রোনাল্ড কোমানের স্থলাভিষিক্ত হওয়ার পর লিগে টানা দুই ম্যাচ জিতে ভালো কিছুর বার্তা দিচ্ছিলেন জাভি হার্নান্দেজ। তবে তৃতীয় ম্যাচে এসেই বড় ধাক্কা খেতে হলো বার্সেলোনাকে। ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে রিয়ালে বেতিসের কাছে ১-০ গোলে হারল কাতালান ক্লাবটি।
প্রথমার্ধে ছন্নছাড়া বার্সা দ্বিতীয়ার্ধের গুছিয়ে নেওয়ার চেষ্টা করেও পারেনি। কয়েকটি আক্রমণ পূর্ণতা পায়নি ফিনিশিং দুর্বলতায়। উল্টো এক গোল হজম করে লিগের গুরুত্বপূর্ণ এই সময়ে তিন পয়েন্ট হারাল। ঘরের মাঠে দলের এমন হতশ্রী পারফরম্যান্স ম্যাচজুড়ে জাভির হতাশাই বাড়িয়েছে।
এদিন শুরুতে গোল হজম করতে পারত বার্সা। তবে সতীর্থের লম্বা ক্রসে হুয়ানমি বার্সা গোলরক্ষক বরাবর হেড করলে সে যাত্রায় বেঁচে যায় স্বাগতিকেরা। প্রথমার্ধে বার্সা সুযোগ পায় মাত্র একটি। ১১ মিনিটের সময় জর্ডি আলবার ক্রসে ফিলিপে কৌতিনহোর শট ঠেকিয়ে দেন বেতিস গোলরক্ষক।
৩৩ মিনিটের প্রতিপক্ষের জোরালো শটে মাথায় আঘাত পেয়ে তরুণ মিডফিল্ডার রিকি পুজ মাঠ ছাড়লে হতাশা বাড়ে স্বাগতিকদের। প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও বার্সাকে চেপে ধরে বেতিস। আক্রমণে ধার বাড়াতে ৫৮ মিনিটের সময় জোড়া পরিবর্তন আনে বার্সা। কৌতিনহোকে তুলে উসমান দেম্বেলে ও নিকো গনঞ্জালেসের জায়গায় ফ্রেংকি ডি ইয়ংকে নামান জাভি। তাতে আক্রমণের ধার বাড়লেও গোল ভাগ্য ফেরেনি বার্সার। এই হারে ১৫ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে টেবিলের সাতে আছে স্প্যানিশ জায়ান্টরা।
রোনাল্ড কোমানের স্থলাভিষিক্ত হওয়ার পর লিগে টানা দুই ম্যাচ জিতে ভালো কিছুর বার্তা দিচ্ছিলেন জাভি হার্নান্দেজ। তবে তৃতীয় ম্যাচে এসেই বড় ধাক্কা খেতে হলো বার্সেলোনাকে। ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে রিয়ালে বেতিসের কাছে ১-০ গোলে হারল কাতালান ক্লাবটি।
প্রথমার্ধে ছন্নছাড়া বার্সা দ্বিতীয়ার্ধের গুছিয়ে নেওয়ার চেষ্টা করেও পারেনি। কয়েকটি আক্রমণ পূর্ণতা পায়নি ফিনিশিং দুর্বলতায়। উল্টো এক গোল হজম করে লিগের গুরুত্বপূর্ণ এই সময়ে তিন পয়েন্ট হারাল। ঘরের মাঠে দলের এমন হতশ্রী পারফরম্যান্স ম্যাচজুড়ে জাভির হতাশাই বাড়িয়েছে।
এদিন শুরুতে গোল হজম করতে পারত বার্সা। তবে সতীর্থের লম্বা ক্রসে হুয়ানমি বার্সা গোলরক্ষক বরাবর হেড করলে সে যাত্রায় বেঁচে যায় স্বাগতিকেরা। প্রথমার্ধে বার্সা সুযোগ পায় মাত্র একটি। ১১ মিনিটের সময় জর্ডি আলবার ক্রসে ফিলিপে কৌতিনহোর শট ঠেকিয়ে দেন বেতিস গোলরক্ষক।
৩৩ মিনিটের প্রতিপক্ষের জোরালো শটে মাথায় আঘাত পেয়ে তরুণ মিডফিল্ডার রিকি পুজ মাঠ ছাড়লে হতাশা বাড়ে স্বাগতিকদের। প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও বার্সাকে চেপে ধরে বেতিস। আক্রমণে ধার বাড়াতে ৫৮ মিনিটের সময় জোড়া পরিবর্তন আনে বার্সা। কৌতিনহোকে তুলে উসমান দেম্বেলে ও নিকো গনঞ্জালেসের জায়গায় ফ্রেংকি ডি ইয়ংকে নামান জাভি। তাতে আক্রমণের ধার বাড়লেও গোল ভাগ্য ফেরেনি বার্সার। এই হারে ১৫ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে টেবিলের সাতে আছে স্প্যানিশ জায়ান্টরা।
হাভিয়ের কাবরেরার দল নির্বাচন বরাবরই প্রশ্নবিদ্ধ। এশিয়ান কাপ বাছাইয়ে গত জুনে সিঙ্গাপুরের বিপক্ষে ঘরের মাঠে বাংলাদেশের ২-১ গোলের হারের পেছনে সেটা অন্যতম কারণ হিসেবে মনে করেন অনেকেই। খোদ বাফুফের নির্বাহী কমিটির এক সদস্যও তাঁর পদত্যাগের দাবি তোলেন। তা স্বাভাবিক হিসেবেই মেনে নিয়েছেন বাংলাদেশ কোচ।
২৭ মিনিট আগেবাংলাদেশ-নেদারল্যান্ডস তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হতে দুই সপ্তাহও বাকি নেই। এরই মধ্যে নেদারল্যান্ডস সিরিজের দল ঘোষণা করেছে। চমক হিসেবে আছেন প্রতিযোগিতামূলক ক্রিকেটে মাত্র দুই ম্যাচ খেলা বেন ফ্লেচার।
২ ঘণ্টা আগে৫০ ওভারের ম্যাচে মেয়েদের জাতীয় দল ৩৮ ওভারেই অলআউট। এক শর নিচে ৯৪ রানে অলআউট হয়ে বিকেএসপিতে প্রস্তুতি ম্যাচে ৮৭ রানের বড় ব্যবধানে হেরেছেন মেয়েরা। হেরেছেন অনূর্ধ্ব-১৫ কিশোর দলের কাছে।
২ ঘণ্টা আগেকেশব মহারাজের ঘূর্ণিতে গতকাল নাকাল হয়েছে অস্ট্রেলিয়া। সিরিজের প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার কাছে ৯৮ রানে হেরেছে অজিরা। ওয়ানডেতে ক্যারিয়ারসেরা বোলিংয়ের পরই আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে সুখবর পেলেন মহারাজ। ২১ মাস পর ফিরে পেলেন হারানো সিংহাসন।
৩ ঘণ্টা আগে