চোট কাটিয়ে ফেরার পর দুর্দান্ত ছন্দে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। টানা তিন ম্যাচে গোল করেছেন তিনি। যার সর্বশেষটি এসেছে গতকাল আল ফাইহার বিপক্ষে। তাঁর সঙ্গে আরেক পর্তুগিজ ওতাভিওর গোলে ২-০ গোলের জয়ও পেয়েছে আল নাসর।
এ জয়ে এএফসি চ্যাম্পিয়নস লিগের শেষ আট নিশ্চিত করেছে আল নাসর। গত সপ্তাহে শেষ ষোলোর প্রথম লেগে রোনালদোর জয়সূচক গোলে এগিয়ে ছিল সৌদি আরবের ক্লাব। ঘরের মাঠে তাই গোল শূন্য ড্র করলেও চলত নাসরের।
তবে যে দলে রোনালদোর মতো কিংবদন্তি ফুটবলার আছেন সেখানে জয় ছাড়া কী আর শেষ আটে যাওয়ার আনন্দ মেলে! দুই লেগ মিলিয়ে ৩-০ ব্যবধানের জয়ে গতকাল সেটাই হয়েছে। আল-আওয়াল পার্কে ১৭ মিনিটে দলকে প্রথম গোল এনে দেন রোনালদোর স্বদেশি ওতাভিও। আল খাইবির ক্রস থেকে শুধু মাথাটাই ছুঁয়েছেন ২৯ বছর বয়সী মিডফিল্ডার।
ওতাভিওর গোলেই বিরতিতে যায় আল নাসর। ম্যাচে প্রতিপক্ষের ওপর আধিপত্য দেখিয়ে যখন জয়ের দ্বারপ্রান্তে আল নাসর ঠিক তখনই দলের ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। ম্যাচ শেষ হওয়ার ৪ মিনিট আগে মার্সেলো ব্রোজোভিচের পাস থেকে গোল করেন পাঁচবারের ব্যালন ডি অর জয়ী। ডি বক্সে পাওয়া পাসটি ফাইহার গোলরক্ষক ভ্লাদিমির স্টোকোভিচ ক্লিয়ার করতে সামনে আসলে তাঁকে বোকা বানিয়ে ফাঁকা গোলবারে বলটি জড়িয়ে দেন সিআর সেভেন।
এতে আল নাসরের টানা তৃতীয় জয়ের মতো টানা তিন ম্যাচেই গোল করেন রোনালদো। প্রতিপক্ষের বিপক্ষে দুই লেগের মাঝে সৌদি প্রো লিগে আল ফাতেহর বিপক্ষে এক গোল করেছেন তিনি। ম্যাচ জয়ের পর সামাজিক মাধ্যমে পর্তুগালের অধিনায়ক লিখেছেন, ‘কী দুর্দান্ত রাত! আমরা এখন পরের ধাপে। সমর্থনের জন্য সকলকে ধন্যবাদ।’
চোট কাটিয়ে ফেরার পর দুর্দান্ত ছন্দে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। টানা তিন ম্যাচে গোল করেছেন তিনি। যার সর্বশেষটি এসেছে গতকাল আল ফাইহার বিপক্ষে। তাঁর সঙ্গে আরেক পর্তুগিজ ওতাভিওর গোলে ২-০ গোলের জয়ও পেয়েছে আল নাসর।
এ জয়ে এএফসি চ্যাম্পিয়নস লিগের শেষ আট নিশ্চিত করেছে আল নাসর। গত সপ্তাহে শেষ ষোলোর প্রথম লেগে রোনালদোর জয়সূচক গোলে এগিয়ে ছিল সৌদি আরবের ক্লাব। ঘরের মাঠে তাই গোল শূন্য ড্র করলেও চলত নাসরের।
তবে যে দলে রোনালদোর মতো কিংবদন্তি ফুটবলার আছেন সেখানে জয় ছাড়া কী আর শেষ আটে যাওয়ার আনন্দ মেলে! দুই লেগ মিলিয়ে ৩-০ ব্যবধানের জয়ে গতকাল সেটাই হয়েছে। আল-আওয়াল পার্কে ১৭ মিনিটে দলকে প্রথম গোল এনে দেন রোনালদোর স্বদেশি ওতাভিও। আল খাইবির ক্রস থেকে শুধু মাথাটাই ছুঁয়েছেন ২৯ বছর বয়সী মিডফিল্ডার।
ওতাভিওর গোলেই বিরতিতে যায় আল নাসর। ম্যাচে প্রতিপক্ষের ওপর আধিপত্য দেখিয়ে যখন জয়ের দ্বারপ্রান্তে আল নাসর ঠিক তখনই দলের ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। ম্যাচ শেষ হওয়ার ৪ মিনিট আগে মার্সেলো ব্রোজোভিচের পাস থেকে গোল করেন পাঁচবারের ব্যালন ডি অর জয়ী। ডি বক্সে পাওয়া পাসটি ফাইহার গোলরক্ষক ভ্লাদিমির স্টোকোভিচ ক্লিয়ার করতে সামনে আসলে তাঁকে বোকা বানিয়ে ফাঁকা গোলবারে বলটি জড়িয়ে দেন সিআর সেভেন।
এতে আল নাসরের টানা তৃতীয় জয়ের মতো টানা তিন ম্যাচেই গোল করেন রোনালদো। প্রতিপক্ষের বিপক্ষে দুই লেগের মাঝে সৌদি প্রো লিগে আল ফাতেহর বিপক্ষে এক গোল করেছেন তিনি। ম্যাচ জয়ের পর সামাজিক মাধ্যমে পর্তুগালের অধিনায়ক লিখেছেন, ‘কী দুর্দান্ত রাত! আমরা এখন পরের ধাপে। সমর্থনের জন্য সকলকে ধন্যবাদ।’
চীনের চেংদুতে চলছে ওয়ার্ল্ড গেমস। এই প্রতিযোগিতায় অংশ নিয়ে অসুস্থ হয়ে না ফেরার দেশে চলে গেছেন ইতালির ওরিয়েন্টিয়ারিং অ্যাথলেট মাত্তিয়া দেবের্তোলিস। গত ৮ আগস্ট প্রতিযোগিতায় অংশ নেওয়ার সময় অজ্ঞান হয়ে পড়ে যান দেবোর্তোলিস। এর চার দিন পর গতকাল মারা যান ২৯ বছর বয়সী এই অ্যাথলেট।
৬ মিনিট আগেএশিয়া কাপের আগে বাংলাদেশের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলার কথা ছিল ভারতের। কিন্তু সেই সিরিজ পিছিয়ে নেওয়া হয়েছে আগামী বছরে। এশিয়া কাপের আগে তাই আর কোনো সিরিজ নেই তাদের।
৩ ঘণ্টা আগেএশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজ সামনে রেখে ভোর থেকেই ব্যস্ততা বাড়ে মিরপুরের হোম অব ক্রিকেটের জিমে। বিসিবির স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ নাথান কেলি জিম থেকে মূল মাঠ, আবার সেখান থেকে পল্টনের জাতীয় স্টেডিয়াম পর্যন্ত ছুটছেন একঝাঁক ক্রিকেটার নিয়ে। উদ্দেশ্য তাঁর একটাই ক্রিকেটারদের ফিটনেসকে পোক্ত করে তোলা। ভাল
৪ ঘণ্টা আগেআন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
৫ ঘণ্টা আগে