এই না হলে ‘প্রতিশোধ’! চ্যাম্পিয়নস লিগে প্রথম লেগের ম্যাচে জুভেন্টাসের মাঠে গিয়ে ১-০ গোলে হেরে এসেছিল চেলসি। ঘরের মাঠে দ্বিতীয় লেগের ম্যাচে সেই হারের জ্বালা তারা মেটাল ৪-০ গোলে জিতে। স্টামফোর্ড ব্রিজে তুরিন জায়ান্টদের দাঁড়াতেই দেয়নি থমাস টুখেলের দল।
ঘরের মাঠে এদিন শুরু থেকেই জুভেন্টাসকে চেপে ধরে চেলসি। একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে রীতিমতো কোণঠাসা করে ফেলে ব্লুজরা। এদিন ৫৫ শতাংশ বল দখলে রেখে ২১টি শট নেয় চেলসি, যার ৮টিই ছিল লক্ষ্যে। বিপরীতে ৪৫ শতাংশ বলের দখল রেখে জুভেন্টাস শট নিতে পারে ৮টি। আর লক্ষ্যে ছিল মাত্র ২টি শট। কেবল সুযোগ তৈরিতেই নয়, কাজে লাগানোতেও দারুণ দক্ষতা দেখিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। একে একে জুভদের জালে তারা বল জড়িয়েছে চারবার।
এদিন ট্রেভোহ চালোবাহকের গোলে ২৫ মিনিটে এগিয়ে যায় চেলসি। প্রথমার্ধে লিড ছিল এই ১ গোলের। এরপর দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে চেলসিকে দ্বিতীয়বারের মতো এগিয়ে দেন রিস জেমস। জুভদের ঘুরে দাঁড়ানোর সুযোগ না দিয়ে তিন মিনিট পরই ব্যবধান ৩-০ করেন কালাম-হাডসন ওদোই। আর যোগ করা সময়ে জুভেন্টাসের জালে চতুর্থবার বল জড়ান জার্মান তারকা টিমো ভেরনার। এই দাপুটে নকআউট পর্বও নিশ্চিত করল চেলসি। এই ম্যাচে বড় ব্যবধানে হারলেও আগেই নকআউট নিশ্চিত করে রেখেছিল জুভেন্টাস।
দারুণ এই জয়ের পর চেলসি বস টুখেল বলেন, ‘এই ম্যাচে আমরা প্রচুর ঝুঁকি নিয়েছি, যা আমরা তুরিনে নিতে পারিনি। বলের দখল রেখে আপনি ওদের ক্ষতি করতে পারবেন না, আপনাকে আক্রমণে যেতে হবে। সুযোগ তৈরি করা ও গোল করা সহজ ছিল না। কিন্তু দল দুর্দান্ত খেলেছে এবং ফলও হয়েছে দারুণ।’
এই না হলে ‘প্রতিশোধ’! চ্যাম্পিয়নস লিগে প্রথম লেগের ম্যাচে জুভেন্টাসের মাঠে গিয়ে ১-০ গোলে হেরে এসেছিল চেলসি। ঘরের মাঠে দ্বিতীয় লেগের ম্যাচে সেই হারের জ্বালা তারা মেটাল ৪-০ গোলে জিতে। স্টামফোর্ড ব্রিজে তুরিন জায়ান্টদের দাঁড়াতেই দেয়নি থমাস টুখেলের দল।
ঘরের মাঠে এদিন শুরু থেকেই জুভেন্টাসকে চেপে ধরে চেলসি। একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে রীতিমতো কোণঠাসা করে ফেলে ব্লুজরা। এদিন ৫৫ শতাংশ বল দখলে রেখে ২১টি শট নেয় চেলসি, যার ৮টিই ছিল লক্ষ্যে। বিপরীতে ৪৫ শতাংশ বলের দখল রেখে জুভেন্টাস শট নিতে পারে ৮টি। আর লক্ষ্যে ছিল মাত্র ২টি শট। কেবল সুযোগ তৈরিতেই নয়, কাজে লাগানোতেও দারুণ দক্ষতা দেখিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। একে একে জুভদের জালে তারা বল জড়িয়েছে চারবার।
এদিন ট্রেভোহ চালোবাহকের গোলে ২৫ মিনিটে এগিয়ে যায় চেলসি। প্রথমার্ধে লিড ছিল এই ১ গোলের। এরপর দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে চেলসিকে দ্বিতীয়বারের মতো এগিয়ে দেন রিস জেমস। জুভদের ঘুরে দাঁড়ানোর সুযোগ না দিয়ে তিন মিনিট পরই ব্যবধান ৩-০ করেন কালাম-হাডসন ওদোই। আর যোগ করা সময়ে জুভেন্টাসের জালে চতুর্থবার বল জড়ান জার্মান তারকা টিমো ভেরনার। এই দাপুটে নকআউট পর্বও নিশ্চিত করল চেলসি। এই ম্যাচে বড় ব্যবধানে হারলেও আগেই নকআউট নিশ্চিত করে রেখেছিল জুভেন্টাস।
দারুণ এই জয়ের পর চেলসি বস টুখেল বলেন, ‘এই ম্যাচে আমরা প্রচুর ঝুঁকি নিয়েছি, যা আমরা তুরিনে নিতে পারিনি। বলের দখল রেখে আপনি ওদের ক্ষতি করতে পারবেন না, আপনাকে আক্রমণে যেতে হবে। সুযোগ তৈরি করা ও গোল করা সহজ ছিল না। কিন্তু দল দুর্দান্ত খেলেছে এবং ফলও হয়েছে দারুণ।’
জিতলেই ফাইনাল—দুবাইয়ে গত রাতে সুপার ফোরের বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটা ছিল এমনই। অলিখিত সেমিফাইনালে প্রথম ইনিংস শেষে বাংলাদেশের ফাইনাল খেলা মনে হচ্ছিল সময়ের ব্যাপার মাত্র। কিন্তু ‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তান কখন যে পাশার দান উল্টে দেবে, সেটা বোঝা মুশকিল।
১৭ মিনিট আগেদুবাইয়ে গত রাতে বাংলাদেশ-পাকিস্তান সুপার ফোরের ম্যাচে ছিল না কোনো জটিল সমীকরণের খেলা। অলিখিত সেমিফাইনালের বাধা যে টপকতে পারবে, সেই দল কাটবে ফাইনালের টিকিট। বাংলাদেশ সেখানে নিজেদের হাতে থাকা ম্যাচ ফস্কেছে বলে মনে করেন ওয়াসিম আকরাম।
১ ঘণ্টা আগেজয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
১০ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
১১ ঘণ্টা আগে