চ্যাম্পিয়নস লিগে গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে বুধবার রাতে মুখোমুখি হয়েছিল জুভেন্টাস ও চেলসি। তুরিনে জুভেন্টাসের ঘরের মাঠে ১-০ গোলে হেরেছে বর্তমান চ্যাম্পিয়ন চেলসি। ইতালির ইউরোজয়ী দলের সদস্য ফেদেরিকো কিয়েসার গোলে হারের স্বাদ নিয়ে মাঠ ছেড়েছে থমাস টুখেলের দল।
এর আগে প্রিমিয়ার লিগেও ম্যানচেস্টার সিটির বিপক্ষে হারের স্বাদ পেয়েছিল চেলসি। এই হারের পর নড়েচড়ে বসেছেন সমর্থকেরাও। দারুণ ছন্দে থাকা চেলসির ছন্দপতন ভাবাচ্ছে দলের কোচ টুখেলকেও। দলের এমন অবস্থার জন্য আগ্রাসী হয়ে না খেলাকেই দুষছেন টুখেল।
জুভেন্টাসের বিপক্ষে এদিন ৭৪ শতাংশ বল দখলে রেখেছিল চেলসি। এমনকি শট নেওয়ার ক্ষেত্রেও অনেক এগিয়ে ছিল ব্লুজরা। কিন্তু তবু কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি তারা। ম্যাচের পর টুখেল বলেন, ‘আমার ধারণা আমরা যথেষ্ট আগ্রাসী ছিলাম না। বল আমাদের দখলে ছিল। আমার মনে হয়, প্রথম ১২ থেকে ১৫ মিনিটে আমরা ওদের ক্ষতিগ্রস্ত করতে পারতাম। আমাদের আরও আগ্রাসী হওয়া উচিত ছিল এবং দলীয় সমন্বয়ও আরও ভালো হতে পারত।’
এমনকি অনুশীলনের প্রভাবও মাঠের খেলায় পড়ছে না বলে মন্তব্য করেছেন টুখেল, ‘আগের দিন আমরা অনুশীলনে খুব ভালো করেছিলাম। কিন্তু আজকে (গতকাল) আমরা যথেষ্ট ভালো ছিলাম না। আমার মতে, আমরা অনেক মন্থর ও ক্লান্ত ছিলাম। সিদ্ধান্ত নেওয়ার দিক থেকেও মানসিকভাবে অনেক পিছিয়ে ছিলাম।’
চ্যাম্পিয়নস লিগে গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে বুধবার রাতে মুখোমুখি হয়েছিল জুভেন্টাস ও চেলসি। তুরিনে জুভেন্টাসের ঘরের মাঠে ১-০ গোলে হেরেছে বর্তমান চ্যাম্পিয়ন চেলসি। ইতালির ইউরোজয়ী দলের সদস্য ফেদেরিকো কিয়েসার গোলে হারের স্বাদ নিয়ে মাঠ ছেড়েছে থমাস টুখেলের দল।
এর আগে প্রিমিয়ার লিগেও ম্যানচেস্টার সিটির বিপক্ষে হারের স্বাদ পেয়েছিল চেলসি। এই হারের পর নড়েচড়ে বসেছেন সমর্থকেরাও। দারুণ ছন্দে থাকা চেলসির ছন্দপতন ভাবাচ্ছে দলের কোচ টুখেলকেও। দলের এমন অবস্থার জন্য আগ্রাসী হয়ে না খেলাকেই দুষছেন টুখেল।
জুভেন্টাসের বিপক্ষে এদিন ৭৪ শতাংশ বল দখলে রেখেছিল চেলসি। এমনকি শট নেওয়ার ক্ষেত্রেও অনেক এগিয়ে ছিল ব্লুজরা। কিন্তু তবু কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি তারা। ম্যাচের পর টুখেল বলেন, ‘আমার ধারণা আমরা যথেষ্ট আগ্রাসী ছিলাম না। বল আমাদের দখলে ছিল। আমার মনে হয়, প্রথম ১২ থেকে ১৫ মিনিটে আমরা ওদের ক্ষতিগ্রস্ত করতে পারতাম। আমাদের আরও আগ্রাসী হওয়া উচিত ছিল এবং দলীয় সমন্বয়ও আরও ভালো হতে পারত।’
এমনকি অনুশীলনের প্রভাবও মাঠের খেলায় পড়ছে না বলে মন্তব্য করেছেন টুখেল, ‘আগের দিন আমরা অনুশীলনে খুব ভালো করেছিলাম। কিন্তু আজকে (গতকাল) আমরা যথেষ্ট ভালো ছিলাম না। আমার মতে, আমরা অনেক মন্থর ও ক্লান্ত ছিলাম। সিদ্ধান্ত নেওয়ার দিক থেকেও মানসিকভাবে অনেক পিছিয়ে ছিলাম।’
জিতলেই ফাইনাল—দুবাইয়ে গত রাতে সুপার ফোরের বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটা ছিল এমনই। অলিখিত সেমিফাইনালে প্রথম ইনিংস শেষে বাংলাদেশের ফাইনাল খেলা মনে হচ্ছিল সময়ের ব্যাপার মাত্র। কিন্তু ‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তান কখন যে পাশার দান উল্টে দেবে, সেটা বোঝা মুশকিল।
১৭ মিনিট আগেদুবাইয়ে গত রাতে বাংলাদেশ-পাকিস্তান সুপার ফোরের ম্যাচে ছিল না কোনো জটিল সমীকরণের খেলা। অলিখিত সেমিফাইনালের বাধা যে টপকতে পারবে, সেই দল কাটবে ফাইনালের টিকিট। বাংলাদেশ সেখানে নিজেদের হাতে থাকা ম্যাচ ফস্কেছে বলে মনে করেন ওয়াসিম আকরাম।
১ ঘণ্টা আগেজয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
১০ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
১১ ঘণ্টা আগে