Ajker Patrika

সেই ‘শত্রু’দের সঙ্গেই এখন মেসির বসবাস

আপডেট : ১৩ আগস্ট ২০২১, ১৪: ৪৪
সেই ‘শত্রু’দের সঙ্গেই এখন মেসির বসবাস

লিওনেল মেসি প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) নাম লেখানোর পর মাঠের বাইরের সব আনুষ্ঠানিকতা শেষ। মাঠের লড়াইয়ে নামার আগে কাল অনুশীলনে পুরোনো ‘শত্রু’ সার্জিও রামোসদের সঙ্গে ঘাম ঝরিয়েছেন আর্জেন্টাইন কিংবদন্তি। একসঙ্গে শুধু অনুশীলনই নয় মেসিকে নিজের বাসাতে থাকার প্রস্তাবও দিয়েছেন রামোস। 

পিএসজির প্রথম অনুশীলনে কাল সাবেক ক্লাব প্রতিদ্বন্দ্বী সার্জিও রামোস, জাতীয় দলের সতীর্থ আনহেল দি মারিয়াদের সঙ্গে অনুশীলনে ব্যস্ত সময় কাটিয়েছেন মেসি। মেসির অনুশীলনের বেশ কিছু ছবি ও ভিডিও অফিশিয়াল টুইটারে পোস্ট করেছে পিএসজি।

ভিডিওতে দেখা যায় মাঠের অনুশীলনে নামার আগে মেসিকে স্বাগত জানান সতীর্থ কিলিয়ান এমবাপ্পে, কেইলর নাভাস, নেইমার ও রামোসরা। ভিডিওতে জিমে রামোসের সঙ্গে হাস্যোজ্জ্বল মেসিকে কথা বলতেও দেখা যায়। পরে অনুশীলনে নেইমার, দি মারিয়াদের সঙ্গে বল নিয়ে কিছুক্ষণ কারিকুরি করেন। অনুশীলনের ফাঁকে আড্ডায় মেতে ওঠেন জাতীয় দলের সতীর্থ লিয়ান্দ্রো পারেদেস ও আনহেল ডি মারিয়ার সঙ্গেও। গত মাসে জাতীয় দলের হয়ে কোপা আমেরিকা জয়ের পর এই প্রথম মাঠে নামলেন সাবেক বার্সেলোনা তারকা। 

লিগ ওয়ানে গত ৮ তারিখ ট্রয়েসের বিপক্ষে ২-১ গোলের জয় দিয়ে নতুন মৌসুম শুরু করেছে পিএসজি। আগামী রোববার ঘরের মাঠে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্ট্রাসবুর্গের বিপক্ষে মাঠে নামবে পিএসজি। সবকিছু ঠিকঠাক থাকলে এই ম্যাচেই হয়তো মেসিকে পিএসজির জার্সি গায়ে খেলতে দেখা যাবে! 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত