দুই সপ্তাহের নিষেধাজ্ঞায় থাকা লিওনেল মেসি পিএসজির ম্যাচ তো বটে, কোনো অনুশীলনেও নেই। তবে আর্জেন্টাইন ফরোয়ার্ডকে ছাড়া খেলতে নেমে তলানির দল ত্রয়ীজের বিপক্ষে তাদেরই মাঠে ৩-১ গোলে পিএসজি পিএসজি। এই জয়ে ফ্রেঞ্চ লিগ ওয়ান শিরোপার আরও কাছে চলে এসেছে ফরাসি জায়ান্টরা।
তবে গত রাতে লিগ ওয়ানে সবচেয়ে রোমাঞ্চকর ম্যাচটি উপহার হয়েছে গ্রুপামা স্টেডিয়ামে। স্বাগতিক লিওঁ বনাম মঁপেলিয়েরের ম্যাচে। দুই দলের দুই খেলোয়াড় কেবল হ্যাটট্রিকই করেননি, লিঁওর ফরাসি ফরোয়ার্ড আলেক্সান্দ্রে লাকাজাত্তে এবং মঁপেলিয়েরের আরেক ফরাসি তারকা এলি ওয়াহি গোল করেছেন সমান চারটি করে। এমন কীর্তি গড়ার পরও ২০ বছর বয়সী এই ফরোয়ার্ডকে মাঠ ছাড়তে হয়েছে হতাশা নিয়ে। রোমাঞ্চকর ম্যাচটিতে মঁপেলিয়ের হেরেছে ৫-৪ গোলে।
৩১ মিনিটে লাকাজাত্তের গোলে এগিয়ে যায় লিওঁ। এরপর ৫৯ ও ৮২ মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন সাবেক আর্সেনাল তারকা। তাঁর তিনটি গোলেই অ্যাসিস্ট করেছেন আরেক ফরাসি ফরোয়ার্ড ব্রাডলি বার্সোলা। শুরুতে পিছিয়ে পড়লেও মঁপেলিয়েরকে পরে তিনি গোলে এগিয়ে দেন ওয়াহি। ৪০ মিনিটে দলকে সমতায় ফেরানোর পর ৪১ ও ৫৩ মিনিটে হ্যাটট্রিক করে বসেন তিনি। তাঁর তৃতীয় গোলটি পেনাল্টি থেকে। দুই মিনিট পর পেনাল্টি থেকে নিজের চতুর্থ গোলে দলের ব্যবধানটা করেন ৪-১। ওয়াহির প্রথম ও চতুর্থ গোলে অ্যাসিস্ট করেন জোরিস শোটার্ড।
তিন গোলে পিছিয়ে পড়ারও পরও হাল ছাড়েনি লিওঁ। ৫৯ ও ৮২ মিনিটে দুই গোলের পর দলের লাকাজাত্তে দলের জয়সূচক গোলটি করেন অতিরিক্ত সময়ের ১০ম মিনিটে, পেনাল্টি থেকে। যোগ করা অষ্টম মিনিটে প্রতিপক্ষের বিপদসীমায় লাকাজাত্তে ফাউলের শিকার হলে ভিএআর দেখে লিওঁকে পেনাল্টি উপহার দেন রেফারি। এর দুই মিনিট পর সফল স্পট কিকে দলকে জয় এনে দেন ফরাসি তারকা।
তার আগে ৭০ মিনিটে মেশেন্স শাকুয়েরেতের পাস থেকে লিওঁকে সমতায় ফেরান ক্রোয়েশিয়ান তারকা দেয়ান লভরেন। তিনি ছাড়া ম্যাচের গোল থেকে অ্যাসিস্ট সব করেছেন ফরাসিরা। যার মধ্যে একমাত্র লাকাজেত্তেরই আছে ফ্রান্সের জার্সিতে খেলার অভিজ্ঞতা।
এমন রোমাঞ্চকর জয়ে আগামী মৌসুমের ইউরোপা লিগে খেলার আশা বাঁচিয়ে রেখেছে লিওঁ। ৩৪ ম্যাচে তাদের পয়েন্ট ৫৬। ৪৩ পয়েন্ট নিয়ে ১২ তম স্থানে মঁপেলিয়ের।
দুই সপ্তাহের নিষেধাজ্ঞায় থাকা লিওনেল মেসি পিএসজির ম্যাচ তো বটে, কোনো অনুশীলনেও নেই। তবে আর্জেন্টাইন ফরোয়ার্ডকে ছাড়া খেলতে নেমে তলানির দল ত্রয়ীজের বিপক্ষে তাদেরই মাঠে ৩-১ গোলে পিএসজি পিএসজি। এই জয়ে ফ্রেঞ্চ লিগ ওয়ান শিরোপার আরও কাছে চলে এসেছে ফরাসি জায়ান্টরা।
তবে গত রাতে লিগ ওয়ানে সবচেয়ে রোমাঞ্চকর ম্যাচটি উপহার হয়েছে গ্রুপামা স্টেডিয়ামে। স্বাগতিক লিওঁ বনাম মঁপেলিয়েরের ম্যাচে। দুই দলের দুই খেলোয়াড় কেবল হ্যাটট্রিকই করেননি, লিঁওর ফরাসি ফরোয়ার্ড আলেক্সান্দ্রে লাকাজাত্তে এবং মঁপেলিয়েরের আরেক ফরাসি তারকা এলি ওয়াহি গোল করেছেন সমান চারটি করে। এমন কীর্তি গড়ার পরও ২০ বছর বয়সী এই ফরোয়ার্ডকে মাঠ ছাড়তে হয়েছে হতাশা নিয়ে। রোমাঞ্চকর ম্যাচটিতে মঁপেলিয়ের হেরেছে ৫-৪ গোলে।
৩১ মিনিটে লাকাজাত্তের গোলে এগিয়ে যায় লিওঁ। এরপর ৫৯ ও ৮২ মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন সাবেক আর্সেনাল তারকা। তাঁর তিনটি গোলেই অ্যাসিস্ট করেছেন আরেক ফরাসি ফরোয়ার্ড ব্রাডলি বার্সোলা। শুরুতে পিছিয়ে পড়লেও মঁপেলিয়েরকে পরে তিনি গোলে এগিয়ে দেন ওয়াহি। ৪০ মিনিটে দলকে সমতায় ফেরানোর পর ৪১ ও ৫৩ মিনিটে হ্যাটট্রিক করে বসেন তিনি। তাঁর তৃতীয় গোলটি পেনাল্টি থেকে। দুই মিনিট পর পেনাল্টি থেকে নিজের চতুর্থ গোলে দলের ব্যবধানটা করেন ৪-১। ওয়াহির প্রথম ও চতুর্থ গোলে অ্যাসিস্ট করেন জোরিস শোটার্ড।
তিন গোলে পিছিয়ে পড়ারও পরও হাল ছাড়েনি লিওঁ। ৫৯ ও ৮২ মিনিটে দুই গোলের পর দলের লাকাজাত্তে দলের জয়সূচক গোলটি করেন অতিরিক্ত সময়ের ১০ম মিনিটে, পেনাল্টি থেকে। যোগ করা অষ্টম মিনিটে প্রতিপক্ষের বিপদসীমায় লাকাজাত্তে ফাউলের শিকার হলে ভিএআর দেখে লিওঁকে পেনাল্টি উপহার দেন রেফারি। এর দুই মিনিট পর সফল স্পট কিকে দলকে জয় এনে দেন ফরাসি তারকা।
তার আগে ৭০ মিনিটে মেশেন্স শাকুয়েরেতের পাস থেকে লিওঁকে সমতায় ফেরান ক্রোয়েশিয়ান তারকা দেয়ান লভরেন। তিনি ছাড়া ম্যাচের গোল থেকে অ্যাসিস্ট সব করেছেন ফরাসিরা। যার মধ্যে একমাত্র লাকাজেত্তেরই আছে ফ্রান্সের জার্সিতে খেলার অভিজ্ঞতা।
এমন রোমাঞ্চকর জয়ে আগামী মৌসুমের ইউরোপা লিগে খেলার আশা বাঁচিয়ে রেখেছে লিওঁ। ৩৪ ম্যাচে তাদের পয়েন্ট ৫৬। ৪৩ পয়েন্ট নিয়ে ১২ তম স্থানে মঁপেলিয়ের।
গতকাল শেষ হওয়া চট্টগ্রাম টেস্ট দিয়ে ম্যাচ রেফারি হিসেবে ১৪ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন ডেভিড বুন। তাঁর নতুন পরিচয় এখন ক্রিকেট অস্ট্রেলিয়ার বোর্ড পরিচালক। যদিও আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেননি কিংবদন্তি এই ক্রিকেটার।
২ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে প্রথম লেগে ঘরের মাঠে ইন্টার মিলানের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে বার্সেলোনা। ফিরতি লেগে ৬ মে সান সিরোতে মুখোমুখি হবে দুই দল। তবে মিলানে যাওয়ার আগে ধাক্কা খেল বার্সা। হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন দলটির তারকা ডিফেন্ডার জুলস কুন্দে।
৪ ঘণ্টা আগেব্যাট হাতে দারুণ ছন্দে আছেন শ্রেয়াস আইয়ার। পাঞ্জাব কিংসকে সামনে থেকে দিচ্ছেন নেতৃত্ব। গতকাল তাঁর ব্যাটে চড়েই মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসকে ৪ উইকেটে হারিয়েছে পাঞ্জাব। ৪১ বলে ৫ চার ও ৬ ছক্কায় ৭২ রানের ইনিংসে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন তিনি। সে জন্য এক লাখ রুপি পেলেও তাঁকে জরিমানা গুনতে...
৫ ঘণ্টা আগেগ্লেন ম্যাক্সওয়েলকে নিয়ে শঙ্কাটা গতকালই তৈরি হয় চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে টসের সময় পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়াস আইয়ার উল্লেখ করেছিলেন ম্যাক্সওয়েলের আঙুলে চিড় ধরার কথা। শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো।
৭ ঘণ্টা আগে