চেলসির এমন অবস্থা দেখে কে বলবে, শীতকালীন দলবদলে ইংলিশ প্রিমিয়ার লিগে তো বটে গড়েছিল বিশ্বরেকর্ডও। বিশাল অঙ্কের অর্থ খরচেও চলতি মৌসুমে সাফল্য পাচ্ছে না ব্লুজরা। ব্যর্থতার দায়ে সপ্তাহদুয়েক আগে স্টামফোর্ড ব্রিজ ছাড়তে হয়েছে গ্রাহাম পটারকে।
তাঁর স্থলে ফের চেলসির দায়িত্ব নিয়েছেন ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। তবে সাবেক ইংলিশ মিডফিল্ডারের অধীনেও নিজেদের মেলে ধরতে পারছেন না এনজো ফার্নান্দেজ-মিখালইলো মুদ্রিকরা। আজ নিজেদের মাঠ স্টামফোর্ড ব্রিজে শুরুতে এগিয়ে যাওয়ার পরও ব্রাইটনের বিপক্ষে ২-১ গোলে হেরেছে চেলসি।
এ নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচ হারল ব্লুজরা। আর টানা ৬ ম্যাচ জয় বঞ্চিত। পুনরায় স্টামফোর্ড ফিরলেও এখনো সাবেক ক্লাবকে জয়ে ফেরাতে পারলেন না ল্যাম্পার্ড। গত ম্যাচে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে হেরেছে চেলসি। আর নিজেদের মাঠে ফিরতি লেগ খেলার আগে আরেকটি হার। এই হারে প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে ৩১ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে ১১ তম স্থানে ব্লুজরা। তাদের চেয়ে দুই ম্যাচ কম খেলে ৪৯ পয়েন্ট নিয়ে সাতে ব্রাইটন।
অথচ আজ রাতে ম্যাচের শুরুতে মুদ্রিকের পাস থেকে ১৩ মিনিটে গোল করে চেলসিকে জয়ের স্বপ্নই দেখিয়েছিলেন কনর গ্যালাগার। কিন্তু সেই স্বপ্ন দ্বিতীয়ার্ধেই শেষ। বিরতিতে যাওয়ার তিন মিনিট আগে ব্রাইটনকে সমতায় ফেরান ড্যানি ওয়েলব্যাক। ৬৯ মিনিটে দলের জয়সূচক গোলটি করেন জুলিও এনসিজো। বাকি সময় চেষ্টা করেও সমতায় ফিরতে পারেনি চেলসি।
লিগের আরেক ম্যাচে পিছিয়ে পড়েও টটেনহামের বিপক্ষে তাদেরই মাঠে ৩-২ গোলের রোমাঞ্চকর জয় পেয়েছে বোর্নমাউথ। ১৪ মিনিটে সন হিয়ুং-মিনের গোলে এগিয়ে যায় স্পার্সরা। ৩৮ মিনিটে সমতায় ফেরার পর ৫১ মিনিটে এগিয়ে যায় বোর্নমাউথ। তবে ৮৮ মিনিটে সেই গোল শোধ দেয় টটেনহাম। কিন্তু যোগ করা পঞ্চম মিনিটে বোর্নমাউথকে আনন্দে ভাসান ড্যাঙ্গো। এই হারে ৩১ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে পাঁচে স্পার্সরা।
চেলসির এমন অবস্থা দেখে কে বলবে, শীতকালীন দলবদলে ইংলিশ প্রিমিয়ার লিগে তো বটে গড়েছিল বিশ্বরেকর্ডও। বিশাল অঙ্কের অর্থ খরচেও চলতি মৌসুমে সাফল্য পাচ্ছে না ব্লুজরা। ব্যর্থতার দায়ে সপ্তাহদুয়েক আগে স্টামফোর্ড ব্রিজ ছাড়তে হয়েছে গ্রাহাম পটারকে।
তাঁর স্থলে ফের চেলসির দায়িত্ব নিয়েছেন ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। তবে সাবেক ইংলিশ মিডফিল্ডারের অধীনেও নিজেদের মেলে ধরতে পারছেন না এনজো ফার্নান্দেজ-মিখালইলো মুদ্রিকরা। আজ নিজেদের মাঠ স্টামফোর্ড ব্রিজে শুরুতে এগিয়ে যাওয়ার পরও ব্রাইটনের বিপক্ষে ২-১ গোলে হেরেছে চেলসি।
এ নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচ হারল ব্লুজরা। আর টানা ৬ ম্যাচ জয় বঞ্চিত। পুনরায় স্টামফোর্ড ফিরলেও এখনো সাবেক ক্লাবকে জয়ে ফেরাতে পারলেন না ল্যাম্পার্ড। গত ম্যাচে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে হেরেছে চেলসি। আর নিজেদের মাঠে ফিরতি লেগ খেলার আগে আরেকটি হার। এই হারে প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে ৩১ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে ১১ তম স্থানে ব্লুজরা। তাদের চেয়ে দুই ম্যাচ কম খেলে ৪৯ পয়েন্ট নিয়ে সাতে ব্রাইটন।
অথচ আজ রাতে ম্যাচের শুরুতে মুদ্রিকের পাস থেকে ১৩ মিনিটে গোল করে চেলসিকে জয়ের স্বপ্নই দেখিয়েছিলেন কনর গ্যালাগার। কিন্তু সেই স্বপ্ন দ্বিতীয়ার্ধেই শেষ। বিরতিতে যাওয়ার তিন মিনিট আগে ব্রাইটনকে সমতায় ফেরান ড্যানি ওয়েলব্যাক। ৬৯ মিনিটে দলের জয়সূচক গোলটি করেন জুলিও এনসিজো। বাকি সময় চেষ্টা করেও সমতায় ফিরতে পারেনি চেলসি।
লিগের আরেক ম্যাচে পিছিয়ে পড়েও টটেনহামের বিপক্ষে তাদেরই মাঠে ৩-২ গোলের রোমাঞ্চকর জয় পেয়েছে বোর্নমাউথ। ১৪ মিনিটে সন হিয়ুং-মিনের গোলে এগিয়ে যায় স্পার্সরা। ৩৮ মিনিটে সমতায় ফেরার পর ৫১ মিনিটে এগিয়ে যায় বোর্নমাউথ। তবে ৮৮ মিনিটে সেই গোল শোধ দেয় টটেনহাম। কিন্তু যোগ করা পঞ্চম মিনিটে বোর্নমাউথকে আনন্দে ভাসান ড্যাঙ্গো। এই হারে ৩১ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে পাঁচে স্পার্সরা।
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
৮ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
৯ ঘণ্টা আগেআগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
১০ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা, তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
১১ ঘণ্টা আগে