছিলাম এবং নিজের ঘরেই ছিলাম আমি। রাত তখন প্রায় ২টা বাজে। বাবা তখন আমাকে ডেকেছিলেন। বাবার সঙ্গে গার্দিওলা, দোভাষী সেখানে ছিলেন। গার্দিওলা তখন বলেছিলেন যে তিনিই (গার্দিওলা) সেরা আমার জন্য।’
সান্তোসের হয়েই ক্লাব ক্যারিয়ারে অভিষেক হয় নেইমারের। ২০০৯ থেকে ২০১৩ পর্যন্ত খেলার পর তিনি পাড়ি জমান বার্সেলোনায়। বার্সার পর প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি), আল হিলাল ঘুরে আবার ফিরেছেন সান্তোসে। মাঝে কেটে গেছে ১২ বছর। দীর্ঘ ১ যুগ পর সান্তোসে ফিরে ৬ ম্যাচ খেলে করেছেন ২ গোল। ৩ গোলে অ্যাসিস্ট করেছেন। এই ৬ ম্যাচের মধ্যে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জিতেছেন ৩ ম্যাচ, ১ ম্যাচ হেরেছেন ও বাকি ২ ম্যাচ ড্র হয়েছে।
দীর্ঘ সময় পর মাঠে ফেরা নেইমারকে এখন নিয়মিত দেখা যাচ্ছে সান্তোসের জার্সিতে। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি অন্যান্য ব্যাপারেও নেইমার থাকেন আলাপ-আলোচনায়। কদিন আগে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের কোটি কোটি টাকা দামের ঘড়ি-জামা নিয়ে চলছে কথাবার্তা।
‘পদপাহ’ নামের এক পডকাস্টে কদিন আগে বিভিন্ন বিষয়ে কথাবার্তা বলেন নেইমার। ব্রাজিলের সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’র পরশু রাতে এক প্রতিবেদনে জানা গেছে, পডকাস্টে যেসব জামাকাপড়, ঘড়ি ও জুতা পরে এসেছেন, সেগুলোর দাম ব্রাজিলিয়ান ৬৬ লাখ রিয়াল। বাংলাদেশি হিসাবে সেটা ১৩ কোটি ৬১ লাখ টাকা। এই সাক্ষাৎকারে নেইমার প্রায় আড়াই লাখ টাকার লুই ভিঁতোর স্নিকার্স পরে এসেছেন। বালেনচিয়াগা ব্র্যান্ডের যে টি-শার্ট পরেন, সেটার দাম ১ লাখ ৫০ হাজার টাকা। তাছাড়া প্যান্টের দাম ১৪ লাখ টাকা এবং টুপির দাম ৭৮ হাজার টাকা। নেইমারের সাজসজ্জায় আলোচিত জিনিসটি ছিল রিচার্ড মিলের ঘড়ি। এর দাম বাংলাদেশি প্রায় ১৩ কোটি টাকা।
‘পদপাহ’ পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে নেইমার জানিয়েছেন, ২০১৩ সালে বায়ার্ন মিউনিখে প্রায় যোগ দিয়েই ফেলেছিলেন তিনি। এক যুগ আগের ঘটনা নিয়ে ৩৩ বছর বয়সী ব্রাজিলের ফরোয়ার্ড বলেন, ‘পেপ গার্দিওলার জন্য বায়ার্নে প্রায় চলেই গিয়েছিলাম আমি। তখন সুইজারল্যান্ডে পুসকাস পুরস্কার নিতে গিয়েছিলাম এবং নিজের ঘরেই ছিলাম আমি। রাত তখন প্রায় ২টা বাজে। বাবা তখন আমাকে ডেকেছিলেন। বাবার সঙ্গে গার্দিওলা, দোভাষী সেখানে ছিলেন। গার্দিওলা তখন বলেছিলেন যে তিনিই (গার্দিওলা) সেরা আমার জন্য।’
সান্তোসের হয়েই ক্লাব ক্যারিয়ারে অভিষেক হয় নেইমারের। ২০০৯ থেকে ২০১৩ পর্যন্ত খেলার পর তিনি পাড়ি জমান বার্সেলোনায়। বার্সার পর প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি), আল হিলাল ঘুরে আবার ফিরেছেন সান্তোসে। মাঝে কেটে গেছে ১২ বছর। দীর্ঘ ১ যুগ পর সান্তোসে ফিরে ৬ ম্যাচ খেলে করেছেন ২ গোল। ৩ গোলে অ্যাসিস্ট করেছেন। এই ৬ ম্যাচের মধ্যে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জিতেছেন ৩ ম্যাচ, ১ ম্যাচ হেরেছেন ও বাকি ২ ম্যাচ ড্র হয়েছে।
খেলোয়াড়দের শখের গাড়ি নিয়ে সামাজিকমাধ্যমে কত কিছুই তো দেখা যায়। কেউ এক গাড়ি কিনে দীর্ঘদিন চালানোর পর নতুন মডেলের গাড়ি কেনেন। ক্রিস্টিয়ানো রোনালদোর গ্যারেজে আছে বিশ্বের নামীদামী অনেক ব্র্যান্ডের গাড়ি। রোনালদোর মতো রোহিত শর্মারও গাড়ির গাড়িপ্রেমী এক ক্রিকেটার।
২৯ মিনিট আগেলাওসে গতকাল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলের জন্য দিনটা ছিল অম্লমধুর। কারণ, বিকেলে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হজমের পর মূল পর্বের টিকিট পাওয়াটাই শঙ্কার মুখে পড়ে গিয়েছিল। পরে জানা যায়, বাংলাদেশ নারী দল অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্বে উঠেছে।
২ ঘণ্টা আগেপাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে যেন জিততেই ভুলে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের পর এই সংস্করণে দুই দলের চারবারের দেখাতে চারবারই জিতেছিল পাকিস্তান। অবশেষে গত রাতে ওয়েস্ট ইন্ডিজের ফুরোয় ৬ বছরের অপেক্ষা। তাতে করে বাংলাদেশ, পাকিস্তান দুই দলই পেয়েছে দুঃসংবাদ।
২ ঘণ্টা আগেবয়স ৪০ পেরোনোর পরও ক্রিস্টিয়ানো রোনালদোর যে ক্ষুধা কমেনি, সেটা তাঁর পারফরম্যান্সেই বোঝা যাচ্ছে। মাঠে নামলেই গোল করার নেশা তাঁকে ভীষণভাবে পেয়ে বসে। ক্লাব প্রীতি ম্যাচেও দেখিয়ে যাচ্ছেন তাঁর দাপট।
৪ ঘণ্টা আগে