Ajker Patrika

জেনে নিন হামজাদের এক বছরের সূচি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ভারত ম্যাচের আগে অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ ফুটবল দল। ছবি: বাফুফে
ভারত ম্যাচের আগে অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ ফুটবল দল। ছবি: বাফুফে

২৫ মার্চ শিলংয়ে এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-ভারত। এই ম্যাচ দিয়েই হামজা চৌধুরীর বাংলাদেশের জার্সিতে অভিষেক হতে যাচ্ছে।

ভারত ম্যাচ দিয়ে এশিয়ান কাপ বাছাইপর্বের অভিযান শুরু হচ্ছে বাংলাদেশের। হাভিয়ের কাবরেরার বাংলাদেশ এক বছরে খেলবে ৬ ম্যাচ। হোম এন্ড অ্যাওয়ে ভিত্তিতে তিনটি করে ম্যাচ বাছাইপর্বে খেলবে বাংলাদেশ। এই ৬ ম্যাচের পাঁচটি খেলবে ২০২৫ সালে। একটি ম্যাচ আগামী বছরের ৩১ মার্চ বাংলাদেশ খেলবে সিঙ্গাপুরের বিপক্ষে। ম্যাচটি হবে সিঙ্গাপুরের মাঠে।

ভারত ম্যাচের পর আড়াই মাসের বিরতি পাচ্ছে বাংলাদেশ। ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে কাবরেরার দল। ম্যাচটি হবে বাংলাদেশের মাঠে। ঘরের মাঠে প্রায় চার মাস পর বাংলাদেশ খেলবে হংকংয়ের বিপক্ষে। ৯ অক্টোবর হবে বাংলাদেশ-হংকং ম্যাচ। এই দুই দল ফের মুখোমুখি হবে ১৪ অক্টোবর। এবার খেলা হবে হংকংয়ে। আর ১৮ নভেম্বর বাংলাদেশ আতিথেয়তা দেবে ভারতকে।

১৭ মার্চ হামজা সিলেট ওসমানী বিমানবন্দরে নামতেই উপচে পড়া ভিড় দেখা গেছে। সেদিন সন্ধ্যায় তাঁর বাড়ি হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামে ইফতারের পর জনাকীর্ণ পরিবেশে হলো সংবাদ সম্মেলন। গতকাল হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ দলের টিম হোটেলে কাবরেরা, বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া ও হামজা এসেছিলেন সংবাদ সম্মেলনে। আজ কাবরেরার দল রওনা দিয়েছে ভারতের উদ্দেশ্যে।

ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে ৪ মাস পর আন্তর্জাতিক ফুটবলে ম্যাচ শুরু করছে বাংলাদেশ। গত বছরের ১৬ নভেম্বর বসুন্ধরা কিংস অ্যারেনাতে সবশেষ বাংলাদেশ মাঠে নেমেছিল। এই ম্যাচে মালদ্বীপকে ২-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ।

এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে বাংলাদেশের ম্যাচ
প্রতিপক্ষ তারিখ ভেন্যু
ভারত২৫ মার্চভারত
সিঙ্গাপুর১০ জুনবাংলাদেশ
হংকং৯ অক্টোবরবাংলাদেশ
হংকং১৪ অক্টোবরহংকং
ভারত১৮ নভেম্বরবাংলাদেশ
সিঙ্গাপুর৩১ মার্চ, ২০২৬সিঙ্গাপুর
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত