যেকোনো সম্পর্ক থেকে বিচ্ছিন্ন হওয়ার সময় দুই পক্ষই চায় বিদায় বেলায় যেন যতটা সম্ভব কষ্ট কম হয়। তখন দুই পক্ষের চেষ্টা থাকে হাসিমুখে বিদায় নেওয়ার। তবে সবার ভাগ্যে তা জোটে না।
যেমনটি জোটেনি পিএসজির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা বলা লিওনেল মেসি-সার্জিও রামোসের সঙ্গে ক্রিস্তফ গালতিয়েরের। মৌসুমের শেষ ম্যাচটা নিশ্চয়ই জয়ে শেষ করতে চেয়েছিলেন সবাই। কিন্তু তা আর হয়নি। হারের হতাশা নিয়েই লিগ চ্যাম্পিয়নদের বিদায় বলতে হবে তাঁদের।
গতকাল পার্ক দ্য প্রিন্সেসে ক্লেরমঁর বিপক্ষে ৩-২ গোলে হেরেছে পিএসজি। ঘরের মাঠে শুরুটা অবশ্য ভালো কিছুর স্বপ্নই দেখাচ্ছিল। দলকে ১৬ মিনিটে লিড এনে দিয়েছিলেন বিদায় জানানো রামোস। শেষ ম্যাচে গোল নিশ্চয়ই তাঁকে অন্যরকম অনুভূতি দিচ্ছিল। সঙ্গে ২১ মিনিটে পেনাল্টি থেকে কিলিয়ান এমবাপ্পের গোল।
দুই গোলের লিডটা অবশ্য বেশিক্ষণ ধরে রাখতে পারেনি পিএসজি। পরের পুরো গল্পটাই ক্লেরমঁর। ২৪ মিনিটে ১ গোল শোধ দেন গাস্তিয়ান। প্রথম গোলের ১২ মিনিট পরেই সমতায় ফেরার দারুণ সুযোগ পায় সফরকারী। পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন গ্রেজন কেয়ি। সমতায় ফেরার এমন দারুণ সুযোগ হাতছাড়া হলেও প্রথমার্ধেই গোল শোধ দেয় ক্লেরমঁ। ম্যাচের অতিরিক্ত সময়ে দলকে সমতায় ফেরান মাহদী জেফানে।
বিরতির পর আবারও লিড নেওয়ার দুর্দান্ত এক সুযোগ পেয়েছিল পিএসজি। কিন্তু অবিশ্বাস্যভাবে সুযোগটি হাতছাড়া করেন মেসি। ৫৪ মিনিটে এমবাপ্পের কাছ থেকে পাওয়া ক্রসে প্রতিপক্ষের গোলরক্ষককে একা পাওয়ার পরও পোস্টের ওপর দিয়ে বল মারেন সাতবারের ব্যালন ডি’অর বিজয়ী। আর্জেন্টাইন অধিনায়কের এমন মিসের বড় মূল্য দিতে হয় পরে পিএসজিকে। মেসি পরে প্রায়শ্চিত্ত করার সুযোগ না পেলেও ক্লেরমঁর পেনাল্টি মিস করা কেয়ি পেয়েছেন। ৬৩ মিনিটে গোল করে দলকে জয় এনে দিয়েছেন তিনি।
শেষ ম্যাচে হারলেও লিগ জয়ের উৎসব করেছে পিএসজি। দলীয় উদ্যাপনের সময় সতীর্থদের সঙ্গে নেইমারকেও দেখা গেছে। এর আগে ম্যাচ শুরুর সময় ঘোড়দৌড়ে আহত হওয়া দলের গোলরক্ষক সের্হিও রিকোর জন্য তৈরি করা বিশেষ জার্সি পরে সতীর্থের সুস্থতা কামনা করেছেন মেসি-এমবাপ্পেরা।
সতীর্থের জন্য প্রার্থনার রাতে বিদায়ী ম্যাচেও দুয়ো শুনেছেন মেসি। একাদশ ঘোষণার সময় তাঁর উদ্দেশে দুয়ো দেন কিছু সমর্থক।
যেকোনো সম্পর্ক থেকে বিচ্ছিন্ন হওয়ার সময় দুই পক্ষই চায় বিদায় বেলায় যেন যতটা সম্ভব কষ্ট কম হয়। তখন দুই পক্ষের চেষ্টা থাকে হাসিমুখে বিদায় নেওয়ার। তবে সবার ভাগ্যে তা জোটে না।
যেমনটি জোটেনি পিএসজির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা বলা লিওনেল মেসি-সার্জিও রামোসের সঙ্গে ক্রিস্তফ গালতিয়েরের। মৌসুমের শেষ ম্যাচটা নিশ্চয়ই জয়ে শেষ করতে চেয়েছিলেন সবাই। কিন্তু তা আর হয়নি। হারের হতাশা নিয়েই লিগ চ্যাম্পিয়নদের বিদায় বলতে হবে তাঁদের।
গতকাল পার্ক দ্য প্রিন্সেসে ক্লেরমঁর বিপক্ষে ৩-২ গোলে হেরেছে পিএসজি। ঘরের মাঠে শুরুটা অবশ্য ভালো কিছুর স্বপ্নই দেখাচ্ছিল। দলকে ১৬ মিনিটে লিড এনে দিয়েছিলেন বিদায় জানানো রামোস। শেষ ম্যাচে গোল নিশ্চয়ই তাঁকে অন্যরকম অনুভূতি দিচ্ছিল। সঙ্গে ২১ মিনিটে পেনাল্টি থেকে কিলিয়ান এমবাপ্পের গোল।
দুই গোলের লিডটা অবশ্য বেশিক্ষণ ধরে রাখতে পারেনি পিএসজি। পরের পুরো গল্পটাই ক্লেরমঁর। ২৪ মিনিটে ১ গোল শোধ দেন গাস্তিয়ান। প্রথম গোলের ১২ মিনিট পরেই সমতায় ফেরার দারুণ সুযোগ পায় সফরকারী। পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন গ্রেজন কেয়ি। সমতায় ফেরার এমন দারুণ সুযোগ হাতছাড়া হলেও প্রথমার্ধেই গোল শোধ দেয় ক্লেরমঁ। ম্যাচের অতিরিক্ত সময়ে দলকে সমতায় ফেরান মাহদী জেফানে।
বিরতির পর আবারও লিড নেওয়ার দুর্দান্ত এক সুযোগ পেয়েছিল পিএসজি। কিন্তু অবিশ্বাস্যভাবে সুযোগটি হাতছাড়া করেন মেসি। ৫৪ মিনিটে এমবাপ্পের কাছ থেকে পাওয়া ক্রসে প্রতিপক্ষের গোলরক্ষককে একা পাওয়ার পরও পোস্টের ওপর দিয়ে বল মারেন সাতবারের ব্যালন ডি’অর বিজয়ী। আর্জেন্টাইন অধিনায়কের এমন মিসের বড় মূল্য দিতে হয় পরে পিএসজিকে। মেসি পরে প্রায়শ্চিত্ত করার সুযোগ না পেলেও ক্লেরমঁর পেনাল্টি মিস করা কেয়ি পেয়েছেন। ৬৩ মিনিটে গোল করে দলকে জয় এনে দিয়েছেন তিনি।
শেষ ম্যাচে হারলেও লিগ জয়ের উৎসব করেছে পিএসজি। দলীয় উদ্যাপনের সময় সতীর্থদের সঙ্গে নেইমারকেও দেখা গেছে। এর আগে ম্যাচ শুরুর সময় ঘোড়দৌড়ে আহত হওয়া দলের গোলরক্ষক সের্হিও রিকোর জন্য তৈরি করা বিশেষ জার্সি পরে সতীর্থের সুস্থতা কামনা করেছেন মেসি-এমবাপ্পেরা।
সতীর্থের জন্য প্রার্থনার রাতে বিদায়ী ম্যাচেও দুয়ো শুনেছেন মেসি। একাদশ ঘোষণার সময় তাঁর উদ্দেশে দুয়ো দেন কিছু সমর্থক।
খেলোয়াড়দের মাঠে মেজাজ হারানোর ঘটনা তো নতুন কিছু নয়। ম্যাচের উত্তেজনাকর পরিস্থিতিতে খেলোয়াড়দের মধ্যে বাকবিতণ্ডা, এমনকি হাতাহাতির ঘটনাও পর্যন্ত ঘটে। আর এসব ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল হতে বেশি সময়ও লাগে না।
৩ মিনিট আগেক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) সাকিব আল হাসান ফিরলেন তিন বছর পর। কিন্তু দীর্ঘদিন পর ওয়েস্ট ইন্ডিজের এই ফ্র্যাঞ্চাইজি লিগে ফিরেও রাঙাতে পারলেন না তিনি। ব্যাটিং-বোলিং কোথাও তিনি পারফরম্যান্সের ছাপ রাখতে পারেননি। এমনকি বাংলাদেশের অলরাউন্ডার মেজাজও হারিয়েছেন তাঁর সিপিএলে ফেরার দিনে।
৩৭ মিনিট আগেশেষ হতে চলেছে চলতি বছরে বিসিবির হাইপারফরম্যান্স (এইচপি) দলের ক্যাম্প। ক্যাম্প ঠিকঠাক আয়োজনে যথেষ্ট ব্যয় ও সুযোগ-সুবিধা দেওয়ার ক্ষেত্রে বিসিবির কৃপণতা নেই। কিন্তু দীর্ঘ ক্যাম্প শেষে লক্ষ্য কতটা পূরণ হলো এইচপির, সে প্রশ্ন এসে যাচ্ছে।
১ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৭ মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। তাই আরও একটি অনূর্ধ্ব-১৭ মেয়েদের সাফ খেলতে যাওয়ার আগে শিরোপা ধরে রাখার কথাই বললেন বাংলাদেশ দলের অধিনায়ক অর্পিতা বিশ্বাস। ঢাকায় আজ সংবাদ সম্মেলনে অর্পিতা বললেন, ‘আপনাদের আমরা একটি ভালো টুর্নামেন্ট উপহার দিতে চাই।
১৩ ঘণ্টা আগে