Ajker Patrika

ফিফাকে সৌদির সঙ্গে চুক্তি বাদ দিতে বলছেন নারী ফুটবলাররা

ফিফাকে সৌদির সঙ্গে চুক্তি বাদ দিতে বলছেন নারী ফুটবলাররা

সৌদি আরবের তেল কোম্পানি আরামকোর সঙ্গে চুক্তির শুরু থেকেই ফিফাকে নিয়ে সমালোচনা।  এবার বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থাকে সৌদি কোম্পানির সঙ্গে চুক্তি বাতিল করতে বলছেন নারী ফুটবলাররা। এরই মধ্যে একটি চিঠিতে স্বাক্ষরও করেছেন নারী ফুটবলাররা। 

ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশনের (বিবিসি) আজ এক প্রতিবেদনে জানা গেছে, ১০০ এর বেশি নারী ফুটবলার অ্যারামকোর সঙ্গে চুক্তি বাতিলের ব্যাপারে একটি চিঠিতে স্বাক্ষর করেছেন। ২৪ দেশের ফুটবলাররা অ্যারামকোর সঙ্গে চুক্তির ব্যাপারটা নতুন করে ফিফাকে ভাবতে বলেছে। ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার ভিভিয়েন মিদিমা চুক্তি স্বাক্ষরকারীদের মধ্যে অন্যতম। বিবিসি স্পোর্টকে তিনি বলেন, ‘আমার মতে ফুটবলারা, বিশেষ করে নারী ফুটবলাররা দায়িত্ব নিয়ে বিশ্বকে দেখাতে চাই পরবর্তী প্রজন্মের জন্য কোনটা সঠিক। আমার মতে এই স্পনসরশিপটা ফিফার জন্য যথার্থ মনে হচ্ছে না। আমাদের নারী ফুটবলাররাও এই দাবির পক্ষে।’ 

ফিফার সঙ্গে অ্যারামকোর চুক্তিকে শুরু থেকেই সৌদি আরবের ‘স্পোর্টসওয়াশিং’ আখ্যা দেওয়া হচ্ছে। ব্যক্তিগত, গোষ্ঠীগত বা রাষ্ট্রীয় স্তরে করা অপকর্ম ঢাকতে খেলাধুলাকে ব্যবহার করার চর্চাকেই মূলত স্পোর্টসওয়াশিং বলা হয়।মানবাধিকার লঙ্ঘন, নারী অধিকার লঙ্ঘন, সমকামিতাকে অপরাধ হিসেবে সাব্যস্ত করা, বাক্‌স্বাধীনতাকে সীমাবদ্ধ করাসহ বিভিন্ন কারণে সমালোচিত মধ্যপ্রাচ্যের এই দেশটি। এমনকি অ্যারামকো কোম্পানি নিয়েও হচ্ছে সমালোচনা। ‘কার্বন ট্র্যাকার’ নামে একটি স্বাধীন থিংক ট্যাঙ্ক জানিয়েছে, অ্যারাামকো বিশ্বের সবচেয়ে বেশি গ্রিনহাউস গ্যাস উৎপাদনকারী করপোরেট কোম্পানি। মিদিমা বলেন,  ‘ফিফা সব সময় আওয়াজ তোলে এটা বলে যে খেলাটাকে তারা ছড়িয়ে দিতে চায়। একটা দৃষ্টান্ত স্থাপন করতে চায়। যদি তাই হয়, তাহলে দৃষ্টান্ত স্থাপনকারী স্পনসরদের সঙ্গে চুক্তি করুক।’

 এ বছরের এপ্রিলে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর সঙ্গে অংশীদারত্বের ঘোষণা দিয়েছে ফিফা। চুক্তির মেয়াদ ২০২৭ পর্যন্ত।এই চুক্তির আওতায় ২০২৬ ছেলেদের বিশ্বকাপের স্পনসর হিসেবে কাজ করবে। পরের বছর নারীদের বিশ্বকাপ ফুটবলেও পৃষ্ঠপোষকতা করবে তারা। বিবিসিই সেই প্রতিবেদন প্রকাশ করেছিল তখন। আরামকোর এরই মধ্যে ফর্মুলা ওয়ানের সঙ্গেও স্পনসরশিপ চুক্তি রয়েছে। ফর্মুলা ওয়ান আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) অংশীদার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত