চেলসির এমন অবস্থা দেখে কে বলবে, শীতকালীন দলবদলে ইংলিশ প্রিমিয়ার লিগে তো বটে গড়েছিল বিশ্বরেকর্ডও। বিশাল অঙ্কের অর্থ খরচেও চলতি মৌসুমে সাফল্য পাচ্ছে না ব্লুজরা। ব্যর্থতার দায়ে সপ্তাহদুয়েক আগে স্টামফোর্ড ব্রিজ ছাড়তে হয়েছে গ্রাহাম পটারকে।
তাঁর স্থলে ফের চেলসির দায়িত্ব নিয়েছেন ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। তবে সাবেক ইংলিশ মিডফিল্ডারের অধীনেও নিজেদের মেলে ধরতে পারছেন না এনজো ফার্নান্দেজ-মিখালইলো মুদ্রিকরা। আজ নিজেদের মাঠ স্টামফোর্ড ব্রিজে শুরুতে এগিয়ে যাওয়ার পরও ব্রাইটনের বিপক্ষে ২-১ গোলে হেরেছে চেলসি।
এ নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচ হারল ব্লুজরা। আর টানা ৬ ম্যাচ জয় বঞ্চিত। পুনরায় স্টামফোর্ড ফিরলেও এখনো সাবেক ক্লাবকে জয়ে ফেরাতে পারলেন না ল্যাম্পার্ড। গত ম্যাচে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে হেরেছে চেলসি। আর নিজেদের মাঠে ফিরতি লেগ খেলার আগে আরেকটি হার। এই হারে প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে ৩১ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে ১১ তম স্থানে ব্লুজরা। তাদের চেয়ে দুই ম্যাচ কম খেলে ৪৯ পয়েন্ট নিয়ে সাতে ব্রাইটন।
অথচ আজ রাতে ম্যাচের শুরুতে মুদ্রিকের পাস থেকে ১৩ মিনিটে গোল করে চেলসিকে জয়ের স্বপ্নই দেখিয়েছিলেন কনর গ্যালাগার। কিন্তু সেই স্বপ্ন দ্বিতীয়ার্ধেই শেষ। বিরতিতে যাওয়ার তিন মিনিট আগে ব্রাইটনকে সমতায় ফেরান ড্যানি ওয়েলব্যাক। ৬৯ মিনিটে দলের জয়সূচক গোলটি করেন জুলিও এনসিজো। বাকি সময় চেষ্টা করেও সমতায় ফিরতে পারেনি চেলসি।
লিগের আরেক ম্যাচে পিছিয়ে পড়েও টটেনহামের বিপক্ষে তাদেরই মাঠে ৩-২ গোলের রোমাঞ্চকর জয় পেয়েছে বোর্নমাউথ। ১৪ মিনিটে সন হিয়ুং-মিনের গোলে এগিয়ে যায় স্পার্সরা। ৩৮ মিনিটে সমতায় ফেরার পর ৫১ মিনিটে এগিয়ে যায় বোর্নমাউথ। তবে ৮৮ মিনিটে সেই গোল শোধ দেয় টটেনহাম। কিন্তু যোগ করা পঞ্চম মিনিটে বোর্নমাউথকে আনন্দে ভাসান ড্যাঙ্গো। এই হারে ৩১ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে পাঁচে স্পার্সরা।
চেলসির এমন অবস্থা দেখে কে বলবে, শীতকালীন দলবদলে ইংলিশ প্রিমিয়ার লিগে তো বটে গড়েছিল বিশ্বরেকর্ডও। বিশাল অঙ্কের অর্থ খরচেও চলতি মৌসুমে সাফল্য পাচ্ছে না ব্লুজরা। ব্যর্থতার দায়ে সপ্তাহদুয়েক আগে স্টামফোর্ড ব্রিজ ছাড়তে হয়েছে গ্রাহাম পটারকে।
তাঁর স্থলে ফের চেলসির দায়িত্ব নিয়েছেন ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। তবে সাবেক ইংলিশ মিডফিল্ডারের অধীনেও নিজেদের মেলে ধরতে পারছেন না এনজো ফার্নান্দেজ-মিখালইলো মুদ্রিকরা। আজ নিজেদের মাঠ স্টামফোর্ড ব্রিজে শুরুতে এগিয়ে যাওয়ার পরও ব্রাইটনের বিপক্ষে ২-১ গোলে হেরেছে চেলসি।
এ নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচ হারল ব্লুজরা। আর টানা ৬ ম্যাচ জয় বঞ্চিত। পুনরায় স্টামফোর্ড ফিরলেও এখনো সাবেক ক্লাবকে জয়ে ফেরাতে পারলেন না ল্যাম্পার্ড। গত ম্যাচে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে হেরেছে চেলসি। আর নিজেদের মাঠে ফিরতি লেগ খেলার আগে আরেকটি হার। এই হারে প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে ৩১ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে ১১ তম স্থানে ব্লুজরা। তাদের চেয়ে দুই ম্যাচ কম খেলে ৪৯ পয়েন্ট নিয়ে সাতে ব্রাইটন।
অথচ আজ রাতে ম্যাচের শুরুতে মুদ্রিকের পাস থেকে ১৩ মিনিটে গোল করে চেলসিকে জয়ের স্বপ্নই দেখিয়েছিলেন কনর গ্যালাগার। কিন্তু সেই স্বপ্ন দ্বিতীয়ার্ধেই শেষ। বিরতিতে যাওয়ার তিন মিনিট আগে ব্রাইটনকে সমতায় ফেরান ড্যানি ওয়েলব্যাক। ৬৯ মিনিটে দলের জয়সূচক গোলটি করেন জুলিও এনসিজো। বাকি সময় চেষ্টা করেও সমতায় ফিরতে পারেনি চেলসি।
লিগের আরেক ম্যাচে পিছিয়ে পড়েও টটেনহামের বিপক্ষে তাদেরই মাঠে ৩-২ গোলের রোমাঞ্চকর জয় পেয়েছে বোর্নমাউথ। ১৪ মিনিটে সন হিয়ুং-মিনের গোলে এগিয়ে যায় স্পার্সরা। ৩৮ মিনিটে সমতায় ফেরার পর ৫১ মিনিটে এগিয়ে যায় বোর্নমাউথ। তবে ৮৮ মিনিটে সেই গোল শোধ দেয় টটেনহাম। কিন্তু যোগ করা পঞ্চম মিনিটে বোর্নমাউথকে আনন্দে ভাসান ড্যাঙ্গো। এই হারে ৩১ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে পাঁচে স্পার্সরা।
ফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখত কাজ চালিয়ে যাবেন তিনি।
৪৪ মিনিট আগেবাফুফে ভবনের চার তলায় থাকেন নারী ফুটবলাররা। ক্যাম্পের খাবার নিয়ে প্রায়ই সমালোচনা করতে দেখা যায় কোচ পিটার বাটলার। ফুটবলারদের মধ্যে সঠিক পুষ্টির অভাবও দেখতে পান তিনি। বাটলার কথার সঙ্গে খুব একটা একমত নন বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ।
১ ঘণ্টা আগেখেলোয়াড়দের শখের গাড়ি নিয়ে সামাজিকমাধ্যমে কত কিছুই তো দেখা যায়। কেউ এক গাড়ি কিনে দীর্ঘদিন চালানোর পর নতুন মডেলের গাড়ি কেনেন। ক্রিস্টিয়ানো রোনালদোর গ্যারেজে আছে বিশ্বের নামীদামী অনেক ব্র্যান্ডের গাড়ি। রোনালদোর মতো রোহিত শর্মারও গাড়ির গাড়িপ্রেমী এক ক্রিকেটার।
২ ঘণ্টা আগেলাওসে গতকাল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলের জন্য দিনটা ছিল অম্লমধুর। কারণ, বিকেলে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হজমের পর মূল পর্বের টিকিট পাওয়াটাই শঙ্কার মুখে পড়ে গিয়েছিল। পরে জানা যায়, বাংলাদেশ নারী দল অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্বে উঠেছে।
৩ ঘণ্টা আগে