সৌদি আরবে এসে সময়টা ভালোই যাচ্ছিল করিম বেনজেমার। আল ইত্তিহাদের হয়ে নিয়মিত সব ম্যাচ খেলছিলেন তিনি। মনে হচ্ছিল সৌদি ক্লাবটির হয়ে চোটমুক্ত হয়ে খেলতে পারবেন বেনজেমা, কিন্তু হঠাৎ করেই চোটে পড়েছেন ফ্রান্সের এই ফরোয়ার্ড।
সৌদি প্রো লিগে গত রাতে কিং ফাহাদ স্টেডিয়ামে খেলেছিল আল ইত্তিহাদ-আল ওয়েহদা। এই ম্যাচে ইত্তিহাদের শুরুর একাদশে ছিলেন বেনজেমা। ৪২ মিনিটের সময় হঠাৎ মাঠেই পড়ে যান তিনি। মাঠেই তাঁর চিকিৎসা চলছিল। এরপর আর খেলা চালিয়ে যেতে পারেননি তিনি। চোট নিয়ে তৎক্ষণাৎ মাঠ ছেড়েছেন। ম্যাচ শেষে পরে জানা গেল, ফরাসি ফরোয়ার্ড হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন। কত দিন খেলতে পারবেন না, তা এখনো জানা যায়নি। তবে আল ইত্তিহাদ আশা করছে, বেনজেমার চোট খুব গুরুতর নয়। দ্রুতই মাঠে ফিরতে পারবেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা। শুক্রবার সৌদি প্রো লিগে আল ইত্তিহাদের প্রতিপক্ষ আল হিলাল। কদিন আগেই প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) থেকে আল হিলালে এসেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার।
বেনজেমা চোটে পড়লেও গতকাল বড় জয় পেয়েছে আল ইত্তিহাদ। আল ওয়েহদাকে ৩-০ গোলে হারিয়েছে আল ইত্তিহাদ। ৬৩, ৬৭ ও ৭৩ মিনিটে গোল ৩টি করেছেন রোমারিনহো, হোয়াও পেদ্রো ও ইগর করোনাদো। যেখানে পেদ্রো নেমেছিলেন বেনজেমার বদলি হিসেবে। আল ইত্তিহাদের হয়ে এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলে ১ গোল করেছেন এবং ২ গোলে অ্যাসিস্ট করেছেন বেনজেমা। সৌদি প্রো লিগের বর্তমান চ্যাম্পিয়ন আল ইত্তিহাদ।
সৌদি আরবে এসে সময়টা ভালোই যাচ্ছিল করিম বেনজেমার। আল ইত্তিহাদের হয়ে নিয়মিত সব ম্যাচ খেলছিলেন তিনি। মনে হচ্ছিল সৌদি ক্লাবটির হয়ে চোটমুক্ত হয়ে খেলতে পারবেন বেনজেমা, কিন্তু হঠাৎ করেই চোটে পড়েছেন ফ্রান্সের এই ফরোয়ার্ড।
সৌদি প্রো লিগে গত রাতে কিং ফাহাদ স্টেডিয়ামে খেলেছিল আল ইত্তিহাদ-আল ওয়েহদা। এই ম্যাচে ইত্তিহাদের শুরুর একাদশে ছিলেন বেনজেমা। ৪২ মিনিটের সময় হঠাৎ মাঠেই পড়ে যান তিনি। মাঠেই তাঁর চিকিৎসা চলছিল। এরপর আর খেলা চালিয়ে যেতে পারেননি তিনি। চোট নিয়ে তৎক্ষণাৎ মাঠ ছেড়েছেন। ম্যাচ শেষে পরে জানা গেল, ফরাসি ফরোয়ার্ড হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন। কত দিন খেলতে পারবেন না, তা এখনো জানা যায়নি। তবে আল ইত্তিহাদ আশা করছে, বেনজেমার চোট খুব গুরুতর নয়। দ্রুতই মাঠে ফিরতে পারবেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা। শুক্রবার সৌদি প্রো লিগে আল ইত্তিহাদের প্রতিপক্ষ আল হিলাল। কদিন আগেই প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) থেকে আল হিলালে এসেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার।
বেনজেমা চোটে পড়লেও গতকাল বড় জয় পেয়েছে আল ইত্তিহাদ। আল ওয়েহদাকে ৩-০ গোলে হারিয়েছে আল ইত্তিহাদ। ৬৩, ৬৭ ও ৭৩ মিনিটে গোল ৩টি করেছেন রোমারিনহো, হোয়াও পেদ্রো ও ইগর করোনাদো। যেখানে পেদ্রো নেমেছিলেন বেনজেমার বদলি হিসেবে। আল ইত্তিহাদের হয়ে এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলে ১ গোল করেছেন এবং ২ গোলে অ্যাসিস্ট করেছেন বেনজেমা। সৌদি প্রো লিগের বর্তমান চ্যাম্পিয়ন আল ইত্তিহাদ।
দ্বিতীয় স্তরের ঘরোয়া ফুটবল বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে একের পর এক লাঞ্ছনার শিকার হচ্ছেন রেফারিরা। পরশু সিটি ক্লাব ও বাফুফে এলিট একাডেমির মধ্যকার ম্যাচের দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হন রেফারি জি এম চৌধুরী নয়ন।
৯ ঘণ্টা আগেগার্ডিয়ান, ইএসপিএন এফসির মতো নির্ভরযোগ্য সংবাদমাধ্যমের অনলাইনে কি তাহলে তথ্যবিভ্রাটই হলো! তাদের দাবি, ব্রাজিল ফুটবল ফেডারশনের ১১০ বছরের ইতিহাসে কার্লো আনচেলত্তিই তাদের প্রথম বিদেশি কোচ। কিন্তু নানা তথ্য-উপাত্ত বলছে, আনচেলত্তি ব্রাজিলের প্রথম বিদেশি কোচ নন। এর আগেও ব্রাজিল জাতীয় দলে তিনজন বিদেশি কোচ
১০ ঘণ্টা আগেতাঁর পরের গন্তব্য যে ব্রাজিল, সেটি আগেই বোঝা গিয়েছিল। শেষ পর্যন্ত হলোই তাই। ভিনিসিয়ুস জুনিয়র, নেইমারদের কোচ হওয়ার জন্য ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) চুক্তিতে সই করেছেন কার্লো আনচেলত্তি।
১০ ঘণ্টা আগেনিজেদের সবশেষ টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করেছে বাংলাদেশ দল। এ ছাড়া বেশ লম্বা সময় ধরে কুড়ি ওভারের সংস্করণে ছন্দে নেই তারা। তবে টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক লিটন দাসের চাওয়া, তাঁর হাতে ধরে যেন এই সংস্করণে যেন ভালো কিছু হয়। নেতৃত্ব নিয়ে এ উইকেটরক্ষক-ব্যাটার বেশ প্রশংসা
১০ ঘণ্টা আগে