ইতিহাস গড়ার হাতছানি ছিল হুলিয়ান আলভারেজ, লাওতারো মার্তিনেজ দুজনের সামনেই। ইস্তাম্বুলের আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে গতকাল জয়ী হয়েছেন আলভারেজ। চ্যাম্পিয়নস লিগ ফাইনাল শেষে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে নিজের নাম লেখালেন আর্জেন্টাইন এই স্ট্রাইকার।
ইন্টার মিলানকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ জেতে ম্যানচেস্টার সিটি। প্রিমিয়ার লিগ, এফএ কাপ, চ্যাম্পিয়নস লিগ জিতে ইউরোপিয়ান ফুটবলে অষ্টম দল হিসেবে ট্রেবল জয়ের রেকর্ড গড়েছে সিটি। সব মিলিয়ে এটা (ট্রেবল জয়) ঘটল দশমবারের মতো। ম্যান সিটির এই ট্রেবল জয়ের সদস্য আলভারেজ গড়েছেন অনন্য এক ইতিহাস। বিশ্বকাপ, চ্যাম্পিয়নস লিগ, ঘরোয়া লিগ, ঘরোয়া কাপ—প্রথম ফুটবলার হিসেবে এক মৌসুমে কোয়াড্রুপল জিতলেন আর্জেন্টাইন এই স্ট্রাইকার। আর্জেন্টিনার জার্সিতে গত বছরের ১৮ ডিসেম্বর বিশ্বকাপ জেতেন আলভারেজ, যা ছিল আকাশি-নীলদের ৩৬ বছর পর বিশ্বকাপ জয়। চলতি মৌসুমে আর্জেন্টিনার ক্লাব রিভারপ্লেট থেকে ম্যান সিটিতে আসেন আলভারেজ।
দশম ফুটবলার হিসেবে এক মৌসুমে বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস লিগ জয়ের রেকর্ড গড়লেন আলভারেজ, যার মধ্যে ১৯৭৪ সালেই এই কীর্তি গড়েন জার্মানির ৬ ফুটবলার। ১৯৭৪ বিশ্বকাপে নেদারল্যান্ডসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল জার্মানি। একই মৌসুমে বায়ার্ন মিউনিখের জার্সিতে তাঁরা জেতেন চ্যাম্পিয়নস লিগ। এরপর ১৯৯৮, ২০০২, ২০১৮, ২০২২—প্রতিবার একজন করে ফুটবলার নাম লিখিয়েছেন এই এলিট ক্লাবে।
এক মৌসুমে বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস লিগ জয়ী ফুটবলার:
১৯৭৪: সেপ মায়ার, পল ব্রেইটনার, হ্যান্স জর্জ সোয়ার্জেনবার্গ, ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, জার্ড মুলার, উলি হোনেস (পশ্চিম জার্মানি ও বায়ার্ন মিউনিখ)
১৯৯৮: ক্রিস্টিয়ান কারেম্বু (ফ্রান্স ও রিয়াল মাদ্রিদ)
২০০২: রবার্তো কার্লোস (ব্রাজিল ও রিয়াল মাদ্রিদ)
২০১৮: রাফায়েল ভারানে (ফ্রান্স ও রিয়াল মাদ্রিদ)
২০২২: হুলিয়ান আলভারেজ (আর্জেন্টিনা ও ম্যানচেস্টার সিটি)
ইতিহাস গড়ার হাতছানি ছিল হুলিয়ান আলভারেজ, লাওতারো মার্তিনেজ দুজনের সামনেই। ইস্তাম্বুলের আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে গতকাল জয়ী হয়েছেন আলভারেজ। চ্যাম্পিয়নস লিগ ফাইনাল শেষে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে নিজের নাম লেখালেন আর্জেন্টাইন এই স্ট্রাইকার।
ইন্টার মিলানকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ জেতে ম্যানচেস্টার সিটি। প্রিমিয়ার লিগ, এফএ কাপ, চ্যাম্পিয়নস লিগ জিতে ইউরোপিয়ান ফুটবলে অষ্টম দল হিসেবে ট্রেবল জয়ের রেকর্ড গড়েছে সিটি। সব মিলিয়ে এটা (ট্রেবল জয়) ঘটল দশমবারের মতো। ম্যান সিটির এই ট্রেবল জয়ের সদস্য আলভারেজ গড়েছেন অনন্য এক ইতিহাস। বিশ্বকাপ, চ্যাম্পিয়নস লিগ, ঘরোয়া লিগ, ঘরোয়া কাপ—প্রথম ফুটবলার হিসেবে এক মৌসুমে কোয়াড্রুপল জিতলেন আর্জেন্টাইন এই স্ট্রাইকার। আর্জেন্টিনার জার্সিতে গত বছরের ১৮ ডিসেম্বর বিশ্বকাপ জেতেন আলভারেজ, যা ছিল আকাশি-নীলদের ৩৬ বছর পর বিশ্বকাপ জয়। চলতি মৌসুমে আর্জেন্টিনার ক্লাব রিভারপ্লেট থেকে ম্যান সিটিতে আসেন আলভারেজ।
দশম ফুটবলার হিসেবে এক মৌসুমে বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস লিগ জয়ের রেকর্ড গড়লেন আলভারেজ, যার মধ্যে ১৯৭৪ সালেই এই কীর্তি গড়েন জার্মানির ৬ ফুটবলার। ১৯৭৪ বিশ্বকাপে নেদারল্যান্ডসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল জার্মানি। একই মৌসুমে বায়ার্ন মিউনিখের জার্সিতে তাঁরা জেতেন চ্যাম্পিয়নস লিগ। এরপর ১৯৯৮, ২০০২, ২০১৮, ২০২২—প্রতিবার একজন করে ফুটবলার নাম লিখিয়েছেন এই এলিট ক্লাবে।
এক মৌসুমে বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস লিগ জয়ী ফুটবলার:
১৯৭৪: সেপ মায়ার, পল ব্রেইটনার, হ্যান্স জর্জ সোয়ার্জেনবার্গ, ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, জার্ড মুলার, উলি হোনেস (পশ্চিম জার্মানি ও বায়ার্ন মিউনিখ)
১৯৯৮: ক্রিস্টিয়ান কারেম্বু (ফ্রান্স ও রিয়াল মাদ্রিদ)
২০০২: রবার্তো কার্লোস (ব্রাজিল ও রিয়াল মাদ্রিদ)
২০১৮: রাফায়েল ভারানে (ফ্রান্স ও রিয়াল মাদ্রিদ)
২০২২: হুলিয়ান আলভারেজ (আর্জেন্টিনা ও ম্যানচেস্টার সিটি)
ভারত ফাইনালে উঠেছে আগেই। টুর্নামেন্ট থেকে আগেই বিদায় নিশ্চিত হয়েছে শ্রীলঙ্কার। তাই দুই দলের গতকালের ম্যাচটি ছিল নিয়মরক্ষার। তবে কে জানত, এই ম্যাচে দেখা যাবে এমন রোমাঞ্চ! ভারতের ২০২ রানের জবাবে পাতুম নিশাঙ্কার সেঞ্চুরিতে শ্রীলঙ্কা তোলে ২০২ রান।
৪ ঘণ্টা আগেদুর্দান্ত ছন্দে আছেন অভিষেক শর্মা। তাঁর দুর্বলতা খুঁজে পাওয়া বোলারদের বড্ড মুশকিলের কাজ হয়ে দাঁড়িয়েছে। টি-টোয়েন্টিতে কীভাবে ধারাবাহিক থাকতে হয়, সেই পথই যেন বাতলে দিচ্ছেন বাঁহাতি এই ব্যাটার। আজ তাঁর ঝোড়ো ব্যাটিংয়ে এশিয়া কাপের সুপার ফোরে নিয়মরক্ষার ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেট হারিয়ে ২০২ রান করেছ
৬ ঘণ্টা আগেবিসিবি নির্বাচনকে ঘিরে কয়েক দিন ধরে ক্রিকেটাররা সামাজিক যোগাযোগমাধ্যমে একই লেখা শেয়ার করছেন, ‘বিসিবি নির্বাচন ঘিরে যা যা হচ্ছে, এসব কাম্য নয়। এটা বাংলাদেশের ক্রিকেট ও ক্রিকেটারদের ভবিষ্যতের ব্যাপার। আমরা চাই, বিসিবি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হোক।’ এই পোস্ট দিয়েছেন জাতীয় দলের বর্তমান ও সাবেক
১০ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে শুরু থেকেই প্রভাব খাটানোর অভিযোগ তুলে আসছিলেন সভাপতি পদপ্রার্থী তামিম ইকবাল। তাঁর দাবি ছিল, তাঁর পক্ষের অনেক জেলা, বিভাগ ও ক্লাব সংগঠকের কাউন্সিলরশিপ আটকে দেওয়া হয়েছে। সেই অভিযোগ নিয়ে গতকাল তিনি হাজির হয়েছিলেন নির্বাচন কমিশনের শুনানিতে।
১১ ঘণ্টা আগে