ক্রীড়া ডেস্ক
কখনো খুদে জাদুকর কখনোবা এলিয়েন। প্রায় দুই দশক ফুটবলপ্রেমীদের বুঁদ করে রেখেছিলেন ডান আর বাম পায়ের জাদুতে। ক্যারিয়ারের শেষলগ্নেও এখনো তারা থেকে মহাতারকা হয়ে ঔজ্জ্বল্য ছড়াচ্ছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু বয়স তো কখনো আপস করে না। নক্ষত্রেরও একদিন পতন হয়।
মেসি-রোনালদো ইউরোপ ফুটবলের প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছেন কয়েক বছর হলো। তার সঙ্গে যেন গতিপথ বদলে নিল ব্যালন ডি’অরও। ভিনগ্রহের দুই এলিয়েন থেকে নতুন পৃথিবীতে পা রাখছে ফ্রান্স ফুটবলের দেওয়া খেলোয়াড়দের শ্রেষ্ঠত্বের এই পুরস্কার।
২০০৩ সালের পর এই প্রথমবার ব্যালন ডি’অরের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পাননি সর্বকালের সেরাদের তালিকায় জায়গা করে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। ২০০৮ সাল থেকে ২০২৩, এর মধ্যে ১৫ বার ব্যালন ডি’অর পুরস্কার দেওয়া হয়েছে। ২০১৫ সালে ক্রোয়েট তারকা লুকা মদ্রিচ ও ২০২২ সালে ফরাসি ফরোয়ার্ড করিম বেনজেমা ছাড়া, বাকি ১৩ বারই ব্যালন ডি’অর জেতেন মেসি-রোনালদো।
সর্বোচ্চ ৮ বার ব্যালন ডি’অর জিতে বিরল ইতিহাস গড়েছেন মেসি। তালিকায় তারপরেই থাকা রোনালদোর অর্জন পাঁচটি ব্যালন ডি’অর। গত দুটা দশক যেন ভাগাভাগি করে নিয়েছেন তাঁরা। কিন্তু ২১ বছরে প্রথমবার ঘটল এমন ঘটনা—সংক্ষিপ্ত তালিকায় এবার তাঁরা আর নেই।
ভিনিসিয়ুস জুনিয়র, জুড বেলিংহাম, আর্লিং হালান্ড, রদ্রি, লামিনে ইয়ামাল, নিকো উইলিয়ামস, কিলিয়ান এমবাপ্পেরা আছেন এবারের ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায়। আগামীকাল হয়তো ফ্রান্সের থিয়েটার ডু চ্যাটেলেট থেকে এই তালিকার কারও নাম ঘোষণা আসবে ব্যালন ডি’অর জয়ী হিসেবে। সঙ্গে মেসি-রোনালদোর ভিনগ্রহ থেকে নতুন পৃথিবীতেও যেন পা রাখবে ব্যালন ডি’অর। অর্থাৎ পরবর্তী প্রজন্মের ব্যালন ডি’অর জয়ের শুরু হবে।
পেশাদার ফুটবলে মেসির ৮৪৯ গোল ও অ্যাসিস্ট করেছেন ৩৭৮টি। ১২২৭ গোলের সঙ্গে জড়িয়ে আছেন আর্জেন্টিনার খুদে জাদুকর মেসি। বিপরীতে রোনালদো ৯০৭ গোলের পাশাপাশি অ্যাসিস্ট করেছেন ২৫৫টি। ১১৬২ গোলে অবদান রয়েছে পর্তুগিজ সুপারস্টারের। দুজনে মিলে ২৩৮৯ গোলের সঙ্গে নিজেদের নাম জড়িয়েছেন। ফুটবলে এমন দ্বৈরথ অতীতেও ছিল না, সামনেও হবে কি না সে ব্যাপারেও ব্যাপক আলোচনা। তবে নিজেদের গ্রহে তাঁরা এলিয়েনই!
কখনো খুদে জাদুকর কখনোবা এলিয়েন। প্রায় দুই দশক ফুটবলপ্রেমীদের বুঁদ করে রেখেছিলেন ডান আর বাম পায়ের জাদুতে। ক্যারিয়ারের শেষলগ্নেও এখনো তারা থেকে মহাতারকা হয়ে ঔজ্জ্বল্য ছড়াচ্ছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু বয়স তো কখনো আপস করে না। নক্ষত্রেরও একদিন পতন হয়।
মেসি-রোনালদো ইউরোপ ফুটবলের প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছেন কয়েক বছর হলো। তার সঙ্গে যেন গতিপথ বদলে নিল ব্যালন ডি’অরও। ভিনগ্রহের দুই এলিয়েন থেকে নতুন পৃথিবীতে পা রাখছে ফ্রান্স ফুটবলের দেওয়া খেলোয়াড়দের শ্রেষ্ঠত্বের এই পুরস্কার।
২০০৩ সালের পর এই প্রথমবার ব্যালন ডি’অরের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পাননি সর্বকালের সেরাদের তালিকায় জায়গা করে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। ২০০৮ সাল থেকে ২০২৩, এর মধ্যে ১৫ বার ব্যালন ডি’অর পুরস্কার দেওয়া হয়েছে। ২০১৫ সালে ক্রোয়েট তারকা লুকা মদ্রিচ ও ২০২২ সালে ফরাসি ফরোয়ার্ড করিম বেনজেমা ছাড়া, বাকি ১৩ বারই ব্যালন ডি’অর জেতেন মেসি-রোনালদো।
সর্বোচ্চ ৮ বার ব্যালন ডি’অর জিতে বিরল ইতিহাস গড়েছেন মেসি। তালিকায় তারপরেই থাকা রোনালদোর অর্জন পাঁচটি ব্যালন ডি’অর। গত দুটা দশক যেন ভাগাভাগি করে নিয়েছেন তাঁরা। কিন্তু ২১ বছরে প্রথমবার ঘটল এমন ঘটনা—সংক্ষিপ্ত তালিকায় এবার তাঁরা আর নেই।
ভিনিসিয়ুস জুনিয়র, জুড বেলিংহাম, আর্লিং হালান্ড, রদ্রি, লামিনে ইয়ামাল, নিকো উইলিয়ামস, কিলিয়ান এমবাপ্পেরা আছেন এবারের ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায়। আগামীকাল হয়তো ফ্রান্সের থিয়েটার ডু চ্যাটেলেট থেকে এই তালিকার কারও নাম ঘোষণা আসবে ব্যালন ডি’অর জয়ী হিসেবে। সঙ্গে মেসি-রোনালদোর ভিনগ্রহ থেকে নতুন পৃথিবীতেও যেন পা রাখবে ব্যালন ডি’অর। অর্থাৎ পরবর্তী প্রজন্মের ব্যালন ডি’অর জয়ের শুরু হবে।
পেশাদার ফুটবলে মেসির ৮৪৯ গোল ও অ্যাসিস্ট করেছেন ৩৭৮টি। ১২২৭ গোলের সঙ্গে জড়িয়ে আছেন আর্জেন্টিনার খুদে জাদুকর মেসি। বিপরীতে রোনালদো ৯০৭ গোলের পাশাপাশি অ্যাসিস্ট করেছেন ২৫৫টি। ১১৬২ গোলে অবদান রয়েছে পর্তুগিজ সুপারস্টারের। দুজনে মিলে ২৩৮৯ গোলের সঙ্গে নিজেদের নাম জড়িয়েছেন। ফুটবলে এমন দ্বৈরথ অতীতেও ছিল না, সামনেও হবে কি না সে ব্যাপারেও ব্যাপক আলোচনা। তবে নিজেদের গ্রহে তাঁরা এলিয়েনই!
পাকিস্তানের স্কোরবোর্ডে যখন ১৩৫ রান উঠল, তাদের ভক্ত-সমর্থকেরা জয়ের আশা হয়তো তেমন একটা করেননি। দুবাইয়ের পিচ যতই ধীর গতির হোক, এত কম রান ডিফেন্ড করতে পাকিস্তানকে করতে হতো বিশেষ কিছুই। সালমান আলী আঘার নেতৃত্বাধীন পাকিস্তান সেটা করে দেখিয়েছে বাংলাদেশের বিপক্ষে।
২১ মিনিট আগেদুবাইয়ে গত রাতে বাংলাদেশকে ১১ রানে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে পাকিস্তান। এদিকে ভারত তো আগেই উঠে গেছে ফাইনালে। শিরোপা নির্ধারণী ম্যাচে পরশু মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। তার আগে আজ টুর্নামেন্টের নিয়মরক্ষার ম্যাচে মুখোমুখি হবে ভারত-শ্রীলঙ্কা।
১ ঘণ্টা আগে২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে ৯ মাসের মতো বাকি থাকলেও এখনই যে দামামা বেজে গেছে। ১২ সেপ্টেম্বর টিকিট বিক্রির কার্যক্রমের প্রথম ধাপেই জমা পড়েছিল এক লাখের বেশি আবেদন। এবার ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ সামনে রেখে তিনটি রঙিন মাস্কট প্রকাশ করল ফিফা।
২ ঘণ্টা আগেবর্নাঢ্য ক্যারিয়ার ছিল ওয়েইন রুনির। ইংল্যান্ডের ইতিহাসের সর্বকালের সেরা ফুটবলারদের একজন মানা হয় তাঁকে। এমন একজন ফুটবলারই কি না পেয়ে বসেছিল মদের নেশা। মরে যাওয়ার মতো অবস্থা হয়েছিল ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার। এমন অবস্থায় তাঁকে বাঁচিয়েছেন তাঁর স্ত্রী কোলিন।
৩ ঘণ্টা আগে