চেলসির এমন অবস্থা দেখে কে বলবে, শীতকালীন দলবদলে ইংলিশ প্রিমিয়ার লিগে তো বটে গড়েছিল বিশ্বরেকর্ডও। বিশাল অঙ্কের অর্থ খরচেও চলতি মৌসুমে সাফল্য পাচ্ছে না ব্লুজরা। ব্যর্থতার দায়ে সপ্তাহদুয়েক আগে স্টামফোর্ড ব্রিজ ছাড়তে হয়েছে গ্রাহাম পটারকে।
তাঁর স্থলে ফের চেলসির দায়িত্ব নিয়েছেন ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। তবে সাবেক ইংলিশ মিডফিল্ডারের অধীনেও নিজেদের মেলে ধরতে পারছেন না এনজো ফার্নান্দেজ-মিখালইলো মুদ্রিকরা। আজ নিজেদের মাঠ স্টামফোর্ড ব্রিজে শুরুতে এগিয়ে যাওয়ার পরও ব্রাইটনের বিপক্ষে ২-১ গোলে হেরেছে চেলসি।
এ নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচ হারল ব্লুজরা। আর টানা ৬ ম্যাচ জয় বঞ্চিত। পুনরায় স্টামফোর্ড ফিরলেও এখনো সাবেক ক্লাবকে জয়ে ফেরাতে পারলেন না ল্যাম্পার্ড। গত ম্যাচে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে হেরেছে চেলসি। আর নিজেদের মাঠে ফিরতি লেগ খেলার আগে আরেকটি হার। এই হারে প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে ৩১ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে ১১ তম স্থানে ব্লুজরা। তাদের চেয়ে দুই ম্যাচ কম খেলে ৪৯ পয়েন্ট নিয়ে সাতে ব্রাইটন।
অথচ আজ রাতে ম্যাচের শুরুতে মুদ্রিকের পাস থেকে ১৩ মিনিটে গোল করে চেলসিকে জয়ের স্বপ্নই দেখিয়েছিলেন কনর গ্যালাগার। কিন্তু সেই স্বপ্ন দ্বিতীয়ার্ধেই শেষ। বিরতিতে যাওয়ার তিন মিনিট আগে ব্রাইটনকে সমতায় ফেরান ড্যানি ওয়েলব্যাক। ৬৯ মিনিটে দলের জয়সূচক গোলটি করেন জুলিও এনসিজো। বাকি সময় চেষ্টা করেও সমতায় ফিরতে পারেনি চেলসি।
লিগের আরেক ম্যাচে পিছিয়ে পড়েও টটেনহামের বিপক্ষে তাদেরই মাঠে ৩-২ গোলের রোমাঞ্চকর জয় পেয়েছে বোর্নমাউথ। ১৪ মিনিটে সন হিয়ুং-মিনের গোলে এগিয়ে যায় স্পার্সরা। ৩৮ মিনিটে সমতায় ফেরার পর ৫১ মিনিটে এগিয়ে যায় বোর্নমাউথ। তবে ৮৮ মিনিটে সেই গোল শোধ দেয় টটেনহাম। কিন্তু যোগ করা পঞ্চম মিনিটে বোর্নমাউথকে আনন্দে ভাসান ড্যাঙ্গো। এই হারে ৩১ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে পাঁচে স্পার্সরা।
চেলসির এমন অবস্থা দেখে কে বলবে, শীতকালীন দলবদলে ইংলিশ প্রিমিয়ার লিগে তো বটে গড়েছিল বিশ্বরেকর্ডও। বিশাল অঙ্কের অর্থ খরচেও চলতি মৌসুমে সাফল্য পাচ্ছে না ব্লুজরা। ব্যর্থতার দায়ে সপ্তাহদুয়েক আগে স্টামফোর্ড ব্রিজ ছাড়তে হয়েছে গ্রাহাম পটারকে।
তাঁর স্থলে ফের চেলসির দায়িত্ব নিয়েছেন ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। তবে সাবেক ইংলিশ মিডফিল্ডারের অধীনেও নিজেদের মেলে ধরতে পারছেন না এনজো ফার্নান্দেজ-মিখালইলো মুদ্রিকরা। আজ নিজেদের মাঠ স্টামফোর্ড ব্রিজে শুরুতে এগিয়ে যাওয়ার পরও ব্রাইটনের বিপক্ষে ২-১ গোলে হেরেছে চেলসি।
এ নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচ হারল ব্লুজরা। আর টানা ৬ ম্যাচ জয় বঞ্চিত। পুনরায় স্টামফোর্ড ফিরলেও এখনো সাবেক ক্লাবকে জয়ে ফেরাতে পারলেন না ল্যাম্পার্ড। গত ম্যাচে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে হেরেছে চেলসি। আর নিজেদের মাঠে ফিরতি লেগ খেলার আগে আরেকটি হার। এই হারে প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে ৩১ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে ১১ তম স্থানে ব্লুজরা। তাদের চেয়ে দুই ম্যাচ কম খেলে ৪৯ পয়েন্ট নিয়ে সাতে ব্রাইটন।
অথচ আজ রাতে ম্যাচের শুরুতে মুদ্রিকের পাস থেকে ১৩ মিনিটে গোল করে চেলসিকে জয়ের স্বপ্নই দেখিয়েছিলেন কনর গ্যালাগার। কিন্তু সেই স্বপ্ন দ্বিতীয়ার্ধেই শেষ। বিরতিতে যাওয়ার তিন মিনিট আগে ব্রাইটনকে সমতায় ফেরান ড্যানি ওয়েলব্যাক। ৬৯ মিনিটে দলের জয়সূচক গোলটি করেন জুলিও এনসিজো। বাকি সময় চেষ্টা করেও সমতায় ফিরতে পারেনি চেলসি।
লিগের আরেক ম্যাচে পিছিয়ে পড়েও টটেনহামের বিপক্ষে তাদেরই মাঠে ৩-২ গোলের রোমাঞ্চকর জয় পেয়েছে বোর্নমাউথ। ১৪ মিনিটে সন হিয়ুং-মিনের গোলে এগিয়ে যায় স্পার্সরা। ৩৮ মিনিটে সমতায় ফেরার পর ৫১ মিনিটে এগিয়ে যায় বোর্নমাউথ। তবে ৮৮ মিনিটে সেই গোল শোধ দেয় টটেনহাম। কিন্তু যোগ করা পঞ্চম মিনিটে বোর্নমাউথকে আনন্দে ভাসান ড্যাঙ্গো। এই হারে ৩১ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে পাঁচে স্পার্সরা।
চট্টগ্রাম টেস্টে তিন দিনেই জিম্বাবুয়েকে গুঁড়িয়ে দিয়েছে বাংলাদেশ। আলাদা করে মেহেদী হাসান মিরাজই কেড়ে নিয়েছেন ম্যাচের আলো। লেজের ব্যাটারদের নিয়ে বাংলাদেশের প্রথম ইনিংস নিয়ে গেছেন ৪৪৪ রানে। দল পায় ২১৭ রানের লিড। ৭ উইকেটে ২৯১ রান নিয়ে তৃতীয় দিন ব্যাটিং নামে আজ স্বাগতিকেরা। টেলএন্ডার ব্যাটারদের নিয়ে মিরা
১ ঘণ্টা আগেবৃষ্টির কারণে ম্যাচের পরিধি কমিয়ে নির্ধারণ হয় ২৮ ওভারে। শেষে ওভার পুরোপুরি খেলা হয়নি আলোকস্বল্পতার কারণে। কিন্তু যত ওভার হয়েছে, তাতে বাংলাদেশের জয় আটকানো গেল না। কলম্বোয় সিরিজের তৃতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ডিএল মেথডে ৩৯ রানে হারিয়ে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ যুবারা।
২ ঘণ্টা আগে২০২২ বিশ্বকাপের পর থেকেই ব্রাজিল ফুটবল দলের লেজেগোবরে অবস্থা। এই সময়ে ৩ জন কোচ পরিবর্তন হলেও পরিবর্তন আসেনি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন দলটির পারফরম্যান্সে। এবার তাই দলের জন্য হাইপ্রোফাইল কোচ নিয়োগের জন্য উঠে পড়ে লেগেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়াদের কোচ হিসেবে রিয়া
৩ ঘণ্টা আগেব্যাট হাতে দুর্দান্ত এক সেঞ্চুরিতে দলের প্রয়োজন মিটিয়েছেন। সেঞ্চুরির পর বোলিংয়েও মেহেদী হাসান মিরাজের ভেলকি। ৫ উইকেট নিয়ে তৃতীয় সেশনে একাই যেন ধসিয়ে দিলেন জিম্বাবুয়েকে। তাইজুল-মিরাজের সৌজন্যে তিন দিনেই জিম্বাবুয়েকে গুঁড়িয়ে সিরিজ বাঁচাল বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে সফরকারীদের ইনিংস ও ১০৬ রানের বড়
৩ ঘণ্টা আগে