জুভেন্টাস ছেড়ে এই মৌসুমেই সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ তারকার এই বিদায়টা আরও আগে হলে জুভেন্টাসের উপকারই হতো, এমনটাই বলেছেন ক্লাবটির ডিফেন্ডার জর্জিও কিয়েল্লিনি।
চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বপ্ন নিয়ে ২০১৮ সালে রিয়াল মাদ্রিদ থেকে রোনালদোকে কিনে এনেছিল জুভেন্টাস। তিন মৌসুমে দুই স্কুডেট্রো আর একটি কোপা ইতালিয়া জয় ছাড়া তুরিনের ক্লাবটিতে উল্লেখযোগ্য কোনো সাফল্য নেই সিআরসেভেনের। চ্যাম্পিয়নস লিগ জিততে না পারায় অস্থির হয়ে পড়ছিলেন রোনালদো নিজেই। তাঁকে ছেড়ে দিয়ে নতুন করে ক্লাবকে গড়ে তোলার জন্য চাপ বাড়ছিল জুভেন্টাসের ওপরেও।
এই মৌসুমের শুরুতে জুভেন্টাস ছাড়তে পারেন এমন জল্পনা-কল্পনা সত্যি করে দলবদলের শেষ সময়ে আবারও ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরে এসেছেন রোনালদো। একদম শেষ দিকে পর্তুগিজ ফরোয়ার্ড চলে যাওয়ায় তাঁর শূন্যস্থানটা দ্রুত পূরণ করতে পারেনি জুভেন্টাস। সিরি আ-তে আট ম্যাচে ১৪ পয়েন্টে আছে টেবিলের সাতে। কিয়েল্লিনির মন্তব্য, রোনালদোর দলবদলটা আরও আগে হলে এই সমস্যায় পড়তে হতো না জুভদের।
অনলাইন স্ট্রিমিং সার্ভিস ডেএজেডএনকে কিয়েল্লিনি বলেছেন, ‘আমাদের সঙ্গে ক্রিস্টিয়ানোর দারুণ একটা সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল। সে খেলতে পারে এমন একটা দলও তৈরি ছিল। জুভেন্টাস একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। রোনালদো থাকলে দলটা আরও ভারী হতো, আমরাও খুশি থাকতাম। কিন্তু ভবিষ্যতের চেয়ে সে বর্তমানকেই বেশি প্রাধান্য দিয়েছে।’
এরপরই কিয়েল্লিনি বলেছেন, ‘রোনালদো ২৮ আগস্ট চলে গেছে, সে আরও একটু আগে গেলে ভালো হতো। আমরা একটা ধাক্কা খেয়েছি। পয়েন্টের দিক থেকে ভুগতে হচ্ছে। এই বিদায়টা যদি ১৫ আগস্টের দিকে হতো, তাহলে আমরা আরও ভালোভাবে প্রস্তুত হওয়ার সুযোগ পেতাম।’
জুভেন্টাস ছেড়ে এই মৌসুমেই সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ তারকার এই বিদায়টা আরও আগে হলে জুভেন্টাসের উপকারই হতো, এমনটাই বলেছেন ক্লাবটির ডিফেন্ডার জর্জিও কিয়েল্লিনি।
চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বপ্ন নিয়ে ২০১৮ সালে রিয়াল মাদ্রিদ থেকে রোনালদোকে কিনে এনেছিল জুভেন্টাস। তিন মৌসুমে দুই স্কুডেট্রো আর একটি কোপা ইতালিয়া জয় ছাড়া তুরিনের ক্লাবটিতে উল্লেখযোগ্য কোনো সাফল্য নেই সিআরসেভেনের। চ্যাম্পিয়নস লিগ জিততে না পারায় অস্থির হয়ে পড়ছিলেন রোনালদো নিজেই। তাঁকে ছেড়ে দিয়ে নতুন করে ক্লাবকে গড়ে তোলার জন্য চাপ বাড়ছিল জুভেন্টাসের ওপরেও।
এই মৌসুমের শুরুতে জুভেন্টাস ছাড়তে পারেন এমন জল্পনা-কল্পনা সত্যি করে দলবদলের শেষ সময়ে আবারও ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরে এসেছেন রোনালদো। একদম শেষ দিকে পর্তুগিজ ফরোয়ার্ড চলে যাওয়ায় তাঁর শূন্যস্থানটা দ্রুত পূরণ করতে পারেনি জুভেন্টাস। সিরি আ-তে আট ম্যাচে ১৪ পয়েন্টে আছে টেবিলের সাতে। কিয়েল্লিনির মন্তব্য, রোনালদোর দলবদলটা আরও আগে হলে এই সমস্যায় পড়তে হতো না জুভদের।
অনলাইন স্ট্রিমিং সার্ভিস ডেএজেডএনকে কিয়েল্লিনি বলেছেন, ‘আমাদের সঙ্গে ক্রিস্টিয়ানোর দারুণ একটা সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল। সে খেলতে পারে এমন একটা দলও তৈরি ছিল। জুভেন্টাস একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। রোনালদো থাকলে দলটা আরও ভারী হতো, আমরাও খুশি থাকতাম। কিন্তু ভবিষ্যতের চেয়ে সে বর্তমানকেই বেশি প্রাধান্য দিয়েছে।’
এরপরই কিয়েল্লিনি বলেছেন, ‘রোনালদো ২৮ আগস্ট চলে গেছে, সে আরও একটু আগে গেলে ভালো হতো। আমরা একটা ধাক্কা খেয়েছি। পয়েন্টের দিক থেকে ভুগতে হচ্ছে। এই বিদায়টা যদি ১৫ আগস্টের দিকে হতো, তাহলে আমরা আরও ভালোভাবে প্রস্তুত হওয়ার সুযোগ পেতাম।’
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
৪ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
৫ ঘণ্টা আগেআগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
৭ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা, তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
৭ ঘণ্টা আগে