প্যারিসে কোনো পুরস্কার বিতরণী অনুষ্ঠান মানেই যেন আর্জেন্টিনার জয়জয়কার। ‘ফিফা দ্য বেস্ট’ অনুষ্ঠানের পর গতকাল লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডেও ছিল আর্জেন্টাইনদের দাপট।
গতকাল লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার জিতেছেন লিওনেল মেসি। পিএসজি তারকা কিলিয়ান এমবাপ্পে, টেনিস কিংবদন্তি রাফায়েল নাদাল, মোটর রেসিং কিংবদন্তি ম্যাক্স ভারস্ট্যাপেন, অ্যাথলেটিকসের মুন্ডো ডুপলেন্টিস, বাস্কেটবলের স্টিফেন কারিদের ছাড়িয়ে এই পুরস্কার পেয়েছেন মেসি। ক্যারিয়ারে দ্বিতীয়বার লরিয়াস বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার জিতেছেন মেসি। একই সঙ্গে বর্ষসেরা দলের পুরস্কার জিতেছে আর্জেন্টিনা। ব্যক্তিগত ও দলীয় পুরস্কারজয়ী প্রথম ক্রীড়াবিদও আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। গত বছর মেসির নেতৃত্বে ৩৬ বছর পর আকাশি-নীলরা জিতেছে বিশ্বকাপ। রিয়াল মাদ্রিদ, ফ্রান্স পুরুষ রাগবি দল, ইংল্যান্ড নারী ফুটবল দল, বাস্কেটবলে যুক্তরাষ্ট্রের গোল্ডেন স্টেট ওয়ারিয়র্স, অস্ট্রিয়ার ওরাকল রেডবুল রেসিং—সবাইকে ছাপিয়ে বর্ষসেরা দলের পুরস্কার জেতে আর্জেন্টিনা।
এ ছাড়া বর্ষসেরা নারী ক্রীড়াবিদের পুরস্কার পেয়েছেন জ্যামাইকার অ্যাথলেটিকস শেলি অ্যান ফ্রেজার প্রাইস। ‘কামব্যাক অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছেন ডেনমার্কের ফুটবলার ক্রিস্টিয়ান এরিকসেন। আর ‘ব্রেকথ্রু অব দ্য ইয়ারের’ পুরস্কার পেয়েছেন স্পেনের টেনিস তারকা কার্লোস আলকারেজ। মাদ্রিদ ওপেনে টানা দ্বিতীয় শিরোপা জিতলেন আলকারেজ।
লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড:
বর্ষসেরা পুরুষ ক্রীড়াবিদ: লিওনেল মেসি (আর্জেন্টিনা)
বর্ষসেরা দল: আর্জেন্টিনা
বর্ষসেরা নারী ক্রীড়াবিদ: শেলি অ্যান ফ্রেজার প্রাইস (জ্যামাইকা)
ব্রেকথ্রু অব দ্য ইয়ার: কার্লোস আলকারেজ (স্পেন)
কামব্যাক অব দ্য ইয়ার: ক্রিস্টিয়ান এরিকসেন (ডেনমার্ক)
প্যারিসে কোনো পুরস্কার বিতরণী অনুষ্ঠান মানেই যেন আর্জেন্টিনার জয়জয়কার। ‘ফিফা দ্য বেস্ট’ অনুষ্ঠানের পর গতকাল লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডেও ছিল আর্জেন্টাইনদের দাপট।
গতকাল লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার জিতেছেন লিওনেল মেসি। পিএসজি তারকা কিলিয়ান এমবাপ্পে, টেনিস কিংবদন্তি রাফায়েল নাদাল, মোটর রেসিং কিংবদন্তি ম্যাক্স ভারস্ট্যাপেন, অ্যাথলেটিকসের মুন্ডো ডুপলেন্টিস, বাস্কেটবলের স্টিফেন কারিদের ছাড়িয়ে এই পুরস্কার পেয়েছেন মেসি। ক্যারিয়ারে দ্বিতীয়বার লরিয়াস বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার জিতেছেন মেসি। একই সঙ্গে বর্ষসেরা দলের পুরস্কার জিতেছে আর্জেন্টিনা। ব্যক্তিগত ও দলীয় পুরস্কারজয়ী প্রথম ক্রীড়াবিদও আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। গত বছর মেসির নেতৃত্বে ৩৬ বছর পর আকাশি-নীলরা জিতেছে বিশ্বকাপ। রিয়াল মাদ্রিদ, ফ্রান্স পুরুষ রাগবি দল, ইংল্যান্ড নারী ফুটবল দল, বাস্কেটবলে যুক্তরাষ্ট্রের গোল্ডেন স্টেট ওয়ারিয়র্স, অস্ট্রিয়ার ওরাকল রেডবুল রেসিং—সবাইকে ছাপিয়ে বর্ষসেরা দলের পুরস্কার জেতে আর্জেন্টিনা।
এ ছাড়া বর্ষসেরা নারী ক্রীড়াবিদের পুরস্কার পেয়েছেন জ্যামাইকার অ্যাথলেটিকস শেলি অ্যান ফ্রেজার প্রাইস। ‘কামব্যাক অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছেন ডেনমার্কের ফুটবলার ক্রিস্টিয়ান এরিকসেন। আর ‘ব্রেকথ্রু অব দ্য ইয়ারের’ পুরস্কার পেয়েছেন স্পেনের টেনিস তারকা কার্লোস আলকারেজ। মাদ্রিদ ওপেনে টানা দ্বিতীয় শিরোপা জিতলেন আলকারেজ।
লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড:
বর্ষসেরা পুরুষ ক্রীড়াবিদ: লিওনেল মেসি (আর্জেন্টিনা)
বর্ষসেরা দল: আর্জেন্টিনা
বর্ষসেরা নারী ক্রীড়াবিদ: শেলি অ্যান ফ্রেজার প্রাইস (জ্যামাইকা)
ব্রেকথ্রু অব দ্য ইয়ার: কার্লোস আলকারেজ (স্পেন)
কামব্যাক অব দ্য ইয়ার: ক্রিস্টিয়ান এরিকসেন (ডেনমার্ক)
উগান্ডা জাতীয় দলে সুযোগ পেয়েছেন ভারতীয় ক্রিকেটার সুমিত ভার্মা। ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকান অঞ্চলের বাছাইপর্বে উগান্ডার প্রতিনিধিত্ব করবেন এই ব্যাটিং অলরাউন্ডার। সুমিতের জন্ম ভারতের হিমাচলের ভুমটি অঞ্চলে। ২০২৪–২৫ মৌসুমে হিমাচলের হয়ে সৈয়দ মুশতাক আলী
১২ মিনিট আগেদুবাইয়ের আইসিসির একাডেমি মাঠে পরশু অনুশীলনে সতীর্থদের সঙ্গে হাসি-রসিকতা করতে করতেই মাঠে এলেন লিটন দাস। দল ভালো খেলছে। তিনি নেতৃত্বও দিচ্ছেন সামনে থেকে। সেই লিটনকে নিয়ে টিম ম্যানেজমেন্টের কিছুটা চিন্তা।
১ ঘণ্টা আগেএশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের একাদশে ছিলেন নুরুল হাসান সোহান। সে ম্যাচ খেলেই একাদশ থেকে বাদ পড়েন এই উইকেটরক্ষক ব্যাটার। বিষয়টি নিয়ে মুখ খুললেন বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স। জানালেন, টিম কম্বিনেশনের কারণে বাদ দেওয়া হয়েছে সোহানকে।
১ ঘণ্টা আগেফেডারেশন কাপে শুরুতেই হোঁচট খেল বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। ঘরের মাঠে ফর্টিস এফসির বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে তারা। দিনটা অন্য রকম কেটেছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আজ ৩-২ গোলে পুলিশ এফসিকে হারিয়েছে তারা। তিনটি গোলই আসে স্যামুয়েল বোয়াটেংয়ের কাছ
২ ঘণ্টা আগে