Ajker Patrika

‘নির্মম’ প্রতিশোধে নকআউটে চেলসি

আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ১১: ০৩
‘নির্মম’ প্রতিশোধে নকআউটে চেলসি

এই না হলে ‘প্রতিশোধ’! চ্যাম্পিয়নস লিগে প্রথম লেগের ম্যাচে জুভেন্টাসের মাঠে গিয়ে ১-০ গোলে হেরে এসেছিল চেলসি। ঘরের মাঠে দ্বিতীয় লেগের ম্যাচে সেই হারের জ্বালা তারা মেটাল ৪-০ গোলে জিতে। স্টামফোর্ড ব্রিজে তুরিন জায়ান্টদের দাঁড়াতেই দেয়নি থমাস টুখেলের দল। 

ঘরের মাঠে এদিন শুরু থেকেই জুভেন্টাসকে চেপে ধরে চেলসি। একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে রীতিমতো কোণঠাসা করে ফেলে ব্লুজরা। এদিন ৫৫ শতাংশ বল দখলে রেখে ২১টি শট নেয় চেলসি, যার ৮টিই ছিল লক্ষ্যে। বিপরীতে ৪৫ শতাংশ বলের দখল রেখে জুভেন্টাস শট নিতে পারে ৮টি। আর লক্ষ্যে ছিল মাত্র ২টি শট। কেবল সুযোগ তৈরিতেই নয়, কাজে লাগানোতেও দারুণ দক্ষতা দেখিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। একে একে জুভদের জালে তারা বল জড়িয়েছে চারবার। 

এদিন ট্রেভোহ চালোবাহকের গোলে ২৫ মিনিটে এগিয়ে যায় চেলসি। প্রথমার্ধে লিড ছিল এই ১ গোলের। এরপর দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে চেলসিকে দ্বিতীয়বারের মতো এগিয়ে দেন রিস জেমস। জুভদের ঘুরে দাঁড়ানোর সুযোগ না দিয়ে তিন মিনিট পরই ব্যবধান ৩-০ করেন কালাম-হাডসন ওদোই। আর যোগ করা সময়ে জুভেন্টাসের জালে চতুর্থবার বল জড়ান জার্মান তারকা টিমো ভেরনার। এই দাপুটে নকআউট পর্বও নিশ্চিত করল চেলসি। এই ম্যাচে বড় ব্যবধানে হারলেও আগেই নকআউট নিশ্চিত করে রেখেছিল জুভেন্টাস। 

দারুণ এই জয়ের পর চেলসি বস টুখেল বলেন, ‘এই ম্যাচে আমরা প্রচুর ঝুঁকি নিয়েছি, যা আমরা তুরিনে নিতে পারিনি। বলের দখল রেখে আপনি ওদের ক্ষতি করতে পারবেন না, আপনাকে আক্রমণে যেতে হবে। সুযোগ তৈরি করা ও গোল করা সহজ ছিল না। কিন্তু দল দুর্দান্ত খেলেছে এবং ফলও হয়েছে দারুণ।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত