গতকাল প্যারিসে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ‘ফিফা দ্য বেস্ট’ পুরস্কার জিতেছেন লিওনেল মেসি। একই সঙ্গে ফিফা-২০২২ বর্ষসেরা একাদশেও জায়গা পেয়েছেন তিনি।
‘ফিফা দ্য বেস্ট’ পুরস্কারের দিনই ২০২২-এর বর্ষসেরা একাদশ ঘোষণা করেছে ফিফা ফিফপ্রো। মেসির প্রতিদ্বন্দ্বী কিলিয়ান এমবাপ্পে, করিম বেনজেমাও জায়গা পেয়েছেন ফিফার বর্ষসেরা একাদশে। তবে ফিফার বর্ষসেরা গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের এই দলে জায়গা হয়নি। ২০২২-এর বর্ষসেরা দলের গোলরক্ষক থিবো কর্তোয়া। ফিফার বর্ষসেরা একাদশে সুযোগ হয়নি পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী ক্রিস্টিয়ানো রোনালদোর। এমনকি গতকাল ফিফা দ্য বেস্টে ভোটই দেননি পর্তুগিজ এই ফরোয়ার্ড।
ফিফপ্রো এই একাদশ সাজিয়েছে ৩-৩-৪ ফরম্যাশনে। রক্ষণভাগে আছেন আশরাফ হাকিমি, ভার্জিল ফন ডাইক এবং হোয়াও কানসেলো। মাঝমাঠের দায়িত্বে আছেন কেভিন ডি ব্রুইন, কাসেমিরো ও লুকা মদরিচ। আক্রমণভাগে মেসি, এমবাপ্পে ও বেনজেমার সঙ্গী আর্লিং হালান্ড।
ফিফপ্রোর ২০২২-এর বর্ষসেরা একাদশ:
থিবো কর্তোয়া (গোলরক্ষক) (বেলজিয়াম/রিয়াল মাদ্রিদ)
আশরাফ হাকিমি (মরক্কো/পিএসজি)
ভার্জিল ফন ডাইক (নেদারল্যান্ডস/লিভারপুল)
হোয়াও কানসেলো (বায়ার্ন মিউনিখ/পর্তুগাল)
কেভিন ডি ব্রুইন (বেলজিয়াম/ম্যানচেস্টার সিটি)
কাসেমিরো (ব্রাজিল/ম্যানচেস্টার ইউনাইটেড)
লুকা মদরিচ (ক্রোয়েশিয়া/রিয়াল মাদ্রিদ)
লিওনেল মেসি (আর্জেন্টিনা/পিএসজি)
করিম বেনজেমা (ফ্রান্স/রিয়াল মাদ্রিদ)
আর্লিং হালান্ড (নরওয়ে/ম্যানচেস্টার সিটি)
কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স/পিএসজি)
গতকাল প্যারিসে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ‘ফিফা দ্য বেস্ট’ পুরস্কার জিতেছেন লিওনেল মেসি। একই সঙ্গে ফিফা-২০২২ বর্ষসেরা একাদশেও জায়গা পেয়েছেন তিনি।
‘ফিফা দ্য বেস্ট’ পুরস্কারের দিনই ২০২২-এর বর্ষসেরা একাদশ ঘোষণা করেছে ফিফা ফিফপ্রো। মেসির প্রতিদ্বন্দ্বী কিলিয়ান এমবাপ্পে, করিম বেনজেমাও জায়গা পেয়েছেন ফিফার বর্ষসেরা একাদশে। তবে ফিফার বর্ষসেরা গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের এই দলে জায়গা হয়নি। ২০২২-এর বর্ষসেরা দলের গোলরক্ষক থিবো কর্তোয়া। ফিফার বর্ষসেরা একাদশে সুযোগ হয়নি পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী ক্রিস্টিয়ানো রোনালদোর। এমনকি গতকাল ফিফা দ্য বেস্টে ভোটই দেননি পর্তুগিজ এই ফরোয়ার্ড।
ফিফপ্রো এই একাদশ সাজিয়েছে ৩-৩-৪ ফরম্যাশনে। রক্ষণভাগে আছেন আশরাফ হাকিমি, ভার্জিল ফন ডাইক এবং হোয়াও কানসেলো। মাঝমাঠের দায়িত্বে আছেন কেভিন ডি ব্রুইন, কাসেমিরো ও লুকা মদরিচ। আক্রমণভাগে মেসি, এমবাপ্পে ও বেনজেমার সঙ্গী আর্লিং হালান্ড।
ফিফপ্রোর ২০২২-এর বর্ষসেরা একাদশ:
থিবো কর্তোয়া (গোলরক্ষক) (বেলজিয়াম/রিয়াল মাদ্রিদ)
আশরাফ হাকিমি (মরক্কো/পিএসজি)
ভার্জিল ফন ডাইক (নেদারল্যান্ডস/লিভারপুল)
হোয়াও কানসেলো (বায়ার্ন মিউনিখ/পর্তুগাল)
কেভিন ডি ব্রুইন (বেলজিয়াম/ম্যানচেস্টার সিটি)
কাসেমিরো (ব্রাজিল/ম্যানচেস্টার ইউনাইটেড)
লুকা মদরিচ (ক্রোয়েশিয়া/রিয়াল মাদ্রিদ)
লিওনেল মেসি (আর্জেন্টিনা/পিএসজি)
করিম বেনজেমা (ফ্রান্স/রিয়াল মাদ্রিদ)
আর্লিং হালান্ড (নরওয়ে/ম্যানচেস্টার সিটি)
কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স/পিএসজি)
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার রান তাড়া করে জয়ের রেকর্ড ছিল ১৫৮। ২০০৯ সালে ব্রিসবেনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এবং ২০২২ সালে পার্থে শ্রীলঙ্কার বিপক্ষে এই রান তাড়া করে জিতেছিল অস্ট্রেলিয়া। সেই রেকর্ড ভেঙে গতকাল কেয়ার্নসে নতুন রেকর্ড গড়ল অস্ট্রেলিয়া।
১২ ঘণ্টা আগেপাকিস্তান শাহিনসের কাছে বাজেভাবে হেরে অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছিল বাংলাদেশ ‘এ’। তবে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। আজ ডারউইনে নেপাল জাতীয় দলকে হারিয়েছে ৩২ রানে।
১৪ ঘণ্টা আগেআসছে অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে সাদা বলের সিরিজ খেলবে বাংলাদেশ। ৩টি টি-টোয়েন্টি ও সমান ম্যাচের একটি ওয়ানডে সিরিজের সূচিও গতকাল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
১৫ ঘণ্টা আগেএএফসি চ্যাম্পিয়নস লিগে একই গ্রুপে পড়েছে ভারতীয় ক্লাব এফসি গোয়া ও সৌদি ক্লাব আল নাসর। সব ঠিক থাকলে ভারতে আসছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেজন্য ম্যাচটি রূপ নিয়েছে ঐতিহাসিকে। এফসি গোয়ার প্রধান নির্বাহী রবি পুষ্কুরের কাছে তা জীবনে একবার আসার মতো মুহূর্ত।
১৬ ঘণ্টা আগে