Ajker Patrika

এমন রোমাঞ্চকর জয়ের অপেক্ষায় ছিলেন ডি ব্রুইনা 

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৪, ১২: ০০
এমন রোমাঞ্চকর জয়ের অপেক্ষায় ছিলেন ডি ব্রুইনা 

ম্যানচেস্টার সিটির বিপক্ষে নিউক্যাসল যেন জয়ের পথে অনেকটাই এগিয়ে ছিল। ঠিক এখান থেকেই ঘুরে দাঁড়াল ম্যানচেস্টার সিটি। আরও স্পষ্ট করে বললে কেভিন ডি ব্রুইনা। বদলি হিসেবে নামলেও ম্যান সিটিকে এনে দিয়েছেন রোমাঞ্চকর এক জয়। 

সেন্ট জেমস পার্কে গতকাল প্রিমিয়ার লিগের ম্যাচে মুখোমুখি হয়েছিল নিউক্যাসল ও ম্যান সিটি। ২৬ মিনিটে বার্নার্দো সিলভার গোলে এগিয়ে যায় সিটি। এরপর ২ মিনিটের ব্যবধানে জোড়া গোলে এগিয়ে যায় নিউক্যাসল। ৩৫ ও ৩৭ মিনিটে নিউক্যাসলের গোল ২টি করেন আলেক্সান্ডার ইসাক ও অ্যান্থনি গর্ডন। প্রথমার্ধে ২-১ গোলে পিছিয়ে থাকা সিটি দ্বিতীয়ার্ধেও পারছিল না গোলমুখ খুলতে। এরপর ৬৯ মিনিটে সিলভার বদলি হিসেবে নামেন ডি ব্রুইনা। এসেই ম্যাচের গতিপথ বদলানো শুরু করেন ডি ব্রুইনা। ৭৪ মিনিটে গোল করেন তিনি। তাঁকে (ডি ব্রুইনা) অ্যাসিস্ট করেন রদ্রি। এরপর অতিরিক্ত সময়ের এক মিনিটে জয়সূচক গোলে অবদান রাখেন ডি ব্রুইনা। বেলজিয়ান মিডফিল্ডারের অ্যাসিস্টে গোল করেন অস্কার বব। 

ডি ব্রুইনার ম্যাজিকে শেষ পর্যন্ত ম্যান সিটি ৩-২ গোলে হারিয়েছে নিউক্যাসলকে, যেখানে বেলজিয়ান মিডফিল্ডারের কিছুটা হ্যামস্ট্রিংয়ের সমস্যা ছিল। ম্যাচ শেষে টিএনটি স্পোর্টকে ডি ব্রুইনা বলেন, ‘আমি এটা মিস করছিলাম। বড় চোটে পড়েছিলাম ও আমার একটু সময়ের দরকার ছিল। তবে আমি বেশ উপভোগ করেছি ও কঠোর পরিশ্রম করেছি। জানি যে ৯০ মিনিট পুরো খেলতে পারব না। তবে এটাও জানি যে ২০-২৫ মিনিট পূর্ণ গতিতে দৌড়াতে পারব। আমার ফুসফুসে একটু সমস্যা হয়েছিল। ঠান্ডা লেগেছিল। তবে এর চেয়ে ভালো আর কিছু হতে পারে না।’ 

৩-২ গোলের জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় দুইয়ে উঠেছে ম্যান সিটি। ২০ ম্যাচে ১৩ জয়, ৪ ড্র ও ৩ পরাজয়ে সিটিজেনদের পয়েন্ট ৪৩। সবার ওপরে থাকা লিভারপুলের পয়েন্ট ৪৫। ৩ নম্বরে থাকা অ্যাস্টন ভিলার পয়েন্ট ৪২। লিভারপুল, ম্যান সিটি, অ্যাস্টন ভিলা—তিনটি দলই ২০ ম্যাচ করে খেলেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত