Ajker Patrika

অক্টোবরে বাছাইপর্বের তিন ম্যাচের দল ঘোষণা করল ব্রাজিল 

অক্টোবরে বাছাইপর্বের তিন ম্যাচের দল ঘোষণা করল ব্রাজিল 

কাতার বিশ্বকাপ বাছাইয়ে আগামী মাসে তিনটি ম্যাচ খেলবে ব্রাজিল। ভেনেজুয়েলা, কলম্বিয়া ও উরুগুয়ের বিপক্ষে এই তিন ম্যাচের জন্য ২৫ সদস্যের দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ তিতে। এই ২৫ সদস্যের মধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ৮ ফুটবলারকে দলে রাখা হয়েছে। এর আগে গত মাসে কোয়ারেন্টিন জটিলতায় প্রিমিয়ার লিগের খেলোয়াড়দের দলে পায়নি ব্রাজিল। 

আগামী ৭ অক্টোবর ব্রাজিল খেলবে ভেনেজুয়েলার বিপক্ষে। ১০ অক্টোবর কলম্বিয়া আর ১৪ অক্টোবর খেলবে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের এখন পর্যন্ত ৮ ম্যাচ খেলা ব্রাজিল জিতেছে সবকটিতেই। এই ৮ জয়ে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। 
ব্রাজিল দল: 
গোলকিপার: আলিসন (লিভারপুল), এদেরসন (ম্যান সিটি), ওয়েভারতন (পালমেইরাস) 
ডিফেন্ডার: দানিলো (জুভেন্টাস), এমারসন রয়াল (টটেনহাম), আলেক্স সান্দ্রো (জুভেন্টাস), গিয়ের্মে আরানা (আতলেতিকো মিনেইরো), থিয়াগো সিলভা (চেলসি), মারকিনিওস (পিএসজি), এদের মিলিতাও (রিয়াল মাদ্রিদ), লুকাস ভেরিসিমো (বেনফিকা)। 
মিডফিল্ডার: কাসেমিরো (রিয়াল মাদ্রিদ), ফাবিনিও (লিভারপুল), ফ্রেদ (ম্যান ইউনাইটেড), এদেনিলসন (ইন্তারনাসিওনাল), গেরসন (অলিম্পিক মার্শেই), লুকাস পাকেতা (অলিম্পিক লিওঁ), এভারতন রিবেইরো (ফ্লামেঙ্গো)। 
ফরোয়ার্ড: নেইমার (পিএসজি), আন্তনি (আয়াক্স), রাফিনিয়া (লিডস ইউনাইটেড), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), গাব্রিয়েল জেসুস (ম্যান সিটি), গাব্রিয়েল বারবোসা (ফ্লামেঙ্গো), মাতেউস কুনিয়া (আতলেতিকো মাদ্রিদ)।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত