Ajker Patrika

রিয়ালেই থেকে যেতে চান মদরিচ 

রিয়ালেই থেকে যেতে চান মদরিচ 

এক দশকেরও বেশি সময় রিয়াল মাদ্রিদে আছেন লুকা মদরিচ। স্বাভাবিকভাবেই ক্লাবটির মায়ায় জড়িয়ে গেছেন তিনি। লস ব্লাঙ্কোসদের সঙ্গেই থেকে যান ক্রোয়েশিয়ান এই মিডফিল্ডার। 

এই গ্রীষ্মেই রিয়ালের সঙ্গে মদরিচের বর্তমান চুক্তি শেষ হবে। লস ব্লাঙ্কোসদের সঙ্গে তাই চুক্তি নবায়ন করতে চান তিনি। রিয়ালের সঙ্গে দীর্ঘদিন থেকে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে ক্রোয়েশিয়ার এই মিডফিল্ডার বলেন, ‘এখানে থাকতে হলে যা যা করতে হবে, সবই করছি। ক্লাবের সঙ্গে আমার সম্পর্ক সব সময়ই ভালো। এটা বদলাবে না।’ 

মদরিচ আরও বলেন, ‘গত বছরের মতোই আমার কোনো তাড়া নেই। মৌসুমের মাঝামাঝি আছি এখন। সামনে অনেক চ্যালেঞ্জ। আমার মনোযোগ সেদিকেই। নিজেকে সেরাদের পর্যায়ে নিয়ে যেতে চাই। দেখি কী হয়।’ 

 ২০১২ তে টটেনহাম থেকে রিয়াল মাদ্রিদে এসেছেন মদরিচ। রিয়ালে প্রায় ১১ বছরের ক্যারিয়ারে তিনি সতীর্থ হিসেবে পেয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো, সার্জিও রামোস, কাসেমিরোর মতো তারকাদের। তাঁরা চলে গেলেও মদরিচ রিয়ালেই রয়ে গেছেন। রিয়ালের হয়ে লম্বা সময়ের ক্যারিয়ারে ক্রোয়াট এই মিডফিল্ডারের ক্যাবিনেটে যোগ হয়েছে অনেক শিরোপা। পাঁচটি করে চ্যাম্পিয়নস লিগ ও ক্লাব বিশ্বকাপের শিরোপা, চারবার করে স্প্যানিশ সুপার কাপ ও উয়েফা সুপার কাপ, লা লিগা তিনবার ও একবার কোপা দেল রে জিতেছেন। যার মধ্যে রয়েছে ২০১৬ থেকে ২০১৮-হ্যাটট্রিক চ্যাম্পিয়নস লিগ। ২০২১-২২ মৌসুমের চ্যাম্পিয়নস লিগের শিরোপাও জিতেছেন মদরিচ। আর আজ রাতে অ্যানফিল্ডে চ্যাম্পিয়নস লিগে লিভারপুলের বিপক্ষে শেষ ষোলোর প্রথম লেগে খেলবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত