Ajker Patrika

প্রিমিয়ার লিগ নিয়ে আগ্রহী নন ফার্গুসন

প্রিমিয়ার লিগ নিয়ে আগ্রহী নন ফার্গুসন

শিরোনাম পড়ে হয়তো আপনারা অনেকেই আশ্চর্য হয়েছেন। প্রিমিয়ার লিগে যাঁর কতশত কীর্তি এখন লিগ নিয়ে আগ্রহী নন তিনি। আসলে লিগ নিয়ে স্যার অ্যালেক্স ফার্গুসনের কৌতূহল না থাকার বিষয়টা ভিন্ন।

চেলটেনহাম উদ্‌যাপনে ঘোড়দৌড় দেখার জন্য যুক্তরাজ্যে এসেছিলেন ফার্গুসন। ঘোড়দৌড় দেখার মাঝেই স্কটিশ কোচের কাছে এবারের প্রিমিয়ার লিগের ভবিষ্যদ্বাণী জানতে চেয়েছিলেন আইটিভির এক সাংবাদিক। এর জবাবে ৮১ বছর বয়সী কোচ জানিয়েছেন আগ্রহী নন।

‘ম্যানচেস্টার সিটি নাকি আর্সেনালকে কাকে বেছে নেবেন, স্যার অ্যালেক্স?’ সাংবাদিক ম্যাট চ্যাপমানের এমন প্রশ্নের উত্তরে ফার্গুসন বলেছেন, ‘আমি আগ্রহী নই।’ দুই দলের মধ্যে পয়েন্টের ব্যবধান কম হওয়ায় হয়তো ঝুঁকি নিতে চাননি সাবেক ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ।

এবারের মৌসুমে প্রিমিয়ার লিগ জেতার দৌড়ে আছে আর্সেনাল। তবে তালিকার দুইয়ে থাকার দলের সঙ্গে তাদের প্রতিদ্বন্দ্বিতা দুর্দান্ত চলছে। এখন পর্যন্ত ২৭ ম্যাচ খেলে ৬৬ পয়েন্টে শীর্ষে আর্সেনাল। দুইয়ে থাকা ম্যানচেস্টার সিটির সঙ্গে ৫ পয়েন্টের ব্যবধান গানারদের। সমান ম্যাচে ৬১ পয়েন্ট সিটিজেনদের।

কোচিং ক্যারিয়ারে ম্যানচেস্টার ইউনাইটেডকে প্রিমিয়ার লিগে ১৩টি শিরোপা জিতিয়েছেন ফার্গুসন। ক্লাবের হয়ে ক্যারিয়ারের প্রথম শিরোপাটা জেতেন ১৯৯৩ সালে। আর শেষটা জিতেছিলেন ২০১৩। শেষ শিরোপা জয়ের পরেই কোচিং ক্যারিয়ার থেকে অবসর নেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত