চোট যেন এবার ভালোই ভোগাচ্ছে লিওনেল মেসিকে। ইন্টার মায়ামির আগের ম্যাচে টরন্টোর বিপক্ষে পুরোটা খেলতে পারেননি তিনি। মেজর লিগ সকারের (এমএলএস) সেই মাংসপেশির চোটে পড়ে অর্ধেক সময় খেলার আগেই মাঠ ছাড়তে হয়েছে আর্জেন্টাইন ফরোয়ার্ডকে। আর ইন্টার মায়ামির জার্সিতে আজ তো খেলাই হয়নি তাঁর। জিততে পারেনি তাঁর দলও।
এক্সপ্লোরিয়া স্টেডিয়ামে আজ এমএলএসে ইন্টার মায়ামির প্রতিপক্ষ ছিল অরলান্ডো সিটি। এই ম্যাচেও সমানে সমানে লড়াই করেছিল দুই দল। মায়ামি বল দখলে রেখেছিল ৪৮ শতাংশ ও ৫২ শতাংশ বল দখলে রেখেছিল অরলান্ডো সিটি। প্রতিপক্ষের লক্ষ্য বরাবর মায়ামির শট ছিল ৫টি আর ৬টি শট নিয়েছিল অরলান্ডো। ১৬ মিনিটে অরলান্ডোর মিডফিল্ডার ইভান আনগুলো শট করতে গেলে মায়ামির ডিফেন্ডাররা তা প্রতিহত করেন। এরপর ২৬ মিনিটে এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পেয়েছিল মায়ামি। ডিক্সন আরোয়োর অ্যাসিস্টে শট নিয়েছিলেন লিওনার্দো কাম্পানা। তবে মায়ামি গোলরক্ষক পেড্রো ক্যালেন্ডার তা ঠেকিয়ে দিয়েছেন। এরপর ২৯ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি অরলান্ডো। রদ্রিগো ক্লেজেল হেড দিলেও তা গোলবারের অনেক ওপর দিয়ে বেরিয়ে যায়।
প্রথমার্ধে দুটো দলই গোল করতে মরিয়া হয়ে ওঠে। তবে কেউই লক্ষ্যভেদ করতে পারেনি। কখনো ফিনিশিং দুর্বলতা, কখনো বা গোলরক্ষকদের দৃঢ়তায় গোল করা সম্ভব হয়নি। যার মধ্যে ৪২ মিনিটে মায়ামিকে এগিয়ে নেওয়ার আরও একটি সুযোগ পেয়েছিলেন কাম্পানা। রবার্ট টেলরের ক্রস থেকে হেড করেন কাম্পানা। আর সেই শট ঠেকিয়ে দেন অরলান্ডো গোলরক্ষক। প্রথমার্ধ গোলশূন্য ড্র হওয়ার পর দ্বিতীয়ার্ধে দ্রুতই এগিয়ে যায় মায়ামি। ৫২ মিনিটে বাঁ পায়ের শটে গোল করেন ডেভিড রুইজ। এরপর ৫৯ মিনিটে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল অরলান্ডো। তবে মার্টিন ওজেদার শট ঠেকিয়ে দেন মায়ামি গোলরক্ষক ড্রেক ক্যালেন্ডার। এরপর সমতায় ফিরতে খুব একটা সময় লাগেনি অরলান্ডোর। ৬৬ মিনিটে ডান পায়ের শটে গোল করেন অরলান্ডোর ফরোয়ার্ড ডানকান ম্যাকগোয়ার।
সমতায় ফেরার পর দুটো দলই এগিয়ে যাওয়ার প্রাণপণ চেষ্টা করে। ৭০ মিনিটে লিওনার্দো কাম্পানার অ্যাসিস্টে শট নিয়েছিলেন রবার্ট টেলর। মায়ামির এই শট ঠেকিয়ে দেন অরলান্ডো গোলরক্ষক। এরপর ৭৭ মিনিটে রাফায়েল সান্তোসের ক্রসে হেড করেন ফাকুন্দো তরেস। অরলান্ডোর নিশ্চিত গোলও আটকে যায় মায়ামি গোলরক্ষকের দৃঢ়তায়। ৮৯ মিনিটে অরলান্ডোর আরও এক গোল হয়নি মায়ামি গোলরক্ষকের দুর্দান্ত সেভে। শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র হয় অরলান্ডো-মায়ামি ম্যাচ।
১-১ গোলে ড্র হওয়ায় প্লে-অফে খেলা একটু কঠিনই হয়ে গেছে মায়ামির। ২৯ ম্যাচে ৯ জয়, ৫ ড্র ও ১৫ হারে ৩২ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে পয়েন্ট তালিকার ১৪ নম্বরে আছে তারা। পয়েন্ট তালিকায় ৯-এ থাকা ডিসি ইউনাইটেডের পয়েন্ট ৩৫। কনফারেন্স থেকে প্রথম ৯ দল খেলবে এমএলএসের প্লে অফে।
চোট যেন এবার ভালোই ভোগাচ্ছে লিওনেল মেসিকে। ইন্টার মায়ামির আগের ম্যাচে টরন্টোর বিপক্ষে পুরোটা খেলতে পারেননি তিনি। মেজর লিগ সকারের (এমএলএস) সেই মাংসপেশির চোটে পড়ে অর্ধেক সময় খেলার আগেই মাঠ ছাড়তে হয়েছে আর্জেন্টাইন ফরোয়ার্ডকে। আর ইন্টার মায়ামির জার্সিতে আজ তো খেলাই হয়নি তাঁর। জিততে পারেনি তাঁর দলও।
এক্সপ্লোরিয়া স্টেডিয়ামে আজ এমএলএসে ইন্টার মায়ামির প্রতিপক্ষ ছিল অরলান্ডো সিটি। এই ম্যাচেও সমানে সমানে লড়াই করেছিল দুই দল। মায়ামি বল দখলে রেখেছিল ৪৮ শতাংশ ও ৫২ শতাংশ বল দখলে রেখেছিল অরলান্ডো সিটি। প্রতিপক্ষের লক্ষ্য বরাবর মায়ামির শট ছিল ৫টি আর ৬টি শট নিয়েছিল অরলান্ডো। ১৬ মিনিটে অরলান্ডোর মিডফিল্ডার ইভান আনগুলো শট করতে গেলে মায়ামির ডিফেন্ডাররা তা প্রতিহত করেন। এরপর ২৬ মিনিটে এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পেয়েছিল মায়ামি। ডিক্সন আরোয়োর অ্যাসিস্টে শট নিয়েছিলেন লিওনার্দো কাম্পানা। তবে মায়ামি গোলরক্ষক পেড্রো ক্যালেন্ডার তা ঠেকিয়ে দিয়েছেন। এরপর ২৯ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি অরলান্ডো। রদ্রিগো ক্লেজেল হেড দিলেও তা গোলবারের অনেক ওপর দিয়ে বেরিয়ে যায়।
প্রথমার্ধে দুটো দলই গোল করতে মরিয়া হয়ে ওঠে। তবে কেউই লক্ষ্যভেদ করতে পারেনি। কখনো ফিনিশিং দুর্বলতা, কখনো বা গোলরক্ষকদের দৃঢ়তায় গোল করা সম্ভব হয়নি। যার মধ্যে ৪২ মিনিটে মায়ামিকে এগিয়ে নেওয়ার আরও একটি সুযোগ পেয়েছিলেন কাম্পানা। রবার্ট টেলরের ক্রস থেকে হেড করেন কাম্পানা। আর সেই শট ঠেকিয়ে দেন অরলান্ডো গোলরক্ষক। প্রথমার্ধ গোলশূন্য ড্র হওয়ার পর দ্বিতীয়ার্ধে দ্রুতই এগিয়ে যায় মায়ামি। ৫২ মিনিটে বাঁ পায়ের শটে গোল করেন ডেভিড রুইজ। এরপর ৫৯ মিনিটে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল অরলান্ডো। তবে মার্টিন ওজেদার শট ঠেকিয়ে দেন মায়ামি গোলরক্ষক ড্রেক ক্যালেন্ডার। এরপর সমতায় ফিরতে খুব একটা সময় লাগেনি অরলান্ডোর। ৬৬ মিনিটে ডান পায়ের শটে গোল করেন অরলান্ডোর ফরোয়ার্ড ডানকান ম্যাকগোয়ার।
সমতায় ফেরার পর দুটো দলই এগিয়ে যাওয়ার প্রাণপণ চেষ্টা করে। ৭০ মিনিটে লিওনার্দো কাম্পানার অ্যাসিস্টে শট নিয়েছিলেন রবার্ট টেলর। মায়ামির এই শট ঠেকিয়ে দেন অরলান্ডো গোলরক্ষক। এরপর ৭৭ মিনিটে রাফায়েল সান্তোসের ক্রসে হেড করেন ফাকুন্দো তরেস। অরলান্ডোর নিশ্চিত গোলও আটকে যায় মায়ামি গোলরক্ষকের দৃঢ়তায়। ৮৯ মিনিটে অরলান্ডোর আরও এক গোল হয়নি মায়ামি গোলরক্ষকের দুর্দান্ত সেভে। শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র হয় অরলান্ডো-মায়ামি ম্যাচ।
১-১ গোলে ড্র হওয়ায় প্লে-অফে খেলা একটু কঠিনই হয়ে গেছে মায়ামির। ২৯ ম্যাচে ৯ জয়, ৫ ড্র ও ১৫ হারে ৩২ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে পয়েন্ট তালিকার ১৪ নম্বরে আছে তারা। পয়েন্ট তালিকায় ৯-এ থাকা ডিসি ইউনাইটেডের পয়েন্ট ৩৫। কনফারেন্স থেকে প্রথম ৯ দল খেলবে এমএলএসের প্লে অফে।
২০১২, ২০১৬, ২০১৮—তিনবার এশিয়া কাপের ফাইনালে উঠেও শিরোপা ছুঁতে পারেনি বাংলাদেশ। মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসানদের সেই কান্নাভেজা মুহূর্ত এখনো বাংলাদেশের ভক্ত-সমর্থকেরা ভুলতে পারছেন না।
১৭ মিনিট আগেহকি এশিয়া কাপে বাংলাদেশের খেলাটা অনেকটাই নিশ্চিত ছিল। অবশেষে আজ এ ব্যাপারে নিশ্চিত হওয়া গেল। ২০২৫ হকি এশিয়া কাপে খেলবে বাংলাদেশ।
১ ঘণ্টা আগেএক দিন বিরতির পর আজ মাঠে নামছে পাকিস্তান শাহিনস। ডারউইনে বাংলাদেশ সময় বেলা ২টা ৩০ মিনিটে শুরু হবে পাকিস্তান শাহিনস-মেলবোর্ন রেনেগেডস একাডেমি ম্যাচ। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেড’-এরও ম্যাচ রয়েছে। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
১ ঘণ্টা আগেডি বক্সের বেশ বাইরে থেকে ফ্রি-কিক পেলেন হুলিয়ান আলভারেজ। ডান পায়ে বাঁকানো এক শট নিলেন তিনি। এসপানিওলের ডিফেন্ডাররা তো বটেই। তাদের গোলরক্ষক মার্কো দিমিত্রোভিচ ডান দিকে ঝাঁপিয়েও বলের নাগাল পাননি। আলভারেজের বল জালে জড়াতেই উদযাপন শুরু আতলেতিকো মাদ্রিদের ফুটবলারদের।
২ ঘণ্টা আগে