খেলোয়াড়দের মনযোগ বিঘ্ন করতে দর্শকরা প্রায়ই দুয়োধ্বনি, শিস দেওয়া সহ মাঠে বিভিন্ন বস্তুও ছুঁড়ে থাকেন। আর গতকাল চেলসির ফুটবলার মিখাইলো মুদ্রিকের মুখে লেজার লাইট মেরেছেন এক দর্শক। এমন ঘটনায় ২১ বছর বয়সী এক দর্শককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল এমিরেটস স্টেডিয়ামে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে মুখোমুখি হয়েছে আর্সেনাল-চেলসি। ম্যাচের ৭১ মিনিটে এনজো ফার্নান্দেজের বদলি হিসেবে নামেন মুদ্রিক। মাঠে নামার পর মুদ্রিকের মুখে সবুজ আলো মারেন এক দর্শক। পরে এই দর্শককে গ্রেপ্তার করে পুলিশ। আর্সেনাল তাদের অফিশিয়াল সাইটে লিখেছে, ‘এ ধরনের আচরণ খুবই ভয়ংকর এবং অগ্রহণযোগ্য। আমরা পুলিশকে এই বিষয়ে তদন্ত করতে পূর্ন সমর্থন দেব। আমরা অবশ্যই এই ঘটনায় কঠিন ব্যবস্থা নেব।’ যদিও ম্যাচ শেষে নিজের ইন্সটাগ্রামে ‘ইটস ওকে’ বলে পোস্ট করেন মুদ্রিক।
এই ম্যাচে চেলসিকে ৩-১ গোলে হারিয়েছে আর্সেনাল। জোড়া গোল করেছেন মার্টিন ওডেগার্ড আর এক গোল করেছেন গ্যাব্রিয়াল হেসুস। চেলসির একমাত্র গোল করেন ননি মাদুয়েকে।
গত জানুয়ারিতে শাখতার দনেৎস্ক থেকে প্রায় ১২০০ কোটি টাকায় চেলসিতে যোগ দিয়েছেন মুদ্রিক। ১৪ ম্যাচ খেলে এখনও গোলের দেখা পায়নি এই ফরোয়ার্ড। নিজের হতশ্রী পারর্ফম্যান্সের সঙ্গে চলতি মৌসুমে দলের অবস্থাও যাচ্ছে তাই। ৩৩ ম্যাচ খেলে ৩৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ১২ নম্বরে আছে চেলসি। অন্যদিকে চেলসির চেয়ে এক ম্যাচ বেশি খেলে ৭৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল।
খেলোয়াড়দের মনযোগ বিঘ্ন করতে দর্শকরা প্রায়ই দুয়োধ্বনি, শিস দেওয়া সহ মাঠে বিভিন্ন বস্তুও ছুঁড়ে থাকেন। আর গতকাল চেলসির ফুটবলার মিখাইলো মুদ্রিকের মুখে লেজার লাইট মেরেছেন এক দর্শক। এমন ঘটনায় ২১ বছর বয়সী এক দর্শককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল এমিরেটস স্টেডিয়ামে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে মুখোমুখি হয়েছে আর্সেনাল-চেলসি। ম্যাচের ৭১ মিনিটে এনজো ফার্নান্দেজের বদলি হিসেবে নামেন মুদ্রিক। মাঠে নামার পর মুদ্রিকের মুখে সবুজ আলো মারেন এক দর্শক। পরে এই দর্শককে গ্রেপ্তার করে পুলিশ। আর্সেনাল তাদের অফিশিয়াল সাইটে লিখেছে, ‘এ ধরনের আচরণ খুবই ভয়ংকর এবং অগ্রহণযোগ্য। আমরা পুলিশকে এই বিষয়ে তদন্ত করতে পূর্ন সমর্থন দেব। আমরা অবশ্যই এই ঘটনায় কঠিন ব্যবস্থা নেব।’ যদিও ম্যাচ শেষে নিজের ইন্সটাগ্রামে ‘ইটস ওকে’ বলে পোস্ট করেন মুদ্রিক।
এই ম্যাচে চেলসিকে ৩-১ গোলে হারিয়েছে আর্সেনাল। জোড়া গোল করেছেন মার্টিন ওডেগার্ড আর এক গোল করেছেন গ্যাব্রিয়াল হেসুস। চেলসির একমাত্র গোল করেন ননি মাদুয়েকে।
গত জানুয়ারিতে শাখতার দনেৎস্ক থেকে প্রায় ১২০০ কোটি টাকায় চেলসিতে যোগ দিয়েছেন মুদ্রিক। ১৪ ম্যাচ খেলে এখনও গোলের দেখা পায়নি এই ফরোয়ার্ড। নিজের হতশ্রী পারর্ফম্যান্সের সঙ্গে চলতি মৌসুমে দলের অবস্থাও যাচ্ছে তাই। ৩৩ ম্যাচ খেলে ৩৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ১২ নম্বরে আছে চেলসি। অন্যদিকে চেলসির চেয়ে এক ম্যাচ বেশি খেলে ৭৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল।
চট্টগ্রাম টেস্টে তিন দিনেই জিম্বাবুয়েকে গুঁড়িয়ে দিয়েছে বাংলাদেশ। আলাদা করে মেহেদী হাসান মিরাজই কেড়ে নিয়েছেন ম্যাচের আলো। লেজের ব্যাটারদের নিয়ে বাংলাদেশের প্রথম ইনিংস নিয়ে গেছেন ৪৪৪ রানে। দল পায় ২১৭ রানের লিড। ৭ উইকেটে ২৯১ রান নিয়ে তৃতীয় দিন ব্যাটিং নামে আজ স্বাগতিকেরা। টেলএন্ডার ব্যাটারদের নিয়ে মিরা
১ ঘণ্টা আগেবৃষ্টির কারণে ম্যাচের পরিধি কমিয়ে নির্ধারণ হয় ২৮ ওভারে। শেষে ওভার পুরোপুরি খেলা হয়নি আলোকস্বল্পতার কারণে। কিন্তু যত ওভার হয়েছে, তাতে বাংলাদেশের জয় আটকানো গেল না। কলম্বোয় সিরিজের তৃতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ডিএল মেথডে ৩৯ রানে হারিয়ে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ যুবারা।
২ ঘণ্টা আগে২০২২ বিশ্বকাপের পর থেকেই ব্রাজিল ফুটবল দলের লেজেগোবরে অবস্থা। এই সময়ে ৩ জন কোচ পরিবর্তন হলেও পরিবর্তন আসেনি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন দলটির পারফরম্যান্সে। এবার তাই দলের জন্য হাইপ্রোফাইল কোচ নিয়োগের জন্য উঠে পড়ে লেগেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়াদের কোচ হিসেবে রিয়া
৩ ঘণ্টা আগেব্যাট হাতে দুর্দান্ত এক সেঞ্চুরিতে দলের প্রয়োজন মিটিয়েছেন। সেঞ্চুরির পর বোলিংয়েও মেহেদী হাসান মিরাজের ভেলকি। ৫ উইকেট নিয়ে তৃতীয় সেশনে একাই যেন ধসিয়ে দিলেন জিম্বাবুয়েকে। তাইজুল-মিরাজের সৌজন্যে তিন দিনেই জিম্বাবুয়েকে গুঁড়িয়ে সিরিজ বাঁচাল বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে সফরকারীদের ইনিংস ও ১০৬ রানের বড়
৩ ঘণ্টা আগে