আজকের পত্রিকা ডেস্ক
বহুল আলোচিত বাফুফে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গত ২৬ অক্টোবর। এর ১৪ দিন পর আজ বাফুফে ভবনে নতুন কমিটিকে নিয়ে সভা করেন সভাপতি তাবিথ আউয়াল। যেখানে নির্বাচিত সদস্যের মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়।
এর মধ্যে সভাপতি তাবিথ নিজেই তিনটি কমিটি নিজের কাছে রেখেছেন। গতবার জাতীয় দল ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ছিলেন কাজী নাবিল আহমেদ। এবার তিনি নির্বাহী কমিটিতে নেই। সভাপতি তাবিথ নিজেই জাতীয় দলের চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছেন।
ফিন্যান্স কমিটি নিয়ে গত আমলে অনেক ঝামেলা তৈরি হয়েছিল। ফিফা থেকে আর্থিক অনিয়মের কারণে সাবেক সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগকে নিষিদ্ধ হতে হয়েছে। এ ছাড়া সালাম মুর্শেদীকে করা হয়েছিল জরিমানা। এবার তাবিথ জাতীয় দল ছাড়াও ফিন্যান্স কমিটি নিজের কাছে রেখেছেন। একই সঙ্গে ইমার্জেন্সি কমিটির দায়িত্বও নিয়েছেন তিনি।
কে কোন কমিটির চেয়ারম্যান
৪ বছর মেয়াদ
তাবিথ আউয়াল, ফিন্যান্স
১ বছর মেয়াদ
ইমরুল হাসান (পেশাদার লিগ), নাসের শাহরিয়ার জাহেদী (ডেভেলপমেন্ট), তাবিথ আউয়াল (ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট), ফাহাদ মোহাম্মদ আহমেদ করিম (মার্কেটিং), সাব্বির আহমেদ আরেফ (ঢাকা মেট্রোপলিটন লিগ), আমিরুল ইসলাম বাবু (মিডিয়া কমিটি), টিপু সুলতান (পাইওনিয়ার লিগ), বিজন বড়ুয়া ও গোলাম গাউস (স্কুল ফুটবল), মঞ্জুরুল করিম (অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপ), সাঈদ হাসান কানন (অনূর্ধ্ব-১৭ দল), ইকবাল হোসেন (ডিএফএ), কামরুল হাসান হিলটন (টেকনিক্যাল কমিটি), জাকির হোসেন চৌধুরী (প্রকিউরমেন্ট), ওয়াহিদ উদ্দিন চৌধুরি (অভ্যন্তরীণ অডিট)।
৩ মাস মেয়াদ
ড. মো. জাকারিয়া (গঠনতন্ত্র সংশোধন ও নির্বাচন কমিটি), মঞ্জুরুল আলম (ডিএফএ মনিটরিং)।
বহুল আলোচিত বাফুফে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গত ২৬ অক্টোবর। এর ১৪ দিন পর আজ বাফুফে ভবনে নতুন কমিটিকে নিয়ে সভা করেন সভাপতি তাবিথ আউয়াল। যেখানে নির্বাচিত সদস্যের মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়।
এর মধ্যে সভাপতি তাবিথ নিজেই তিনটি কমিটি নিজের কাছে রেখেছেন। গতবার জাতীয় দল ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ছিলেন কাজী নাবিল আহমেদ। এবার তিনি নির্বাহী কমিটিতে নেই। সভাপতি তাবিথ নিজেই জাতীয় দলের চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছেন।
ফিন্যান্স কমিটি নিয়ে গত আমলে অনেক ঝামেলা তৈরি হয়েছিল। ফিফা থেকে আর্থিক অনিয়মের কারণে সাবেক সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগকে নিষিদ্ধ হতে হয়েছে। এ ছাড়া সালাম মুর্শেদীকে করা হয়েছিল জরিমানা। এবার তাবিথ জাতীয় দল ছাড়াও ফিন্যান্স কমিটি নিজের কাছে রেখেছেন। একই সঙ্গে ইমার্জেন্সি কমিটির দায়িত্বও নিয়েছেন তিনি।
কে কোন কমিটির চেয়ারম্যান
৪ বছর মেয়াদ
তাবিথ আউয়াল, ফিন্যান্স
১ বছর মেয়াদ
ইমরুল হাসান (পেশাদার লিগ), নাসের শাহরিয়ার জাহেদী (ডেভেলপমেন্ট), তাবিথ আউয়াল (ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট), ফাহাদ মোহাম্মদ আহমেদ করিম (মার্কেটিং), সাব্বির আহমেদ আরেফ (ঢাকা মেট্রোপলিটন লিগ), আমিরুল ইসলাম বাবু (মিডিয়া কমিটি), টিপু সুলতান (পাইওনিয়ার লিগ), বিজন বড়ুয়া ও গোলাম গাউস (স্কুল ফুটবল), মঞ্জুরুল করিম (অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপ), সাঈদ হাসান কানন (অনূর্ধ্ব-১৭ দল), ইকবাল হোসেন (ডিএফএ), কামরুল হাসান হিলটন (টেকনিক্যাল কমিটি), জাকির হোসেন চৌধুরী (প্রকিউরমেন্ট), ওয়াহিদ উদ্দিন চৌধুরি (অভ্যন্তরীণ অডিট)।
৩ মাস মেয়াদ
ড. মো. জাকারিয়া (গঠনতন্ত্র সংশোধন ও নির্বাচন কমিটি), মঞ্জুরুল আলম (ডিএফএ মনিটরিং)।
পাকিস্তানের বিপক্ষে অলিখিত সেমিফাইনালটা লিটন দাসকে দেখতে হয়েছে ডাগ আউটে বসে। দুবাইয়ে তাওহীদ হৃদয়, পারভেজ হোসেন ইমন, জাকের আলী অনিকদের একের পর এক আত্মাহুতি দেখে লিটনের মুখটা বেশ ফ্যাকাশে দেখিয়েছে। ওয়াসিম আকরামের মতে লিটন থাকলে ম্যাচের ফল অন্য কিছু হতেও পারত।
৪ মিনিট আগেজিতলেই ফাইনাল—দুবাইয়ে গত রাতে সুপার ফোরের বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটা ছিল এমনই। অলিখিত সেমিফাইনালে প্রথম ইনিংস শেষে বাংলাদেশের ফাইনাল খেলা মনে হচ্ছিল সময়ের ব্যাপার মাত্র। কিন্তু ‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তান কখন যে পাশার দান উল্টে দেবে, সেটা বোঝা মুশকিল।
৩৭ মিনিট আগেদুবাইয়ে গত রাতে বাংলাদেশ-পাকিস্তান সুপার ফোরের ম্যাচে ছিল না কোনো জটিল সমীকরণের খেলা। অলিখিত সেমিফাইনালের বাধা যে টপকতে পারবে, সেই দল কাটবে ফাইনালের টিকিট। বাংলাদেশ সেখানে নিজেদের হাতে থাকা ম্যাচ ফস্কেছে বলে মনে করেন ওয়াসিম আকরাম।
১ ঘণ্টা আগেজয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
১১ ঘণ্টা আগে