ফুটবল বিশ্বকাপ এখনো শুরুই হয়নি। আর শেষ মুহূর্তে এসে চোটের তালিকা এখনও দীর্ঘ হচ্ছে। আর চোটে পড়ে বিশ্বকাপ থেকেই ছিটকে যাচ্ছেন। এবার বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন সাদিও মানে।
গতকাল আলিয়াঞ্জ অ্যারেনাতে বুন্দেসলিগার ম্যাচে মুখোমুখি হয় বায়ার্ন মিউনিখ-ওয়ের্ডার ব্রেমেন। ম্যাচের ২০ মিনিটের সময় টিবিয়ার (জঙ্ঘাস্থি) চোট পেয়ে তৎক্ষণাৎ মাঠ ছেড়েছেন মানে। মানের এই চোটকে বায়ার্ন কোচ ইউলিয়ান নাগেলসম্যান গুরুতর না বললেও দু:সংবাদ শুনিয়েছে এল-ইকুইপ। এল-ইকুইপ জানিয়েছে, টেনডনের চোটে পড়েছেন মানে। তাতে বেশ কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে সেনেগালের এই ফরোয়ার্ডকে।
মানের চোটের রাতে বড় জয় পেয়েছে বায়ার্ন। ব্রেমেনকে ৬-১ গোলে হারিয়েছে বুন্দেসলিগার চ্যাম্পিয়নরা। দলের হয়ে হ্যাটট্রিক করেছেন বায়ার্ন স্ট্রাইকার সার্জ নাব্রি। তাঁর তিন গোলের সঙ্গে একটি করে গোল করেছেন জামাল মুসিয়ালা, লিওন গোরেৎস্কা ও ম্যাথিয়েস টেল। আর ব্রেমেনের একমাত্র গোলটি করেছেন অ্যান্থোনি জং।
এবারের বিশ্বকাপে ‘এ’ গ্রুপে পড়েছে সেনেগাল। ২১ নভেম্বর নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হবে সেনেগালের। ২৫ নভেম্বর স্বাগতিক কাতারের বিপক্ষে মাঠে নামবে সেনেগাল। আর ২৯ নভেম্বর ইকুয়েডরের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে সেনেগাল।
ফুটবল বিশ্বকাপ এখনো শুরুই হয়নি। আর শেষ মুহূর্তে এসে চোটের তালিকা এখনও দীর্ঘ হচ্ছে। আর চোটে পড়ে বিশ্বকাপ থেকেই ছিটকে যাচ্ছেন। এবার বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন সাদিও মানে।
গতকাল আলিয়াঞ্জ অ্যারেনাতে বুন্দেসলিগার ম্যাচে মুখোমুখি হয় বায়ার্ন মিউনিখ-ওয়ের্ডার ব্রেমেন। ম্যাচের ২০ মিনিটের সময় টিবিয়ার (জঙ্ঘাস্থি) চোট পেয়ে তৎক্ষণাৎ মাঠ ছেড়েছেন মানে। মানের এই চোটকে বায়ার্ন কোচ ইউলিয়ান নাগেলসম্যান গুরুতর না বললেও দু:সংবাদ শুনিয়েছে এল-ইকুইপ। এল-ইকুইপ জানিয়েছে, টেনডনের চোটে পড়েছেন মানে। তাতে বেশ কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে সেনেগালের এই ফরোয়ার্ডকে।
মানের চোটের রাতে বড় জয় পেয়েছে বায়ার্ন। ব্রেমেনকে ৬-১ গোলে হারিয়েছে বুন্দেসলিগার চ্যাম্পিয়নরা। দলের হয়ে হ্যাটট্রিক করেছেন বায়ার্ন স্ট্রাইকার সার্জ নাব্রি। তাঁর তিন গোলের সঙ্গে একটি করে গোল করেছেন জামাল মুসিয়ালা, লিওন গোরেৎস্কা ও ম্যাথিয়েস টেল। আর ব্রেমেনের একমাত্র গোলটি করেছেন অ্যান্থোনি জং।
এবারের বিশ্বকাপে ‘এ’ গ্রুপে পড়েছে সেনেগাল। ২১ নভেম্বর নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হবে সেনেগালের। ২৫ নভেম্বর স্বাগতিক কাতারের বিপক্ষে মাঠে নামবে সেনেগাল। আর ২৯ নভেম্বর ইকুয়েডরের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে সেনেগাল।
বি.লিগ, বাংলাদেশ লিগ, বাংলাদেশ প্রিমিয়ার লিগের পাট চুকিয়ে পেশাদার লিগের নতুন নাম এখন বাংলাদেশ ফুটবল লিগ। প্রস্তাব দেওয়া হয়েছিল আগেই। পরশু লিগ কমিটির এক সভায় চূড়ান্ত করা হয় সেই নাম। নতুন নামের মোড়কে আজ থেকে শুরু হচ্ছে লিগের নতুন মৌসুম।
৮ মিনিট আগেপাকিস্তানের বিপক্ষে অলিখিত সেমিফাইনালটা লিটন দাসকে দেখতে হয়েছে ডাগ আউটে বসে। দুবাইয়ে তাওহীদ হৃদয়, পারভেজ হোসেন ইমন, জাকের আলী অনিকদের একের পর এক আত্মাহুতি দেখে লিটনের মুখটা বেশ ফ্যাকাশে দেখিয়েছে। ওয়াসিম আকরামের মতে লিটন থাকলে ম্যাচের ফল অন্য কিছু হতেও পারত।
৩১ মিনিট আগেজিতলেই ফাইনাল—দুবাইয়ে গত রাতে সুপার ফোরের বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটা ছিল এমনই। অলিখিত সেমিফাইনালে প্রথম ইনিংস শেষে বাংলাদেশের ফাইনাল খেলা মনে হচ্ছিল সময়ের ব্যাপার মাত্র। কিন্তু ‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তান কখন যে পাশার দান উল্টে দেবে, সেটা বোঝা মুশকিল।
১ ঘণ্টা আগেদুবাইয়ে গত রাতে বাংলাদেশ-পাকিস্তান সুপার ফোরের ম্যাচে ছিল না কোনো জটিল সমীকরণের খেলা। অলিখিত সেমিফাইনালের বাধা যে টপকতে পারবে, সেই দল কাটবে ফাইনালের টিকিট। বাংলাদেশ সেখানে নিজেদের হাতে থাকা ম্যাচ ফস্কেছে বলে মনে করেন ওয়াসিম আকরাম।
২ ঘণ্টা আগে