Ajker Patrika

নেইমারদের বিপক্ষে খেলতে কি পারবেন বেনজেমা

আপডেট : ২৯ আগস্ট ২০২৩, ১৪: ৫৭
নেইমারদের বিপক্ষে খেলতে কি পারবেন বেনজেমা

সৌদি আরবে এসে সময়টা ভালোই যাচ্ছিল করিম বেনজেমার। আল ইত্তিহাদের হয়ে নিয়মিত সব ম্যাচ খেলছিলেন তিনি। মনে হচ্ছিল সৌদি ক্লাবটির হয়ে চোটমুক্ত হয়ে খেলতে পারবেন বেনজেমা, কিন্তু হঠাৎ করেই চোটে পড়েছেন ফ্রান্সের এই ফরোয়ার্ড। 

সৌদি প্রো লিগে গত রাতে কিং ফাহাদ স্টেডিয়ামে খেলেছিল আল ইত্তিহাদ-আল ওয়েহদা। এই ম্যাচে ইত্তিহাদের শুরুর একাদশে ছিলেন বেনজেমা। ৪২ মিনিটের সময় হঠাৎ মাঠেই পড়ে যান তিনি। মাঠেই তাঁর চিকিৎসা চলছিল। এরপর আর খেলা চালিয়ে যেতে পারেননি তিনি। চোট নিয়ে তৎক্ষণাৎ মাঠ ছেড়েছেন। ম্যাচ শেষে পরে জানা গেল, ফরাসি ফরোয়ার্ড হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন। কত দিন খেলতে পারবেন না, তা এখনো জানা যায়নি। তবে আল ইত্তিহাদ আশা করছে, বেনজেমার চোট খুব গুরুতর নয়। দ্রুতই মাঠে ফিরতে পারবেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা। শুক্রবার সৌদি প্রো লিগে আল ইত্তিহাদের প্রতিপক্ষ আল হিলাল। কদিন আগেই প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) থেকে আল হিলালে এসেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার। 

বেনজেমা চোটে পড়লেও গতকাল বড় জয় পেয়েছে আল ইত্তিহাদ। আল ওয়েহদাকে ৩-০ গোলে হারিয়েছে আল ইত্তিহাদ। ৬৩, ৬৭ ও ৭৩ মিনিটে গোল ৩টি করেছেন রোমারিনহো, হোয়াও পেদ্রো ও ইগর করোনাদো। যেখানে পেদ্রো নেমেছিলেন বেনজেমার বদলি হিসেবে। আল ইত্তিহাদের হয়ে এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলে ১ গোল করেছেন এবং ২ গোলে অ্যাসিস্ট করেছেন বেনজেমা। সৌদি প্রো লিগের বর্তমান চ্যাম্পিয়ন আল ইত্তিহাদ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

যুক্তরাষ্ট্র-চীন সমঝোতায় এক দিনে ১০০ ডলার কমল সোনার দাম

যুদ্ধ বলিউডের সিনেমা নয়: ভারতের সাবেক সেনাপ্রধান

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

টাকা চুরি করতে দেখে ফেলায় দুই খালাকে হত্যা করে কিশোর: ডিবি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত