কোপা আমেরিকার শিরোপা জয়ের পর প্রথমবার মাঠে নামলেন লিওনেল মেসি-আনহেল দি মারিয়ারা। গায়ে চ্যাম্পিয়নের তকমা পরে নামা আর্জেন্টিনা ভেনেজুয়েলার বিপক্ষে খেললও চ্যাম্পিয়নের মতোই। আর তাতে ৩-১ গোলের দারুণ জয় নিয়ে মাঠ ছেড়েছে আলবিসেলেস্তেরা।
দীর্ঘ বিরতির পর আবার শুরু হয়েছে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচগুলো। বিরতির পর নিজেদের প্রথম ম্যাচেই দারুণ আত্মবিশ্বাসী এক জয়ই পেয়েছে আর্জেন্টিনা। তিন গোলের একটিতেও নাম নেই দলের প্রাণভোমরা মেসির। তাতে কী? এদিন আলবিসেলেস্তেদের হয়ে গোল তিনটি করেছেন দুই ইন্টার মিলান ফরওয়ার্ড লাওতারো মার্টিনেজ আর জোয়াকিন কোরেয়া। অন্য গোলটি করেছেন আতলেতিকো মাদ্রিদ ফরওয়ার্ড আনহেল কোরেয়া।
বিরতির আগে টানা দুই ড্রয়ের পর বিশ্বকাপ বাছাইপর্বে জয়ের দেখা পেয়েছে আর্জেন্টিনা। নিষেধাজ্ঞার কারণে আজ দলে ছিলেন না কোপার ফাইনালে দুর্দান্ত খেলা ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো। একই কারণে ম্যাচটা খেলতে পারেননি পিএসজি মিডফিল্ডার লিয়ান্দ্রো ফারদেস। তাতে অবশ্য জয় পেতে একটুও বেগ হতে হয়নি আর্জেন্টিনাকে।
প্রথমার্ধের ৩০ মিনিটে ১০ জনের দলে পরিণত হয় ভেনেজুয়েলা। মেসিকে বাজেভাবে ফাউল করে লাল কার্ড দেখেন দলটির ডিফেন্ডার আদ্রিয়ান মার্টিনেজ। বাকি সময়টা তাই একজন কম নিয়েই খেলতে হয় তাদের। যদিও প্রথম গোল পেতে মেসিদের অপেক্ষা করতে প্রথমার্ধের যোগ করা সময় পর্যন্ত। জোভান্নি লো সেলসোর পাস থেকে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন লাওতারো মার্টিনেজ।
এক গোলে এগিয়ে থাকা আর্জেন্টিনা দ্বিতীয়ার্ধে রীতিমতো চেপে ধরে ভেনেজুয়েলাকে। দ্বিতীয়ার্ধের ৬২ মিনিটে লো সেলসো আর দি মারিয়ার জায়গায় আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি মাঠে নামান দুই কোরেয়াকে। ম্যাচের ৭১ আর ৭৪ মিনিটে দুজনে বাকি দুটি গোল করেন।
৭১ মিনিটে লাওতারো বল পাঠান ক্লাব সতীর্থ জোয়াকিন কোরেয়ার কাছে। বল পেয়ে গোল করতে ভুল করেননি ২৭ বছর বয়সী এই ফরওয়ার্ড। তৃতীয় গোলটি আসে এর তিন মিনিট পরই। দুর্দান্ত এক আক্রমণ থেকে গোলপোস্টে শট নেন জোয়াকিন। গোলরক্ষকের কাছে বাধাপ্রাপ্ত হয়ে বল ফিরে আসে আনহেল কোরেয়ার পায়ে। গোল করতে অসুবিধা হয়নি আতলেতিকো ফরওয়ার্ডের।
দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ভেনেজুয়েলার হয়ে একমাত্র গোলটি করেন ইয়েফেরসন সোতেলদো। এই জয়ে টানা ২১ ম্যাচ অপরাজিত আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইপর্বের পয়েন্ট তালিকায় ব্রাজিলের পরে দ্বিতীয় স্থানে আছে আলবিসেলেস্তেরা।
কোপা আমেরিকার শিরোপা জয়ের পর প্রথমবার মাঠে নামলেন লিওনেল মেসি-আনহেল দি মারিয়ারা। গায়ে চ্যাম্পিয়নের তকমা পরে নামা আর্জেন্টিনা ভেনেজুয়েলার বিপক্ষে খেললও চ্যাম্পিয়নের মতোই। আর তাতে ৩-১ গোলের দারুণ জয় নিয়ে মাঠ ছেড়েছে আলবিসেলেস্তেরা।
দীর্ঘ বিরতির পর আবার শুরু হয়েছে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচগুলো। বিরতির পর নিজেদের প্রথম ম্যাচেই দারুণ আত্মবিশ্বাসী এক জয়ই পেয়েছে আর্জেন্টিনা। তিন গোলের একটিতেও নাম নেই দলের প্রাণভোমরা মেসির। তাতে কী? এদিন আলবিসেলেস্তেদের হয়ে গোল তিনটি করেছেন দুই ইন্টার মিলান ফরওয়ার্ড লাওতারো মার্টিনেজ আর জোয়াকিন কোরেয়া। অন্য গোলটি করেছেন আতলেতিকো মাদ্রিদ ফরওয়ার্ড আনহেল কোরেয়া।
বিরতির আগে টানা দুই ড্রয়ের পর বিশ্বকাপ বাছাইপর্বে জয়ের দেখা পেয়েছে আর্জেন্টিনা। নিষেধাজ্ঞার কারণে আজ দলে ছিলেন না কোপার ফাইনালে দুর্দান্ত খেলা ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো। একই কারণে ম্যাচটা খেলতে পারেননি পিএসজি মিডফিল্ডার লিয়ান্দ্রো ফারদেস। তাতে অবশ্য জয় পেতে একটুও বেগ হতে হয়নি আর্জেন্টিনাকে।
প্রথমার্ধের ৩০ মিনিটে ১০ জনের দলে পরিণত হয় ভেনেজুয়েলা। মেসিকে বাজেভাবে ফাউল করে লাল কার্ড দেখেন দলটির ডিফেন্ডার আদ্রিয়ান মার্টিনেজ। বাকি সময়টা তাই একজন কম নিয়েই খেলতে হয় তাদের। যদিও প্রথম গোল পেতে মেসিদের অপেক্ষা করতে প্রথমার্ধের যোগ করা সময় পর্যন্ত। জোভান্নি লো সেলসোর পাস থেকে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন লাওতারো মার্টিনেজ।
এক গোলে এগিয়ে থাকা আর্জেন্টিনা দ্বিতীয়ার্ধে রীতিমতো চেপে ধরে ভেনেজুয়েলাকে। দ্বিতীয়ার্ধের ৬২ মিনিটে লো সেলসো আর দি মারিয়ার জায়গায় আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি মাঠে নামান দুই কোরেয়াকে। ম্যাচের ৭১ আর ৭৪ মিনিটে দুজনে বাকি দুটি গোল করেন।
৭১ মিনিটে লাওতারো বল পাঠান ক্লাব সতীর্থ জোয়াকিন কোরেয়ার কাছে। বল পেয়ে গোল করতে ভুল করেননি ২৭ বছর বয়সী এই ফরওয়ার্ড। তৃতীয় গোলটি আসে এর তিন মিনিট পরই। দুর্দান্ত এক আক্রমণ থেকে গোলপোস্টে শট নেন জোয়াকিন। গোলরক্ষকের কাছে বাধাপ্রাপ্ত হয়ে বল ফিরে আসে আনহেল কোরেয়ার পায়ে। গোল করতে অসুবিধা হয়নি আতলেতিকো ফরওয়ার্ডের।
দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ভেনেজুয়েলার হয়ে একমাত্র গোলটি করেন ইয়েফেরসন সোতেলদো। এই জয়ে টানা ২১ ম্যাচ অপরাজিত আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইপর্বের পয়েন্ট তালিকায় ব্রাজিলের পরে দ্বিতীয় স্থানে আছে আলবিসেলেস্তেরা।
আন্টনিও রুডিগারের নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা গত কদিন ধরেই। ২৬ এপ্রিল বার্সেলোনার বিপক্ষে কোপা দেল রের ফাইনালে তেড়ে গিয়েছিলেন রুডিগার। রিয়াল মাদ্রিদের এই ডিফেন্ডার এবার পেলেন কড়া শাস্তি।
৫ মিনিট আগেআর্সেনালের চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে ওঠার ঘটনা মাত্র দুই সপ্তাহ পুরোনো। রিয়াল মাদ্রিদের বিপক্ষে দুই লেগ মিলিয়ে ৫-১ গোলে জিতে গানার্সরা ওঠে শেষ চারে। তবে ১৬ বছর পর সেমিতে উঠে শুরুতেই ধাক্কা খেল আর্সেনাল।
৪১ মিনিট আগেকাশ্মীরের পেহেলগামে নৃশংস হামলায় ২৬ পর্যটক নিহত হয়েছেন। ভারত দাবি করেছে, এর পেছনে পাকিস্তানের সম্পৃক্ততা রয়েছে। এ ইস্যুতে দুই দলের মধ্যে বিরাজ করছে উত্তেজনা। ভারত সরকার তাদের দেশে পাকিস্তানের বিভিন্ন নিউজ সাইট, ইউটিউব চ্যানেল ব্লক কেরে দিয়েছে। ক্রিকেটাররাও জড়িয়ে গেছেন বাগ্যুদ্ধে। শোয়েব আখতারের ইউটি
১৩ ঘণ্টা আগেসাত বছর চলছে সাদমান ইসলামের আন্তর্জাতিক ক্যারিয়ারের। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন দেখা পেয়েছেন নিজের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি, সঙ্গে পূর্ণ করলেন ১০০০ রান। বাংলাদেশের ১৮ তম ক্রিকেটার হিসেবে ১ হাজার রান সাদমানের।
১৪ ঘণ্টা আগে