খেলোয়াড়দের মনযোগ বিঘ্ন করতে দর্শকরা প্রায়ই দুয়োধ্বনি, শিস দেওয়া সহ মাঠে বিভিন্ন বস্তুও ছুঁড়ে থাকেন। আর গতকাল চেলসির ফুটবলার মিখাইলো মুদ্রিকের মুখে লেজার লাইট মেরেছেন এক দর্শক। এমন ঘটনায় ২১ বছর বয়সী এক দর্শককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল এমিরেটস স্টেডিয়ামে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে মুখোমুখি হয়েছে আর্সেনাল-চেলসি। ম্যাচের ৭১ মিনিটে এনজো ফার্নান্দেজের বদলি হিসেবে নামেন মুদ্রিক। মাঠে নামার পর মুদ্রিকের মুখে সবুজ আলো মারেন এক দর্শক। পরে এই দর্শককে গ্রেপ্তার করে পুলিশ। আর্সেনাল তাদের অফিশিয়াল সাইটে লিখেছে, ‘এ ধরনের আচরণ খুবই ভয়ংকর এবং অগ্রহণযোগ্য। আমরা পুলিশকে এই বিষয়ে তদন্ত করতে পূর্ন সমর্থন দেব। আমরা অবশ্যই এই ঘটনায় কঠিন ব্যবস্থা নেব।’ যদিও ম্যাচ শেষে নিজের ইন্সটাগ্রামে ‘ইটস ওকে’ বলে পোস্ট করেন মুদ্রিক।
এই ম্যাচে চেলসিকে ৩-১ গোলে হারিয়েছে আর্সেনাল। জোড়া গোল করেছেন মার্টিন ওডেগার্ড আর এক গোল করেছেন গ্যাব্রিয়াল হেসুস। চেলসির একমাত্র গোল করেন ননি মাদুয়েকে।
গত জানুয়ারিতে শাখতার দনেৎস্ক থেকে প্রায় ১২০০ কোটি টাকায় চেলসিতে যোগ দিয়েছেন মুদ্রিক। ১৪ ম্যাচ খেলে এখনও গোলের দেখা পায়নি এই ফরোয়ার্ড। নিজের হতশ্রী পারর্ফম্যান্সের সঙ্গে চলতি মৌসুমে দলের অবস্থাও যাচ্ছে তাই। ৩৩ ম্যাচ খেলে ৩৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ১২ নম্বরে আছে চেলসি। অন্যদিকে চেলসির চেয়ে এক ম্যাচ বেশি খেলে ৭৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল।
খেলোয়াড়দের মনযোগ বিঘ্ন করতে দর্শকরা প্রায়ই দুয়োধ্বনি, শিস দেওয়া সহ মাঠে বিভিন্ন বস্তুও ছুঁড়ে থাকেন। আর গতকাল চেলসির ফুটবলার মিখাইলো মুদ্রিকের মুখে লেজার লাইট মেরেছেন এক দর্শক। এমন ঘটনায় ২১ বছর বয়সী এক দর্শককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল এমিরেটস স্টেডিয়ামে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে মুখোমুখি হয়েছে আর্সেনাল-চেলসি। ম্যাচের ৭১ মিনিটে এনজো ফার্নান্দেজের বদলি হিসেবে নামেন মুদ্রিক। মাঠে নামার পর মুদ্রিকের মুখে সবুজ আলো মারেন এক দর্শক। পরে এই দর্শককে গ্রেপ্তার করে পুলিশ। আর্সেনাল তাদের অফিশিয়াল সাইটে লিখেছে, ‘এ ধরনের আচরণ খুবই ভয়ংকর এবং অগ্রহণযোগ্য। আমরা পুলিশকে এই বিষয়ে তদন্ত করতে পূর্ন সমর্থন দেব। আমরা অবশ্যই এই ঘটনায় কঠিন ব্যবস্থা নেব।’ যদিও ম্যাচ শেষে নিজের ইন্সটাগ্রামে ‘ইটস ওকে’ বলে পোস্ট করেন মুদ্রিক।
এই ম্যাচে চেলসিকে ৩-১ গোলে হারিয়েছে আর্সেনাল। জোড়া গোল করেছেন মার্টিন ওডেগার্ড আর এক গোল করেছেন গ্যাব্রিয়াল হেসুস। চেলসির একমাত্র গোল করেন ননি মাদুয়েকে।
গত জানুয়ারিতে শাখতার দনেৎস্ক থেকে প্রায় ১২০০ কোটি টাকায় চেলসিতে যোগ দিয়েছেন মুদ্রিক। ১৪ ম্যাচ খেলে এখনও গোলের দেখা পায়নি এই ফরোয়ার্ড। নিজের হতশ্রী পারর্ফম্যান্সের সঙ্গে চলতি মৌসুমে দলের অবস্থাও যাচ্ছে তাই। ৩৩ ম্যাচ খেলে ৩৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ১২ নম্বরে আছে চেলসি। অন্যদিকে চেলসির চেয়ে এক ম্যাচ বেশি খেলে ৭৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল।
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
৯ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
১০ ঘণ্টা আগেআগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
১১ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা, তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
১২ ঘণ্টা আগে