ঢাকা: আবারও রিয়াল মাদ্রিদে ফিরলেন কার্লো আনচেলত্তি। জিনেদিন জিদানের শূন্যতা পূরণে ইতালিয়ান কিংবদন্তিকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে রিয়াল। বছরে প্রায় ৬ মিলিয়ন ইউরোতে (বাংলাদেশি টাকায় ৬২ কোটি টাকা) ২০২৪ সাল পর্যন্ত আনচেলত্তির সঙ্গে চুক্তি করেছে স্প্যানিশ ক্লাবটি। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে তাঁর ফেরার বিষয়টি নিশ্চিত করেছে রিয়াল। নিশ্চিত করেছেন আনচেলত্তিও।
এবার শিরোপাহীন একটা মৌসুমই কেটেছে রিয়ালের। ব্যর্থ মৌসুমের পর কোচের দায়িত্ব ছাড়েন জিদান। ফ্রান্স কিংবদন্তির বিদায়ের পর নতুন কোচের খোঁজে ছিল রিয়াল। আবার বার্নাব্যুতে ফিরছেন আনচেলত্তি, এমন ইঙ্গিত আগেই দিয়েছিল স্প্যানিশ সংবাদমাধ্যম। সেটাই সত্যি হয়েছে কাল রিয়ালের আনুষ্ঠানিক ঘোষণায়।
২০১৩ থেকে ২০১৫ পর্যন্ত রিয়ালের দায়িত্ব সামলেছিলেন আনচেলত্তি। এই সময়ে রিয়ালকে চ্যাম্পিয়নস লিগ, কোপা দেল রে, স্প্যানিশ সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতিয়েছিলেন এই ইতালিয়ান কোচ। এর আগে চেলসি, জুভেন্টাস ও বায়ার্ন মিউনিখের মতো ক্লাবেরও দায়িত্বে ছিলেন তিনি। সবশেষ এভারটনের কোচের দায়িত্বে ছিলেন আনচেলত্তি। ইংলিশ ক্লাবটির দায়িত্ব সামলেছেন ১৮ মাস।
আনচেলত্তির পাশাপাশি রিয়ালের কোচ হওয়ার দৌড়ে ছিলেন মরিসিও পচেত্তিনো, আন্তোনিও কন্তে ও রিয়ালের ঘরের ছেলে রাউল গঞ্জালেস। তবে রিয়ালের পছন্দের তালিকায় এগিয়ে ছিলেন আনচেলত্তিই।
ঢাকা: আবারও রিয়াল মাদ্রিদে ফিরলেন কার্লো আনচেলত্তি। জিনেদিন জিদানের শূন্যতা পূরণে ইতালিয়ান কিংবদন্তিকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে রিয়াল। বছরে প্রায় ৬ মিলিয়ন ইউরোতে (বাংলাদেশি টাকায় ৬২ কোটি টাকা) ২০২৪ সাল পর্যন্ত আনচেলত্তির সঙ্গে চুক্তি করেছে স্প্যানিশ ক্লাবটি। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে তাঁর ফেরার বিষয়টি নিশ্চিত করেছে রিয়াল। নিশ্চিত করেছেন আনচেলত্তিও।
এবার শিরোপাহীন একটা মৌসুমই কেটেছে রিয়ালের। ব্যর্থ মৌসুমের পর কোচের দায়িত্ব ছাড়েন জিদান। ফ্রান্স কিংবদন্তির বিদায়ের পর নতুন কোচের খোঁজে ছিল রিয়াল। আবার বার্নাব্যুতে ফিরছেন আনচেলত্তি, এমন ইঙ্গিত আগেই দিয়েছিল স্প্যানিশ সংবাদমাধ্যম। সেটাই সত্যি হয়েছে কাল রিয়ালের আনুষ্ঠানিক ঘোষণায়।
২০১৩ থেকে ২০১৫ পর্যন্ত রিয়ালের দায়িত্ব সামলেছিলেন আনচেলত্তি। এই সময়ে রিয়ালকে চ্যাম্পিয়নস লিগ, কোপা দেল রে, স্প্যানিশ সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতিয়েছিলেন এই ইতালিয়ান কোচ। এর আগে চেলসি, জুভেন্টাস ও বায়ার্ন মিউনিখের মতো ক্লাবেরও দায়িত্বে ছিলেন তিনি। সবশেষ এভারটনের কোচের দায়িত্বে ছিলেন আনচেলত্তি। ইংলিশ ক্লাবটির দায়িত্ব সামলেছেন ১৮ মাস।
আনচেলত্তির পাশাপাশি রিয়ালের কোচ হওয়ার দৌড়ে ছিলেন মরিসিও পচেত্তিনো, আন্তোনিও কন্তে ও রিয়ালের ঘরের ছেলে রাউল গঞ্জালেস। তবে রিয়ালের পছন্দের তালিকায় এগিয়ে ছিলেন আনচেলত্তিই।
নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১২ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৪ ঘণ্টা আগেযে দুটি ফ্র্যাঞ্চাইজি সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) বিতর্কিত করেছে, তার একটি চিটাগং কিংস। কিছুদিন আগে চিটাগংকে পাওনা ৪৬ কোটি টাকা চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরী মনে করেন, বিপিএলকে তাঁরা বিতর্কিত করেননি, করেছে খোদ বিসিবি!
১৫ ঘণ্টা আগেফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখতে কাজ চালিয়ে যাবেন তিনি।
১৬ ঘণ্টা আগে