Ajker Patrika

বেনজামার রেকর্ডের রাতে বড় জয় রিয়ালের

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ১২: ২০
বেনজামার রেকর্ডের রাতে বড় জয় রিয়ালের

লা লিগায় এলচের বিপক্ষে খেলতে নামার আগে পূর্বসূরি রাউল গঞ্জালেসের সঙ্গে যৌথভাবে ২২৮ গোল নিয়ে রিয়াল মাদ্রিদের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা ছিলেন করিম বেনজামা। তবে ম্যাচ শেষে তা আর থাকল না। ক্লাব কিংবদন্তিকে ছাড়িয়ে এখন তিনি একাই দ্বিতীয় স্থানে।

২৩০ গোল নিয়ে ক্রিস্টিয়ানো রোনালদোর পরেই আছেন বেনজামা। ৩১১ গোল নিয়ে শীর্ষে আছেন সাবেক রিয়াল স্ট্রাইকার। রিয়ালের হয়ে লা লিগায় যেমন শীর্ষে, তেমনি সব মিলিয়েও ক্লাবের হয়ে সবার ওপরে সিআর সেভেন। ৪৩৮ ম্যাচে করেছেন ৪৫০ গোল। ৬২৭ ম্যাচে ৩৩৭ গোল নিয়ে বেনজামা এই তালিকায়ও দ্বিতীয়। 

তবে লা লিগার পরিসংখ্যানে রোনালদো-বেনজামা কেউই শীর্ষে নন। ৪৭৪ গোল নিয়ে সবার ওপরে আছেন বার্সেলোনা কিংবদন্তি লিওনেল মেসি। এই তালিকায় রোনালদো দ্বিতীয় এবং বেনজামা পাঁচে আছেন। ২৫২ গোল নিয়ে তিনে আছেন স্পেন ও বিলবাওর কিংবদন্তি টেলমো জারা এবং চারে আছেন দুই মাদ্রিদের হয়েই খেলা হুগো সানচেজ। মেক্সিকান কিংবদন্তির গোলের সংখ্যা ২৩৪। 

বেনজামার রেকর্ডের রাতে এলচেকে বিধ্বস্ত করেছে রিয়াল। পয়েন্ট তালিকার শেষের দলকে ৪-০ গোলে উড়িয়ে দেওয়ার ম্যাচে জোড়া গোল করেছেন সাবেক ফরাসি স্ট্রাইকার। তাঁর দুটি গোলই এসেছে পেনাল্টিতে। রিয়াল স্ট্রাইকারের জোড়া গোলের আগে-পরে অন্য দুটি করেছেন মার্কো অ্যাসেনসিও ও লুকা মদ্রিচ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতীয় সংসদ নির্বাচন: বিএনপির প্রার্থী বাছাই শেষ হওয়ার পথে

চাল রপ্তানিতে নতুন শর্ত দিল ভারত, বাংলাদেশে কতটা প্রভাব পড়বে

মামুনুরের খোঁজ মেলেনি ৫ দিনেও, ক্লু নেই সিসিটিভি ফুটেজে

নীলক্ষেতে ব্যালট পেপার ছাপানোর অভিযোগ তদন্ত করছে ডাকসু নির্বাচন কমিশন

বাংলাদেশের বিদায়ে ৪১ বছরে প্রথমবার ভারত-পাকিস্তান ফাইনাল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত