এক বছরেরও বেশি সময় ধরে স্পেন জাতীয় দলের বাইরে রয়েছেন সার্জিও রামোস। এবার স্পেনের বিশ্বকাপ দলে জায়গা মেলেনি রামোসের। এই ডিফেন্ডারকে ছাড়াই বিশ্বকাপের দল ঘোষণা করল স্পেন।
রামোসের অনুপস্থিতিতে রক্ষণভাগ খানিকটা দুর্বল হয়ে পড়েছে। রক্ষণভাগে দানি কারভাহালের সঙ্গে থাকছেন জর্দি আলবা, সিজার আজপিলিকুয়েতা, এরিক গার্সিয়ারা। মাঝমাঠে আছেন সার্জিও বুসকেটস, গাভি, কোকে, পেদ্রির মতো তারকা ফুটবলাররা। আক্রমণভাগে থাকছেন ফেরান তোরেস, আনসু ফাতি, আলভারো মোরাতার মতো একঝাঁক তারকা ফুটবলার।
এবারের বিশ্বকাপে ‘ই’ গ্রুপে পড়েছে স্পেন। ২৩ নভেম্বর কোস্টারিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে স্পেন। ২৭ নভেম্বর জার্মানির বিপক্ষে মাঠে নামবে স্পেন। আর ১ ডিসেম্বর জাপানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে ২০১০ এর চ্যাম্পিয়নরা।
স্পেনের বিশ্বকাপ স্কোয়াড:
গোলরক্ষক: উনাই সিমন (আতলেতিক বিলবাও), রবার্ট সানচেজ (ব্রাইটন), ডেভিড রায়া (ব্রেন্টফোর্ড)
ডিফেন্ডার: দানি কারভাহাল (রিয়াল মাদ্রিদ), সিজার আজপিলিকুয়েতা (চেলসি), এরিক গার্সিয়া (বার্সেলোনা), হুগো গুইলামন (ভ্যালেন্সিয়া), পাও তোরেস (ভিয়ারিয়াল), অ্যায়মেরিক লাপোর্তে (ম্যানচেস্টার সিটি), জর্দি আলবা (বার্সোলোনা), হোসে গায়া (ভ্যালেন্সিয়া)
মিডফিল্ডার: সার্জিও বুসকেটস (বার্সেলোনা), রড্রিগো (ম্যানচেস্টার সিটি), গাভি (বার্সেলোনা), কার্লোস সোলের (ভ্যালেন্সিয়া), মার্কোস লরিয়েন্তে (আতলেতিকো মাদ্রিদ): পেদ্রি (বার্সেলোনা), কোকে (আতলোতিকো মাদ্রিদ)
আক্রমণভাগ: ফেরান তোরেস (বার্সেলোনা), নিকো উইলিয়ামস (আতলেতিক বিলবাও), ইয়েরেমি পিনো (ভিয়ারিয়াল), আলভারো মোরাতা (আতলেতিকো মাদ্রিদ): মার্কো অ্যাসেনসিও (রিয়াল মাদ্রিদ), পাবলো সারাবিয়া (পিএসজি), দানি আলমো (আরবি লাইপজিগ), আনসু ফাতি (বার্সেলোনা)
এক বছরেরও বেশি সময় ধরে স্পেন জাতীয় দলের বাইরে রয়েছেন সার্জিও রামোস। এবার স্পেনের বিশ্বকাপ দলে জায়গা মেলেনি রামোসের। এই ডিফেন্ডারকে ছাড়াই বিশ্বকাপের দল ঘোষণা করল স্পেন।
রামোসের অনুপস্থিতিতে রক্ষণভাগ খানিকটা দুর্বল হয়ে পড়েছে। রক্ষণভাগে দানি কারভাহালের সঙ্গে থাকছেন জর্দি আলবা, সিজার আজপিলিকুয়েতা, এরিক গার্সিয়ারা। মাঝমাঠে আছেন সার্জিও বুসকেটস, গাভি, কোকে, পেদ্রির মতো তারকা ফুটবলাররা। আক্রমণভাগে থাকছেন ফেরান তোরেস, আনসু ফাতি, আলভারো মোরাতার মতো একঝাঁক তারকা ফুটবলার।
এবারের বিশ্বকাপে ‘ই’ গ্রুপে পড়েছে স্পেন। ২৩ নভেম্বর কোস্টারিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে স্পেন। ২৭ নভেম্বর জার্মানির বিপক্ষে মাঠে নামবে স্পেন। আর ১ ডিসেম্বর জাপানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে ২০১০ এর চ্যাম্পিয়নরা।
স্পেনের বিশ্বকাপ স্কোয়াড:
গোলরক্ষক: উনাই সিমন (আতলেতিক বিলবাও), রবার্ট সানচেজ (ব্রাইটন), ডেভিড রায়া (ব্রেন্টফোর্ড)
ডিফেন্ডার: দানি কারভাহাল (রিয়াল মাদ্রিদ), সিজার আজপিলিকুয়েতা (চেলসি), এরিক গার্সিয়া (বার্সেলোনা), হুগো গুইলামন (ভ্যালেন্সিয়া), পাও তোরেস (ভিয়ারিয়াল), অ্যায়মেরিক লাপোর্তে (ম্যানচেস্টার সিটি), জর্দি আলবা (বার্সোলোনা), হোসে গায়া (ভ্যালেন্সিয়া)
মিডফিল্ডার: সার্জিও বুসকেটস (বার্সেলোনা), রড্রিগো (ম্যানচেস্টার সিটি), গাভি (বার্সেলোনা), কার্লোস সোলের (ভ্যালেন্সিয়া), মার্কোস লরিয়েন্তে (আতলেতিকো মাদ্রিদ): পেদ্রি (বার্সেলোনা), কোকে (আতলোতিকো মাদ্রিদ)
আক্রমণভাগ: ফেরান তোরেস (বার্সেলোনা), নিকো উইলিয়ামস (আতলেতিক বিলবাও), ইয়েরেমি পিনো (ভিয়ারিয়াল), আলভারো মোরাতা (আতলেতিকো মাদ্রিদ): মার্কো অ্যাসেনসিও (রিয়াল মাদ্রিদ), পাবলো সারাবিয়া (পিএসজি), দানি আলমো (আরবি লাইপজিগ), আনসু ফাতি (বার্সেলোনা)
শেষ মুহূর্তে পাকিস্তানের সরে দাঁড়ানোয় এশিয়া কাপ হকি খেলার সুযোগ পায় বাংলাদেশ। সেরা পাঁচে থাকলে জায়গা করে নিত বিশ্বকাপ বাছাইয়ে। গত মাসে ভারতের বিহারে অনুষ্ঠিত টুর্নামেন্টে সেই লক্ষ্য পূরণে ব্যর্থ হন রেজাউল-আশরাফুলরা। সুযোগ অবশ্য হারিয়ে যায়নি।
৭ ঘণ্টা আগেজাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি–টোয়েন্টিতে টানা তৃতীয় জয়ের দেখা পেল ঢাকা। সবশেষ ম্যাচে আজ রাজশাহীকে ২৮ রানে হারিয়েছে মাহিদুল ইসলাম অঙ্কন অ্যান্ড কোং। বৃষ্টির কারণে ঢাকার প্রথম ম্যাচটি পরিত্যক্ত হয়। এরপর মাঠে নামা ৩ ম্যাচেই শেষ হাসি নিয়ে মাঠ ছাড়ল রাজধানীপাড়ার দলটি।
১১ ঘণ্টা আগেএশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে চোট পান হার্দিক পান্ডিয়া। এজন্য তাকে ছাড়াই ফাইনাল খেলতে নামে ভারত। এই তারকা অলরাউন্ডারের ফেরা নিয়ে অপেক্ষা আরও দীর্ঘ হচ্ছে দলটির। অর্থাৎ অক্টোবর–নভেম্বরে ভারতের অস্ট্রেলিয়া সফরে হার্দিককে পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
১৩ ঘণ্টা আগেপাকিস্তানি ক্রিকেটারদের বিদেশি লিগে খেলা বন্ধ করল দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)। এশিয়া কাপের ফাইনালে ভারতের কাছে হারার পরই এই সিদ্ধান্ত নেয় সংস্থাটি–প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকেটভিত্তিক গণমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
১৪ ঘণ্টা আগে