কোচ হিসেবে দুই ক্লাবের হয়ে ট্রেবল জয়ের কীর্তি পেপ গার্দিওলা গড়েছেন দুই মাস আগে। গার্দিওলার অধীনে ম্যানচেস্টার সিটি তখন পেয়েছিল প্রথম চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বাদ। তবে গার্দিওলা থামতে চান না এখানেই। তাঁর চাওয়া ম্যান সিটির ক্যাবিনেট শিরোপায় পরিপূর্ণ হোক।
চ্যাম্পিয়নস লিগ, ইউরোপা লিগ—দুই টুর্নামেন্টের শিরোপাজয়ী দল দুটি নতুন মৌসুমের উয়েফা সুপার কাপে মুখোমুখি হয়। কারাইসকাকিসে গতকাল সুপার কাপে ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ ছিল সেভিয়া। ২৫ মিনিটে ইউসেফ এন-নাসরির গোলে এগিয়ে যায় সেভিয়া। এরপর ৬৩ মিনিটে ম্যান সিটিকে সমতায় ফেরান কোল পার্মার। মূল ম্যাচ ১-১ গোলে ড্র হলে খেলা গড়ায় পেনাল্টি শ্যুটআউটে। টাইব্রেকারে প্রথম শট নেয় ম্যান সিটি ও আর্লিং হালান্ড সেই শটে গোল করেন। সিটির হয়ে এরপর গোল করেন হুলিয়ান আলভারেজ, মাতেও কোভাচিচ, জ্যাক গ্রিলিশ ও কাইল ওয়াকার। অন্যদিকে সেভিয়া প্রথম চার শটের সবকটিই গোল করলেও পঞ্চম শটে আর গোল হয়নি। নেমানজা গুডেলজের শট গোলবারে আটকে গেলে নিশ্চিত হয় ম্যান সিটির প্রথম সুপার কাপ শিরোপা।
প্রথম সুপার কাপ জয়ের পর উচ্ছ্বাস দেখা যায় ম্যান সিটির ডাগআউটে। ম্যাচ শেষে টিএনটি স্পোর্টসকে গ্রিলিশ বলেন, ‘কোচ আমাদের পরিষ্কার করে বলেছিলেন যে ম্যান সিটির হাতে তিনি এই ট্রফির শিরোপা দেখতে কতটা আগ্রহী। ক্লাব অনেক সফলতা পেয়েছে। এই শিরোপার জন্য আমরা অপেক্ষা করছিলাম যেহেতু আমরা চ্যাম্পিয়নস লিগ জিতেছি।’
২০১৬ সালে ম্যান সিটির কোচের দায়িত্ব নিয়েছেন গার্দিওলা। তাঁর অধীনে সর্বশেষ ছয় মৌসুমের পাঁচ মৌসুমেই ইংলিশ প্রিমিয়ার লিগ জিতেছে সিটি। আর ২০২২-২৩ মৌসুমে প্রিমিয়ার লিগ, এফএ কাপ, চ্যাম্পিয়নস লিগ-প্রথমবার ট্রেবল জেতে সিটিজেনরা।
কোচ হিসেবে দুই ক্লাবের হয়ে ট্রেবল জয়ের কীর্তি পেপ গার্দিওলা গড়েছেন দুই মাস আগে। গার্দিওলার অধীনে ম্যানচেস্টার সিটি তখন পেয়েছিল প্রথম চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বাদ। তবে গার্দিওলা থামতে চান না এখানেই। তাঁর চাওয়া ম্যান সিটির ক্যাবিনেট শিরোপায় পরিপূর্ণ হোক।
চ্যাম্পিয়নস লিগ, ইউরোপা লিগ—দুই টুর্নামেন্টের শিরোপাজয়ী দল দুটি নতুন মৌসুমের উয়েফা সুপার কাপে মুখোমুখি হয়। কারাইসকাকিসে গতকাল সুপার কাপে ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ ছিল সেভিয়া। ২৫ মিনিটে ইউসেফ এন-নাসরির গোলে এগিয়ে যায় সেভিয়া। এরপর ৬৩ মিনিটে ম্যান সিটিকে সমতায় ফেরান কোল পার্মার। মূল ম্যাচ ১-১ গোলে ড্র হলে খেলা গড়ায় পেনাল্টি শ্যুটআউটে। টাইব্রেকারে প্রথম শট নেয় ম্যান সিটি ও আর্লিং হালান্ড সেই শটে গোল করেন। সিটির হয়ে এরপর গোল করেন হুলিয়ান আলভারেজ, মাতেও কোভাচিচ, জ্যাক গ্রিলিশ ও কাইল ওয়াকার। অন্যদিকে সেভিয়া প্রথম চার শটের সবকটিই গোল করলেও পঞ্চম শটে আর গোল হয়নি। নেমানজা গুডেলজের শট গোলবারে আটকে গেলে নিশ্চিত হয় ম্যান সিটির প্রথম সুপার কাপ শিরোপা।
প্রথম সুপার কাপ জয়ের পর উচ্ছ্বাস দেখা যায় ম্যান সিটির ডাগআউটে। ম্যাচ শেষে টিএনটি স্পোর্টসকে গ্রিলিশ বলেন, ‘কোচ আমাদের পরিষ্কার করে বলেছিলেন যে ম্যান সিটির হাতে তিনি এই ট্রফির শিরোপা দেখতে কতটা আগ্রহী। ক্লাব অনেক সফলতা পেয়েছে। এই শিরোপার জন্য আমরা অপেক্ষা করছিলাম যেহেতু আমরা চ্যাম্পিয়নস লিগ জিতেছি।’
২০১৬ সালে ম্যান সিটির কোচের দায়িত্ব নিয়েছেন গার্দিওলা। তাঁর অধীনে সর্বশেষ ছয় মৌসুমের পাঁচ মৌসুমেই ইংলিশ প্রিমিয়ার লিগ জিতেছে সিটি। আর ২০২২-২৩ মৌসুমে প্রিমিয়ার লিগ, এফএ কাপ, চ্যাম্পিয়নস লিগ-প্রথমবার ট্রেবল জেতে সিটিজেনরা।
জিয়ানলুইজি দোন্নারুম্মার ওপর গত রাতে কী ভর করেছিল, সেটা তিনিই ভালো জানেন। পিএসজির রক্ষণদুর্গে বারবার হানা দেওয়া আর্সেনালকে গোলই করতে দেননি। যত ভাবেই গোলের চেষ্টা করুক না কেন, দোন্নারুম্মার বীরত্বের কাছে বারবার হার মানতে হয়েছে আর্সেনালকে।
৩১ মিনিট আগেচট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে গতকাল দ্বিতীয় দিনের শেষ বিকেলে এলোমেলো হয়ে পড়েছিল বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা করেছিলেন ‘আত্মহত্যা’। আজ তৃতীয় দিনের সকালে জিম্বাবুয়ের বিপক্ষে সাবলীলভাবে খেলছে বাংলাদেশ।
১ ঘণ্টা আগে২০০৮-এর ১১ এপ্রিল ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-পাকিস্তান। এই মাঠে এখন পর্যন্ত এটাই সবশেষ কোনো আন্তর্জাতিক ম্যাচ। অবশেষে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ দিয়েই ইকবাল স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের অপেক্ষা ফুরোচ্ছে।
২ ঘণ্টা আগেসকাল থেকেই চট্টগ্রামের আকাশে ছিল মেঘের আনাগোনা। চারপাশে গুমোট আবহাওয়া। আবহাওয়ার পূর্বাভাসে যেমনটা বলা হয়েছিল, তেমনটিই দেখা যায় চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্টের তৃতীয় দিনের সকালে।
৩ ঘণ্টা আগে