লিওনেল মেসির সঙ্গে এখনো নতুন চুক্তি হয়নি বার্সেলোনার। যদিও স্প্যানিশ ক্লাবটির সভাপতি হুয়ান লাপোর্তা মেসির সঙ্গে চুক্তির ব্যাপারে শুরু থেকেই আশাবাদী। গতকালও জানিয়েছেন, মেসির সঙ্গে চুক্তি নিয়ে ভালো সমাধানের পথে আছেন তাঁরা। লাপোর্তার মতো জাভি হার্নান্দেজও মনে করেন মেসি বার্সাতেই থাকবেন।
চুক্তি নিয়ে দুই পক্ষ খুব তাড়াতাড়ি সমঝোতায় পৌঁছাবে বলে মনে করেন জাভি। সাবেক এই বার্সা তারকা মনে করেন, বার্সাতেই মেসি সুখে থাকবেন, ‘আমি মনে করি সে (মেসি) বার্সাতেই সুখে আছে। সবাই মেসির চুক্তি নবায়ন নিয়ে কথা বলছে। আমি বিশ্বাস করি এটা শিগ্গিরই সম্পূর্ণ হবে। বার্সার মেসিকে দরকার। সেও বার্সায় থাকতে পছন্দ করে। সে সুখী থাকতে চায়। আশা করি, বার্সাতেই সুখে থাকবে।’
জাভি কথা বলেছেন ইউরোতে স্পেন দলে রিয়াল মাদ্রিদের একজন খেলোয়াড়ও না রাখা প্রসঙ্গে। এ নিয়ে অবশ্য কম কথা শুনতে হয়নি স্প্যানিশ কোচ লুইস এনরিকেকে। যদিও এরই মধ্যে ইউরোর কোয়ার্টার ফাইনালে উঠেছে স্পেন, তবু আলোচনা থেমে নেই। জাভিও সেই সমালোচনায় যোগ দিয়ে বলে দিলেন, ‘ব্যাপারটা সমালোচনা হওয়ার মতোই।’
আজ রাত ১০টায় সেন্ট পিটার্সবার্গে শেষ আটের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে স্পেন। ভালো কিছু হলে তো ভালোই। না হলে স্পেন কোচ এনরিকের দিকে সমালোচনার তির নতুন করে ছুটে আসার সম্ভাবনা প্রবল। রিয়াল সমর্থকদের ধেয়ে আসা তোপ সহ্য করতে হবে স্পেন কোচকে। জাভিও জানালেন এই সমালোচনার ব্যাপারটা তাঁকে একেবারেই অবাক করছে না।
স্পেন দলে কাজ করা খুবই কঠিন মনে করেন জাভি। সাবেক বার্সা তারকা বলছেন, ‘স্পেনের হয়ে শিরোপা জেতা কঠিন। আমরা কঠিন কাজটা করে দেখিয়েছিলাম। আরও কঠিন হচ্ছে, স্পেনের কোচ হয়ে রিয়ালের কোনো খেলোয়াড়কে দলে না রাখা। সমালোচনা আসবে, আর সেটা কীভাবে গ্রহণ করবেন আপনাকে সেটা জানতে হবে।’
লিওনেল মেসির সঙ্গে এখনো নতুন চুক্তি হয়নি বার্সেলোনার। যদিও স্প্যানিশ ক্লাবটির সভাপতি হুয়ান লাপোর্তা মেসির সঙ্গে চুক্তির ব্যাপারে শুরু থেকেই আশাবাদী। গতকালও জানিয়েছেন, মেসির সঙ্গে চুক্তি নিয়ে ভালো সমাধানের পথে আছেন তাঁরা। লাপোর্তার মতো জাভি হার্নান্দেজও মনে করেন মেসি বার্সাতেই থাকবেন।
চুক্তি নিয়ে দুই পক্ষ খুব তাড়াতাড়ি সমঝোতায় পৌঁছাবে বলে মনে করেন জাভি। সাবেক এই বার্সা তারকা মনে করেন, বার্সাতেই মেসি সুখে থাকবেন, ‘আমি মনে করি সে (মেসি) বার্সাতেই সুখে আছে। সবাই মেসির চুক্তি নবায়ন নিয়ে কথা বলছে। আমি বিশ্বাস করি এটা শিগ্গিরই সম্পূর্ণ হবে। বার্সার মেসিকে দরকার। সেও বার্সায় থাকতে পছন্দ করে। সে সুখী থাকতে চায়। আশা করি, বার্সাতেই সুখে থাকবে।’
জাভি কথা বলেছেন ইউরোতে স্পেন দলে রিয়াল মাদ্রিদের একজন খেলোয়াড়ও না রাখা প্রসঙ্গে। এ নিয়ে অবশ্য কম কথা শুনতে হয়নি স্প্যানিশ কোচ লুইস এনরিকেকে। যদিও এরই মধ্যে ইউরোর কোয়ার্টার ফাইনালে উঠেছে স্পেন, তবু আলোচনা থেমে নেই। জাভিও সেই সমালোচনায় যোগ দিয়ে বলে দিলেন, ‘ব্যাপারটা সমালোচনা হওয়ার মতোই।’
আজ রাত ১০টায় সেন্ট পিটার্সবার্গে শেষ আটের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে স্পেন। ভালো কিছু হলে তো ভালোই। না হলে স্পেন কোচ এনরিকের দিকে সমালোচনার তির নতুন করে ছুটে আসার সম্ভাবনা প্রবল। রিয়াল সমর্থকদের ধেয়ে আসা তোপ সহ্য করতে হবে স্পেন কোচকে। জাভিও জানালেন এই সমালোচনার ব্যাপারটা তাঁকে একেবারেই অবাক করছে না।
স্পেন দলে কাজ করা খুবই কঠিন মনে করেন জাভি। সাবেক বার্সা তারকা বলছেন, ‘স্পেনের হয়ে শিরোপা জেতা কঠিন। আমরা কঠিন কাজটা করে দেখিয়েছিলাম। আরও কঠিন হচ্ছে, স্পেনের কোচ হয়ে রিয়ালের কোনো খেলোয়াড়কে দলে না রাখা। সমালোচনা আসবে, আর সেটা কীভাবে গ্রহণ করবেন আপনাকে সেটা জানতে হবে।’
চীনের চেংদুতে চলছে ওয়ার্ল্ড গেমস। এই প্রতিযোগিতায় অংশ নিয়ে অসুস্থ হয়ে না ফেরার দেশে চলে গেছেন ইতালির ওরিয়েন্টিয়ারিং অ্যাথলেট মাত্তিয়া দেবের্তোলিস। গত ৮ আগস্ট প্রতিযোগিতায় অংশ নেওয়ার সময় অজ্ঞান হয়ে পড়ে যান দেবোর্তোলিস। এর চার দিন পর গতকাল মারা যান ২৯ বছর বয়সী এই অ্যাথলেট।
২ মিনিট আগেএশিয়া কাপের আগে বাংলাদেশের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলার কথা ছিল ভারতের। কিন্তু সেই সিরিজ পিছিয়ে নেওয়া হয়েছে আগামী বছরে। এশিয়া কাপের আগে তাই আর কোনো সিরিজ নেই তাদের।
৩ ঘণ্টা আগেএশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজ সামনে রেখে ভোর থেকেই ব্যস্ততা বাড়ে মিরপুরের হোম অব ক্রিকেটের জিমে। বিসিবির স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ নাথান কেলি জিম থেকে মূল মাঠ, আবার সেখান থেকে পল্টনের জাতীয় স্টেডিয়াম পর্যন্ত ছুটছেন একঝাঁক ক্রিকেটার নিয়ে। উদ্দেশ্য তাঁর একটাই ক্রিকেটারদের ফিটনেসকে পোক্ত করে তোলা। ভাল
৩ ঘণ্টা আগেআন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
৫ ঘণ্টা আগে