দলের পারফরম্যান্স বাজে হলে তার দায় কোচের ওপর দেওয়া নতুন কিছু নয়। চলতি মৌসুমে তেমনই চেলসির বাজে পারফরম্যান্সের জন্য দায়ী করা হয়েছে গ্রাহাম পটারকে। এমনকি সপরিবারে হত্যার হুমকি দেওয়া হয়েছে চেলসি কোচকে।
ই-মেইলে অজ্ঞাতনামাদের কাছ থেকে হত্যার হুমকি পেয়েছেন পটার। সপরিবারে হত্যার হুমকি পেয়ে আতঙ্কিত চেলসি কোচ বলেন, ‘আমি মেইলে এমন বার্তা পেয়েছি, যা ভালো কিছু নয়। তা হচ্ছে, আমার এবং আমার সন্তানদের মৃত্যু চাওয়া। আপনারা আমার পরিবারকে জিজ্ঞাসা করে দেখতে পারেন যে দিনকাল কেমন যাচ্ছে। একেবারেই ভালো কিছু নয়। যদি আপনি কাজে যান এবং কেউ আপনাকে নিয়ে গালিগালাজ করে, সেটা নিশ্চয় আনন্দের কিছু নয়।’
চলতি মৌসুমে ব্যর্থতার পাল্লা ক্রমশ ভারী হচ্ছে চেলসির। সব প্রতিযোগিতা মিলে সর্বশেষ ১৪ ম্যাচের মধ্যে ২ ম্যাচ জিতেছে চেলসি। ইংলিশ প্রিমিয়ার লিগে ২৩ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে তালিকার দশে এখন ব্লুজরা। এমন পরিস্থিতিতে দুয়োধ্বনি পাওয়া সুখকর কিছু নয় বলে মনে করেন পটার, ‘আপনাকে যদি ক্লাব ইতিহাসের জঘন্য মানুষ মনে করা হয়, সেটা ভালো লাগবে না। আমি পাত্তা দিচ্ছি না—এ কথা চাইলেই বলা যায়। কিন্তু তা হবে মিথ্যা কথা। সবাই চিন্তা করে যে মানুষ কী ভাবছে? কারণ, আমরা সমাজের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত।’
দলের পারফরম্যান্স বাজে হলে তার দায় কোচের ওপর দেওয়া নতুন কিছু নয়। চলতি মৌসুমে তেমনই চেলসির বাজে পারফরম্যান্সের জন্য দায়ী করা হয়েছে গ্রাহাম পটারকে। এমনকি সপরিবারে হত্যার হুমকি দেওয়া হয়েছে চেলসি কোচকে।
ই-মেইলে অজ্ঞাতনামাদের কাছ থেকে হত্যার হুমকি পেয়েছেন পটার। সপরিবারে হত্যার হুমকি পেয়ে আতঙ্কিত চেলসি কোচ বলেন, ‘আমি মেইলে এমন বার্তা পেয়েছি, যা ভালো কিছু নয়। তা হচ্ছে, আমার এবং আমার সন্তানদের মৃত্যু চাওয়া। আপনারা আমার পরিবারকে জিজ্ঞাসা করে দেখতে পারেন যে দিনকাল কেমন যাচ্ছে। একেবারেই ভালো কিছু নয়। যদি আপনি কাজে যান এবং কেউ আপনাকে নিয়ে গালিগালাজ করে, সেটা নিশ্চয় আনন্দের কিছু নয়।’
চলতি মৌসুমে ব্যর্থতার পাল্লা ক্রমশ ভারী হচ্ছে চেলসির। সব প্রতিযোগিতা মিলে সর্বশেষ ১৪ ম্যাচের মধ্যে ২ ম্যাচ জিতেছে চেলসি। ইংলিশ প্রিমিয়ার লিগে ২৩ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে তালিকার দশে এখন ব্লুজরা। এমন পরিস্থিতিতে দুয়োধ্বনি পাওয়া সুখকর কিছু নয় বলে মনে করেন পটার, ‘আপনাকে যদি ক্লাব ইতিহাসের জঘন্য মানুষ মনে করা হয়, সেটা ভালো লাগবে না। আমি পাত্তা দিচ্ছি না—এ কথা চাইলেই বলা যায়। কিন্তু তা হবে মিথ্যা কথা। সবাই চিন্তা করে যে মানুষ কী ভাবছে? কারণ, আমরা সমাজের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত।’
পাকিস্তানের বিপক্ষে অলিখিত সেমিফাইনালটা লিটন দাসকে দেখতে হয়েছে ডাগ আউটে বসে। দুবাইয়ে তাওহীদ হৃদয়, পারভেজ হোসেন ইমন, জাকের আলী অনিকদের একের পর এক আত্মাহুতি দেখে লিটনের মুখটা বেশ ফ্যাকাশে দেখিয়েছে। ওয়াসিম আকরামের মতে লিটন থাকলে ম্যাচের ফল অন্য কিছু হতেও পারত।
১ মিনিট আগেজিতলেই ফাইনাল—দুবাইয়ে গত রাতে সুপার ফোরের বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটা ছিল এমনই। অলিখিত সেমিফাইনালে প্রথম ইনিংস শেষে বাংলাদেশের ফাইনাল খেলা মনে হচ্ছিল সময়ের ব্যাপার মাত্র। কিন্তু ‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তান কখন যে পাশার দান উল্টে দেবে, সেটা বোঝা মুশকিল।
৩৪ মিনিট আগেদুবাইয়ে গত রাতে বাংলাদেশ-পাকিস্তান সুপার ফোরের ম্যাচে ছিল না কোনো জটিল সমীকরণের খেলা। অলিখিত সেমিফাইনালের বাধা যে টপকতে পারবে, সেই দল কাটবে ফাইনালের টিকিট। বাংলাদেশ সেখানে নিজেদের হাতে থাকা ম্যাচ ফস্কেছে বলে মনে করেন ওয়াসিম আকরাম।
১ ঘণ্টা আগেজয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
১১ ঘণ্টা আগে