ক্যাম্প ন্যুতে খেলতে নেমেই রেকর্ড গড়েছেন ল্যামিন ইয়ামাল। রেকর্ড গড়া এই ফুটবলারকে লিওনেল মেসির সঙ্গে তুলনা করেছেন বার্সা কোচ জাভি হার্নান্দেজ। তরুণ এই ইয়ামাল গড়তে চান আরও অনেক রেকর্ড।
গত পরশু লা-লিগায় ক্যাম্প ন্যুয়ে মুখোমুখি হয়েছে বার্সেলোনা-রিয়াল বেতিস। ম্যাচের ৮৩ মিনিটে গাভিকে বদলি করে নামানো হয় ইয়ামালকে। বদলি নেমেই বার্সেলোনার হয়ে ইতিহাস গড়েছেন তিনি। ১৫ বছর ২৯০ দিন বয়সে খেলতে নেমে বার্সার সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে অভিষেক হওয়ার রেকর্ড গড়েন এই ফরোয়ার্ড। এমন আরও অনেক রেকর্ড গড়তে চান ইয়ামাল। বার্সেলোনার অফিশিয়াল ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে স্পেনের এই তরুণ ফুটবলার বলেন, ‘আমি বেশ আবেগপ্রবণ হয়ে গিয়েছিলাম। যখন আমি মাঠে নেমেছিলাম, ক্যাম্প ন্যু দেখে অভিভূত হয়েছিলাম। ধীরে ধীরে স্নায়ুচাপ কাটিয়ে ফেলেছি, যতটা সম্ভব সাবলীল থাকার চেষ্টা করেছি। এই রেকর্ড গড়তে পেরে আমি বেশ খুশি। তবে আরও রেকর্ড গড়ার আশা করছি আমি। প্রথম পাস থেকেই জাভি আমাকে আত্মবিশ্বাসী হতে বললেন এবং আমি সব সময়ই তা করেছি। ম্যাচ শেষে সতীর্থরা আমাকে অভিনন্দন জানিয়েছে।’
প্রথম ম্যাচে অল্প সময় খেললেও ইয়ামালের খেলায় মুগ্ধ হয়েছেন জাভি। স্পেনের তরুণ এই ফুটবলার প্রসঙ্গে বার্সা কোচ বলেন, ‘তাকে বলেছিলাম কিছু করার চেষ্টা কর এবং সেটাই সে করেছে। মাত্র ১৫ বছর বয়সে খেলেছে, একবার ভাবুন...। ল্যামিনেকে ১৫ বছরের মনে হচ্ছে না মোটেও। সে খুবই পরিপক্ব। সে ভালোই অনুশীলন করছে। আক্রমণভাগে তার কিছু পাস সত্যিই ভালো ছিল।’
ক্যাম্প ন্যুতে খেলতে নেমেই রেকর্ড গড়েছেন ল্যামিন ইয়ামাল। রেকর্ড গড়া এই ফুটবলারকে লিওনেল মেসির সঙ্গে তুলনা করেছেন বার্সা কোচ জাভি হার্নান্দেজ। তরুণ এই ইয়ামাল গড়তে চান আরও অনেক রেকর্ড।
গত পরশু লা-লিগায় ক্যাম্প ন্যুয়ে মুখোমুখি হয়েছে বার্সেলোনা-রিয়াল বেতিস। ম্যাচের ৮৩ মিনিটে গাভিকে বদলি করে নামানো হয় ইয়ামালকে। বদলি নেমেই বার্সেলোনার হয়ে ইতিহাস গড়েছেন তিনি। ১৫ বছর ২৯০ দিন বয়সে খেলতে নেমে বার্সার সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে অভিষেক হওয়ার রেকর্ড গড়েন এই ফরোয়ার্ড। এমন আরও অনেক রেকর্ড গড়তে চান ইয়ামাল। বার্সেলোনার অফিশিয়াল ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে স্পেনের এই তরুণ ফুটবলার বলেন, ‘আমি বেশ আবেগপ্রবণ হয়ে গিয়েছিলাম। যখন আমি মাঠে নেমেছিলাম, ক্যাম্প ন্যু দেখে অভিভূত হয়েছিলাম। ধীরে ধীরে স্নায়ুচাপ কাটিয়ে ফেলেছি, যতটা সম্ভব সাবলীল থাকার চেষ্টা করেছি। এই রেকর্ড গড়তে পেরে আমি বেশ খুশি। তবে আরও রেকর্ড গড়ার আশা করছি আমি। প্রথম পাস থেকেই জাভি আমাকে আত্মবিশ্বাসী হতে বললেন এবং আমি সব সময়ই তা করেছি। ম্যাচ শেষে সতীর্থরা আমাকে অভিনন্দন জানিয়েছে।’
প্রথম ম্যাচে অল্প সময় খেললেও ইয়ামালের খেলায় মুগ্ধ হয়েছেন জাভি। স্পেনের তরুণ এই ফুটবলার প্রসঙ্গে বার্সা কোচ বলেন, ‘তাকে বলেছিলাম কিছু করার চেষ্টা কর এবং সেটাই সে করেছে। মাত্র ১৫ বছর বয়সে খেলেছে, একবার ভাবুন...। ল্যামিনেকে ১৫ বছরের মনে হচ্ছে না মোটেও। সে খুবই পরিপক্ব। সে ভালোই অনুশীলন করছে। আক্রমণভাগে তার কিছু পাস সত্যিই ভালো ছিল।’
হকি এশিয়া কাপে বাংলাদেশের খেলাটা অনেকটাই নিশ্চিত ছিল। অবশেষে আজ এ ব্যাপারে নিশ্চিত হওয়া গেল। ২০২৫ হকি এশিয়া কাপে খেলবে বাংলাদেশ।
১২ মিনিট আগেএক দিন বিরতির পর আজ মাঠে নামছে পাকিস্তান শাহিনস। ডারউইনে বাংলাদেশ সময় বেলা ২টা ৩০ মিনিটে শুরু হবে পাকিস্তান শাহিনস-মেলবোর্ন রেনেগেডস একাডেমি ম্যাচ। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেড’-এরও ম্যাচ রয়েছে। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
৩৬ মিনিট আগেডি বক্সের বেশ বাইরে থেকে ফ্রি-কিক পেলেন হুলিয়ান আলভারেজ। ডান পায়ে বাঁকানো এক শট নিলেন তিনি। এসপানিওলের ডিফেন্ডাররা তো বটেই। তাদের গোলরক্ষক মার্কো দিমিত্রোভিচ ডান দিকে ঝাঁপিয়েও বলের নাগাল পাননি। আলভারেজের বল জালে জড়াতেই উদযাপন শুরু আতলেতিকো মাদ্রিদের ফুটবলারদের।
১ ঘণ্টা আগেএশিয়া কাপ, আইসিসি ইভেন্ট ছাড়া ভারত-পাকিস্তানের এখন মুখোমুখি হওয়ার কোনো সুযোগই নেই। সাম্প্রতিক পারফরম্যান্সে দুই দলের মধ্যে আকাশ-পাতাল তফাৎ। তবু দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ নিয়ে উত্তাপ না ছড়িয়ে কি পারে! মাঠে নামার আগেই দুই দলের ক্রিকেটারদের মধ্যে জমে ওঠে কথার লড়াই।
২ ঘণ্টা আগে