দীর্ঘ ৩৬ বছর পর লিওনেল মেসির নেতৃত্বে শিরোপা জিতেছে আর্জেন্টিনা। ডিয়েগো ম্যারাডোনার পর আর্জেন্টিনার অপেক্ষার প্রহর ঘোচালেন মেসি। অনেকেই মেসি আর ম্যারাডোনাকে কিংবদন্তির তালিকায় বসিয়েছেন। তবে এখানে আপত্তি করলেন হাভিয়ের জানেত্তি। সাবেক এই আর্জেন্টাইনের মতে, ম্যারাডোনাকে এখনো ছাড়াতে পারেননি মেসি।
১৯৮৬ তে ম্যারাডোনার নেতৃত্বে বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। মেক্সিকোতে সেই বিশ্বকাপে ৭ ম্যাচে ৫ গোল এবং ৫ অ্যাসিস্ট করেছিলেন। যেখানে কোয়ার্টারে ইংল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করেছিলেন, যার মধ্যে সেই বিখ্যাত ‘হ্যান্ড অব গড’ গোলও আছে। ৩৬ বছর পর কাতার বিশ্বকাপে মেসি ৭ গোল এবং ৩ অ্যাসিস্ট করে গোল্ডেন বল জিতেছেন। একমাত্র ফুটবলার হিসেবে দুই বিশ্বকাপে গোল্ডেন বল জিতলেন মেসি। ম্যারাডোনার বিভিন্ন রেকর্ডও এই বিশ্বকাপে ভেঙে দিয়েছেন মেসি।
ম্যারাডোনা, মেসির তুলনায় মেসিকে এখনো পিছিয়ে রাখছেন জানেত্তি। আর্জেন্টাইন এই সাবেক ফুটবলার বলেন, ‘না, আমার কাছে মনে হয় না। আমি তুলনা পছন্দ করি না। আমি কৃতজ্ঞ যে ফুটবল ইতিহাসে দুই গ্রেটেস্ট খেলোয়াড় আর্জেন্টিনার। আমি মনে করি না মেসির পরিবর্তন হয়েছে। আমি মনে করি, সে (মেসি) এখন আরও পরিণত। দলের সবার মধ্যে এই নেতৃত্বগুণ সে ছড়িয়ে দিতে পারবে।’
লুসাইলে গত পরশু ফাইনালে মুখোমুখি হয় ফ্রান্স-আর্জেন্টিনা। যেখানে আর্জেন্টিনা ২-০ তে এগিয়ে থেকেও পরে ব্যবধান কমায় ফ্রান্স। ১২০ মিনিট শেষে ম্যাচের ফল দাঁড়ায় ৩-৩। শেষ পর্যন্ত টাইব্রেকারে শিরোপা জেতে আর্জেন্টিনা। ফাইনাল ম্যাচ সম্পর্কে জানেত্তি বলেন, ‘আমরা এর (শিরোপা) জন্য অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম। বিশ্বের লাখ লাখ আর্জেন্টাইন ভক্তের স্বপ্ন তারা পূরণ করতে পেরেছে। ফাইনালটা আর্জেন্টাইনদের জন্য দারুণ হয়েছে কারণ একসময় মনে হয়েছিল সবকিছু আমাদের পক্ষেই যাচ্ছে তবে ফ্রান্সও ঘুরে দাঁড়িয়েছে।’
দীর্ঘ ৩৬ বছর পর লিওনেল মেসির নেতৃত্বে শিরোপা জিতেছে আর্জেন্টিনা। ডিয়েগো ম্যারাডোনার পর আর্জেন্টিনার অপেক্ষার প্রহর ঘোচালেন মেসি। অনেকেই মেসি আর ম্যারাডোনাকে কিংবদন্তির তালিকায় বসিয়েছেন। তবে এখানে আপত্তি করলেন হাভিয়ের জানেত্তি। সাবেক এই আর্জেন্টাইনের মতে, ম্যারাডোনাকে এখনো ছাড়াতে পারেননি মেসি।
১৯৮৬ তে ম্যারাডোনার নেতৃত্বে বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। মেক্সিকোতে সেই বিশ্বকাপে ৭ ম্যাচে ৫ গোল এবং ৫ অ্যাসিস্ট করেছিলেন। যেখানে কোয়ার্টারে ইংল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করেছিলেন, যার মধ্যে সেই বিখ্যাত ‘হ্যান্ড অব গড’ গোলও আছে। ৩৬ বছর পর কাতার বিশ্বকাপে মেসি ৭ গোল এবং ৩ অ্যাসিস্ট করে গোল্ডেন বল জিতেছেন। একমাত্র ফুটবলার হিসেবে দুই বিশ্বকাপে গোল্ডেন বল জিতলেন মেসি। ম্যারাডোনার বিভিন্ন রেকর্ডও এই বিশ্বকাপে ভেঙে দিয়েছেন মেসি।
ম্যারাডোনা, মেসির তুলনায় মেসিকে এখনো পিছিয়ে রাখছেন জানেত্তি। আর্জেন্টাইন এই সাবেক ফুটবলার বলেন, ‘না, আমার কাছে মনে হয় না। আমি তুলনা পছন্দ করি না। আমি কৃতজ্ঞ যে ফুটবল ইতিহাসে দুই গ্রেটেস্ট খেলোয়াড় আর্জেন্টিনার। আমি মনে করি না মেসির পরিবর্তন হয়েছে। আমি মনে করি, সে (মেসি) এখন আরও পরিণত। দলের সবার মধ্যে এই নেতৃত্বগুণ সে ছড়িয়ে দিতে পারবে।’
লুসাইলে গত পরশু ফাইনালে মুখোমুখি হয় ফ্রান্স-আর্জেন্টিনা। যেখানে আর্জেন্টিনা ২-০ তে এগিয়ে থেকেও পরে ব্যবধান কমায় ফ্রান্স। ১২০ মিনিট শেষে ম্যাচের ফল দাঁড়ায় ৩-৩। শেষ পর্যন্ত টাইব্রেকারে শিরোপা জেতে আর্জেন্টিনা। ফাইনাল ম্যাচ সম্পর্কে জানেত্তি বলেন, ‘আমরা এর (শিরোপা) জন্য অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম। বিশ্বের লাখ লাখ আর্জেন্টাইন ভক্তের স্বপ্ন তারা পূরণ করতে পেরেছে। ফাইনালটা আর্জেন্টাইনদের জন্য দারুণ হয়েছে কারণ একসময় মনে হয়েছিল সবকিছু আমাদের পক্ষেই যাচ্ছে তবে ফ্রান্সও ঘুরে দাঁড়িয়েছে।’
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
৮ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
৮ ঘণ্টা আগেআগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
১০ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা, তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
১০ ঘণ্টা আগে