Ajker Patrika

রাশিয়ান আগ্রাসনের ঢেউ ক্রীড়াঙ্গনেও

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ১৬: ৩৮
রাশিয়ান আগ্রাসনের ঢেউ ক্রীড়াঙ্গনেও

ইউক্রেনে রাশিয়ান আগ্রাসনের ঝাঁজ এখনই টের পেতে শুরু করেছে সারা বিশ্ব। ব্যারেলপ্রতি তেলের দাম ছাড়িয়েছে ১০০ ডলার। রাশিয়ান আগ্রাসনকে দেখা হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হিসেবে।

রাশিয়ান আগ্রাসনের ঢেউ এরই মধ্যে আছরে পড়েছে খেলাধুলার জগতে। সেন্ট পিটার্সবার্গ থেকে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল সরে গেছে প্যারিসে। 

২৫ সেপ্টেম্বর সোচিতে হওয়ার কথা ফর্মুলা ওয়ানের রাশিয়ান গ্রাঁ প্রিঁ। সেই রেসে অংশ নেবেন না বলে হুমকি দিয়ে রেখেছেন ফর্মুলা ওয়ানের চারবারের চ্যাম্পিয়ন সেবাস্তিয়ান ভেত্তেল। রাশিয়া থেকে গ্রাঁ প্রিঁ সরিয়ে নেওয়ারও আহ্বান জানিয়েছেন অ্যাস্টন মার্টিনের এই রেসার, ‘আমি রাশিয়া যাব না। ইউক্রেনে নিরপরাধ মানুষ মারা যাচ্ছে। রাশিয়ায় গিয়ে রেসে অংশ নেওয়াটা হবে মস্ত বড় ভুল। রাশিয়া এখন এক পাগল নেতার হাত ধরে চলছে।’ 

ফর্মুলা ওয়ানের দল আমেরিকান হাশ ওয়ানের পৃষ্ঠপোষক রাশিয়ান প্রতিষ্ঠান উরালকালি। ইউক্রেনে হামলার প্রতিবাদে গাড়ি থেকে রাশিয়ার পতাকার লাল-নীল রং সরিয়ে নিয়েছে হাশ ওয়ান। একই কাজ করেছে জার্মান ক্লাব শালকে জিরোফোর। জার্সি থেকে মুছে দেওয়া হয়েছে রাশিয়ান গ্যাস বিতরণকারী প্রতিষ্ঠান গ্যাসপ্রমের নাম। 

তবে ইউক্রেনের কারণে সবচেয়ে বড় বিপদে পড়তে পারে ইংলিশ ক্লাব চেলসি। দলটির রাশিয়ান ধনকুবের মালিক রোমান আব্রাহোমোভিচের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করাসহ চেলসির মালিকানা কেড়ে নেওয়ার প্রস্তাব তুলেছেন ব্রিটিশ সংসদ সদস্য ক্রিস ব্রায়ান্ট। পুতিনের ঘনিষ্ঠ তিন বিলিয়নিয়ার ব্যবসায়ীর ওপর নিষেধাজ্ঞার হুমকি এরই মধ্যে দিয়ে রেখেছে ব্রিটিশ সরকার। আর রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠদের একজন আব্রাহোমোভিচ। ২০১৯ সালে আব্রাহোমোভিচের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের পুনঃতদন্ত চেয়েছেন ব্রায়ান্ট। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত