দুই সপ্তাহের নিষেধাজ্ঞায় থাকা লিওনেল মেসি পিএসজির ম্যাচ তো বটে, কোনো অনুশীলনেও নেই। তবে আর্জেন্টাইন ফরোয়ার্ডকে ছাড়া খেলতে নেমে তলানির দল ত্রয়ীজের বিপক্ষে তাদেরই মাঠে ৩-১ গোলে পিএসজি পিএসজি। এই জয়ে ফ্রেঞ্চ লিগ ওয়ান শিরোপার আরও কাছে চলে এসেছে ফরাসি জায়ান্টরা।
তবে গত রাতে লিগ ওয়ানে সবচেয়ে রোমাঞ্চকর ম্যাচটি উপহার হয়েছে গ্রুপামা স্টেডিয়ামে। স্বাগতিক লিওঁ বনাম মঁপেলিয়েরের ম্যাচে। দুই দলের দুই খেলোয়াড় কেবল হ্যাটট্রিকই করেননি, লিঁওর ফরাসি ফরোয়ার্ড আলেক্সান্দ্রে লাকাজাত্তে এবং মঁপেলিয়েরের আরেক ফরাসি তারকা এলি ওয়াহি গোল করেছেন সমান চারটি করে। এমন কীর্তি গড়ার পরও ২০ বছর বয়সী এই ফরোয়ার্ডকে মাঠ ছাড়তে হয়েছে হতাশা নিয়ে। রোমাঞ্চকর ম্যাচটিতে মঁপেলিয়ের হেরেছে ৫-৪ গোলে।
৩১ মিনিটে লাকাজাত্তের গোলে এগিয়ে যায় লিওঁ। এরপর ৫৯ ও ৮২ মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন সাবেক আর্সেনাল তারকা। তাঁর তিনটি গোলেই অ্যাসিস্ট করেছেন আরেক ফরাসি ফরোয়ার্ড ব্রাডলি বার্সোলা। শুরুতে পিছিয়ে পড়লেও মঁপেলিয়েরকে পরে তিনি গোলে এগিয়ে দেন ওয়াহি। ৪০ মিনিটে দলকে সমতায় ফেরানোর পর ৪১ ও ৫৩ মিনিটে হ্যাটট্রিক করে বসেন তিনি। তাঁর তৃতীয় গোলটি পেনাল্টি থেকে। দুই মিনিট পর পেনাল্টি থেকে নিজের চতুর্থ গোলে দলের ব্যবধানটা করেন ৪-১। ওয়াহির প্রথম ও চতুর্থ গোলে অ্যাসিস্ট করেন জোরিস শোটার্ড।
তিন গোলে পিছিয়ে পড়ারও পরও হাল ছাড়েনি লিওঁ। ৫৯ ও ৮২ মিনিটে দুই গোলের পর দলের লাকাজাত্তে দলের জয়সূচক গোলটি করেন অতিরিক্ত সময়ের ১০ম মিনিটে, পেনাল্টি থেকে। যোগ করা অষ্টম মিনিটে প্রতিপক্ষের বিপদসীমায় লাকাজাত্তে ফাউলের শিকার হলে ভিএআর দেখে লিওঁকে পেনাল্টি উপহার দেন রেফারি। এর দুই মিনিট পর সফল স্পট কিকে দলকে জয় এনে দেন ফরাসি তারকা।
তার আগে ৭০ মিনিটে মেশেন্স শাকুয়েরেতের পাস থেকে লিওঁকে সমতায় ফেরান ক্রোয়েশিয়ান তারকা দেয়ান লভরেন। তিনি ছাড়া ম্যাচের গোল থেকে অ্যাসিস্ট সব করেছেন ফরাসিরা। যার মধ্যে একমাত্র লাকাজেত্তেরই আছে ফ্রান্সের জার্সিতে খেলার অভিজ্ঞতা।
এমন রোমাঞ্চকর জয়ে আগামী মৌসুমের ইউরোপা লিগে খেলার আশা বাঁচিয়ে রেখেছে লিওঁ। ৩৪ ম্যাচে তাদের পয়েন্ট ৫৬। ৪৩ পয়েন্ট নিয়ে ১২ তম স্থানে মঁপেলিয়ের।
দুই সপ্তাহের নিষেধাজ্ঞায় থাকা লিওনেল মেসি পিএসজির ম্যাচ তো বটে, কোনো অনুশীলনেও নেই। তবে আর্জেন্টাইন ফরোয়ার্ডকে ছাড়া খেলতে নেমে তলানির দল ত্রয়ীজের বিপক্ষে তাদেরই মাঠে ৩-১ গোলে পিএসজি পিএসজি। এই জয়ে ফ্রেঞ্চ লিগ ওয়ান শিরোপার আরও কাছে চলে এসেছে ফরাসি জায়ান্টরা।
তবে গত রাতে লিগ ওয়ানে সবচেয়ে রোমাঞ্চকর ম্যাচটি উপহার হয়েছে গ্রুপামা স্টেডিয়ামে। স্বাগতিক লিওঁ বনাম মঁপেলিয়েরের ম্যাচে। দুই দলের দুই খেলোয়াড় কেবল হ্যাটট্রিকই করেননি, লিঁওর ফরাসি ফরোয়ার্ড আলেক্সান্দ্রে লাকাজাত্তে এবং মঁপেলিয়েরের আরেক ফরাসি তারকা এলি ওয়াহি গোল করেছেন সমান চারটি করে। এমন কীর্তি গড়ার পরও ২০ বছর বয়সী এই ফরোয়ার্ডকে মাঠ ছাড়তে হয়েছে হতাশা নিয়ে। রোমাঞ্চকর ম্যাচটিতে মঁপেলিয়ের হেরেছে ৫-৪ গোলে।
৩১ মিনিটে লাকাজাত্তের গোলে এগিয়ে যায় লিওঁ। এরপর ৫৯ ও ৮২ মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন সাবেক আর্সেনাল তারকা। তাঁর তিনটি গোলেই অ্যাসিস্ট করেছেন আরেক ফরাসি ফরোয়ার্ড ব্রাডলি বার্সোলা। শুরুতে পিছিয়ে পড়লেও মঁপেলিয়েরকে পরে তিনি গোলে এগিয়ে দেন ওয়াহি। ৪০ মিনিটে দলকে সমতায় ফেরানোর পর ৪১ ও ৫৩ মিনিটে হ্যাটট্রিক করে বসেন তিনি। তাঁর তৃতীয় গোলটি পেনাল্টি থেকে। দুই মিনিট পর পেনাল্টি থেকে নিজের চতুর্থ গোলে দলের ব্যবধানটা করেন ৪-১। ওয়াহির প্রথম ও চতুর্থ গোলে অ্যাসিস্ট করেন জোরিস শোটার্ড।
তিন গোলে পিছিয়ে পড়ারও পরও হাল ছাড়েনি লিওঁ। ৫৯ ও ৮২ মিনিটে দুই গোলের পর দলের লাকাজাত্তে দলের জয়সূচক গোলটি করেন অতিরিক্ত সময়ের ১০ম মিনিটে, পেনাল্টি থেকে। যোগ করা অষ্টম মিনিটে প্রতিপক্ষের বিপদসীমায় লাকাজাত্তে ফাউলের শিকার হলে ভিএআর দেখে লিওঁকে পেনাল্টি উপহার দেন রেফারি। এর দুই মিনিট পর সফল স্পট কিকে দলকে জয় এনে দেন ফরাসি তারকা।
তার আগে ৭০ মিনিটে মেশেন্স শাকুয়েরেতের পাস থেকে লিওঁকে সমতায় ফেরান ক্রোয়েশিয়ান তারকা দেয়ান লভরেন। তিনি ছাড়া ম্যাচের গোল থেকে অ্যাসিস্ট সব করেছেন ফরাসিরা। যার মধ্যে একমাত্র লাকাজেত্তেরই আছে ফ্রান্সের জার্সিতে খেলার অভিজ্ঞতা।
এমন রোমাঞ্চকর জয়ে আগামী মৌসুমের ইউরোপা লিগে খেলার আশা বাঁচিয়ে রেখেছে লিওঁ। ৩৪ ম্যাচে তাদের পয়েন্ট ৫৬। ৪৩ পয়েন্ট নিয়ে ১২ তম স্থানে মঁপেলিয়ের।
ভারত ফাইনালে উঠেছে আগেই। টুর্নামেন্ট থেকে আগেই বিদায় নিশ্চিত হয়েছে শ্রীলঙ্কার। তাই দুই দলের গতকালের ম্যাচটি ছিল নিয়মরক্ষার। তবে কে জানত, এই ম্যাচে দেখা যাবে এমন রোমাঞ্চ! ভারতের ২০২ রানের জবাবে পাতুম নিশাঙ্কার সেঞ্চুরিতে শ্রীলঙ্কা তোলে ২০২ রান।
৭ ঘণ্টা আগেদুর্দান্ত ছন্দে আছেন অভিষেক শর্মা। তাঁর দুর্বলতা খুঁজে পাওয়া বোলারদের বড্ড মুশকিলের কাজ হয়ে দাঁড়িয়েছে। টি-টোয়েন্টিতে কীভাবে ধারাবাহিক থাকতে হয়, সেই পথই যেন বাতলে দিচ্ছেন বাঁহাতি এই ব্যাটার। আজ তাঁর ঝোড়ো ব্যাটিংয়ে এশিয়া কাপের সুপার ফোরে নিয়মরক্ষার ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেট হারিয়ে ২০২ রান করেছ
৯ ঘণ্টা আগেবিসিবি নির্বাচনকে ঘিরে কয়েক দিন ধরে ক্রিকেটাররা সামাজিক যোগাযোগমাধ্যমে একই লেখা শেয়ার করছেন, ‘বিসিবি নির্বাচন ঘিরে যা যা হচ্ছে, এসব কাম্য নয়। এটা বাংলাদেশের ক্রিকেট ও ক্রিকেটারদের ভবিষ্যতের ব্যাপার। আমরা চাই, বিসিবি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হোক।’ এই পোস্ট দিয়েছেন জাতীয় দলের বর্তমান ও সাবেক
১৩ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে শুরু থেকেই প্রভাব খাটানোর অভিযোগ তুলে আসছিলেন সভাপতি পদপ্রার্থী তামিম ইকবাল। তাঁর দাবি ছিল, তাঁর পক্ষের অনেক জেলা, বিভাগ ও ক্লাব সংগঠকের কাউন্সিলরশিপ আটকে দেওয়া হয়েছে। সেই অভিযোগ নিয়ে গতকাল তিনি হাজির হয়েছিলেন নির্বাচন কমিশনের শুনানিতে।
১৪ ঘণ্টা আগে