Ajker Patrika

রোনালদো এখন সমুদ্রের হাওয়া খাচ্ছেন

আপডেট : ০৫ জুলাই ২০২১, ১২: ৪৫
রোনালদো এখন সমুদ্রের হাওয়া খাচ্ছেন

ইউরো এখনো শেষ হয়নি। সেমিফাইনাল আর ফাইনাল মিলিয়ে বাকি আছে আরও তিন ম্যাচ। শেষ ষোলোতে বেলজিয়ামের কাছে হেরে আগেই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে গতবারের চ্যাম্পিয়ন পর্তুগাল। স্বাভাবিকভাবে মন ভালো থাকার কথা নয় পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর! কিছুদিন পর আবার শুরু হয়ে যাবে নতুন মৌসুমের ব্যস্ততা। ফাঁকা সময়টা রোনালদো তাই পরিবারের সঙ্গে ছুটি উপভোগ করছেন।

শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে ইউরো শুরু করেছিল পর্তুগাল। লক্ষ্যটা আর পূরণ হয়নি। আগেভাগেই টুর্নামেন্টকে বিদায় বলতে হয়েছে। টুর্নামেন্ট থেকে পর্তুগাল বিদায় নিলেও রোনালদো অবশ্য ঘুরেফিরে আলোচনায় আছেন। টুর্নামেন্টের সর্বোচ্চ গোল করার তালিকায় যে তাঁর নাম এখনো ওপরের সারিতেই আছে। চার ম্যাচে ৫ গোল করেছেন রোনালদো। এক ম্যাচ বেশি খেলে তাঁর সমান ৫ গোল করেছেন চেক তারকা প্যাট্রিক শিক।

বড় তারকারা তো শুধু আর পারফরম্যান্স দিয়ে আলোচনায় থাকেন না। তাঁরা যা করেন, সেটাই খবর। অবশ্য সামাজিক যোগাযোগমাধ্যমের এই যুগে তাঁরা নিজেরাও বেশির ভাগ তথ্য জানিয়ে দেন। এই যেমন সমুদ্রে পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছেন রোনালদো। ভক্ত-সমর্থকদের জন্য রোনালদো নিজেই ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন।

ছবিতে সমুদ্রের মাঝে বান্ধবী জর্জিনা রদ্রিগেজ আর বাচ্চাদের সঙ্গে বেশ হাসিমুখেই দেখা যাচ্ছে রোনালদোকে। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘এই সময়টা কাছের মানুষদের সঙ্গে বিশ্রামের সময়।’ সমুদ্রের হাওয়া খেতে খেতে হয়তো মনটা সতেজও হচ্ছে। ইউরোর হতাশা ভুলে নতুন মৌসুমটা যে নতুনভাবে রাঙাতে হবে জুভেন্টাসের পর্তুগিজ তারকাকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত