জনপ্রিয় ক্রীড়াভিত্তিক মার্কিন সংবাদমাধ্যম ব্লেচার ফুটবলের ফেসবুক অ্যাকাউন্টে ঢুকলে একটি ভিডিও দেখা যাবে-এবারের দলবদলে কীভাবে চেলসির মুখের গ্রাস বারবার বার্সা কেড়ে নিয়েছে সেসব নিয়েই বানানো হয়েছে এই ভিডিওটি। পরপর তিনজন খেলোয়াড়কে চেলসির কাছ থেকে বলা যায় একরকম কেড়ে নিয়েছে বার্সা।
বার্সায় আসার পর থেকেই উসমান দেম্বেলেকে নিয়ে চলছে নানা নাটক। একপর্যায়ে দেম্বেলে ও বার্সার সম্পর্ক ছিন্ন হওয়ার খবরও সামনে এসেছিল। এর মাঝে চেলসিও এগিয়ে এসেছিল দেম্বেলেকে কিনতে। একপর্যায়ে দু পক্ষের মাঝেই সমঝোতার খবরও সামনে আসে। তবে পরিস্থিতি বদলে যেতে খুব বেশি সময় লাগেনি। চেলসিকে নিরাশ করে বার্সার সঙ্গে ২০২৪ পর্যন্ত চুক্তি করতে রাজি হয়ে যান ফরাসি তারকা। এর মাঝে প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচে জুভেন্টাসের বিপক্ষে জোড়া গোল করে ছন্দে ফেরার ইঙ্গিতও দিয়েছেন দেম্বেলে।
বার্সার কাছ থেকে চেলসি আরেকটি ধাক্কা খেয়েছে রাফিনহা ইস্যুতে। লিডস ইউনাইটেড থেকে ব্রাজিলিয়ান তারকা রাফিনহাকে কিনতে লড়াইয়ে নামে বার্সা ও চেলসি। তবে রাফিনহা শুরু থেকেই বার্সা যাওয়ার ব্যাপারে অনড় অবস্থান নেন। শেষ পর্যন্ত চেষ্টা করেও রাফিনহাকে আনতে পারেনি চেলসি।
এবার হুলেস কুন্দেকে কেনার দিক থেকেও চেলসিকে ফাঁকি দিয়েছে বার্সা। সেভিয়া থেকে এই তরুণ কেনার দৌড়ে অনেকটাই এগিয়ে যায় চেলসি। তবে কথিত অর্থ সংকটে থাকা বার্সাকে এবারও পেছনে ফেলতে পারেনি ব্লুজরা। বার্সার কৌশলের কাছে এই ফরাসি তারকাকে হারাতে হয়ে থমাস টুখেলকে।
দলবদলের বাজারে এক সময় খেলোয়াড় ‘ছিনতাই’য়ের জন্য বিখ্যাত ছিল চেলসি। তবে তৎকালীন মালিক রোমান আব্রামোভিচ ক্লাব ছাড়ার পর প্রথম মৌসুমেই অভিজ্ঞতা ও কৌশলে পেরে উঠছে না ব্লুজরা। এক বার্সার কাছেই হারাল রাডারে থাকা তিন খেলোয়াড়কে। এর ফলে চেলসির দলবদল ম্যানেজমেন্টের দুর্বলতাও স্পষ্ট হলো। দ্রুত এই সমস্যা কাটাতে না পারলে পছন্দের খেলোয়াড় পেতে বেশ সংগ্রামই করতে হবে টুখেলকে।
জনপ্রিয় ক্রীড়াভিত্তিক মার্কিন সংবাদমাধ্যম ব্লেচার ফুটবলের ফেসবুক অ্যাকাউন্টে ঢুকলে একটি ভিডিও দেখা যাবে-এবারের দলবদলে কীভাবে চেলসির মুখের গ্রাস বারবার বার্সা কেড়ে নিয়েছে সেসব নিয়েই বানানো হয়েছে এই ভিডিওটি। পরপর তিনজন খেলোয়াড়কে চেলসির কাছ থেকে বলা যায় একরকম কেড়ে নিয়েছে বার্সা।
বার্সায় আসার পর থেকেই উসমান দেম্বেলেকে নিয়ে চলছে নানা নাটক। একপর্যায়ে দেম্বেলে ও বার্সার সম্পর্ক ছিন্ন হওয়ার খবরও সামনে এসেছিল। এর মাঝে চেলসিও এগিয়ে এসেছিল দেম্বেলেকে কিনতে। একপর্যায়ে দু পক্ষের মাঝেই সমঝোতার খবরও সামনে আসে। তবে পরিস্থিতি বদলে যেতে খুব বেশি সময় লাগেনি। চেলসিকে নিরাশ করে বার্সার সঙ্গে ২০২৪ পর্যন্ত চুক্তি করতে রাজি হয়ে যান ফরাসি তারকা। এর মাঝে প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচে জুভেন্টাসের বিপক্ষে জোড়া গোল করে ছন্দে ফেরার ইঙ্গিতও দিয়েছেন দেম্বেলে।
বার্সার কাছ থেকে চেলসি আরেকটি ধাক্কা খেয়েছে রাফিনহা ইস্যুতে। লিডস ইউনাইটেড থেকে ব্রাজিলিয়ান তারকা রাফিনহাকে কিনতে লড়াইয়ে নামে বার্সা ও চেলসি। তবে রাফিনহা শুরু থেকেই বার্সা যাওয়ার ব্যাপারে অনড় অবস্থান নেন। শেষ পর্যন্ত চেষ্টা করেও রাফিনহাকে আনতে পারেনি চেলসি।
এবার হুলেস কুন্দেকে কেনার দিক থেকেও চেলসিকে ফাঁকি দিয়েছে বার্সা। সেভিয়া থেকে এই তরুণ কেনার দৌড়ে অনেকটাই এগিয়ে যায় চেলসি। তবে কথিত অর্থ সংকটে থাকা বার্সাকে এবারও পেছনে ফেলতে পারেনি ব্লুজরা। বার্সার কৌশলের কাছে এই ফরাসি তারকাকে হারাতে হয়ে থমাস টুখেলকে।
দলবদলের বাজারে এক সময় খেলোয়াড় ‘ছিনতাই’য়ের জন্য বিখ্যাত ছিল চেলসি। তবে তৎকালীন মালিক রোমান আব্রামোভিচ ক্লাব ছাড়ার পর প্রথম মৌসুমেই অভিজ্ঞতা ও কৌশলে পেরে উঠছে না ব্লুজরা। এক বার্সার কাছেই হারাল রাডারে থাকা তিন খেলোয়াড়কে। এর ফলে চেলসির দলবদল ম্যানেজমেন্টের দুর্বলতাও স্পষ্ট হলো। দ্রুত এই সমস্যা কাটাতে না পারলে পছন্দের খেলোয়াড় পেতে বেশ সংগ্রামই করতে হবে টুখেলকে।
মার্চে সৌদি আরবের ক্যাম্প শেষে প্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলামের জাতীয় দল থেকে বাদ পড়ার অভিযোগের তির সবচেয়ে বেশি ছিল মেহেদী হাসান শ্রাবণের দিকে। সেই অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি করেছেন তিনি। তবু প্রতিনিয়ত সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন এই গোলরক্ষক।
১৪ মিনিট আগেসময়ের সঙ্গে সঙ্গে পরিণত হয়ে উঠছেন লামিনে ইয়ামাল। বড় মঞ্চে কীভাবে জ্বলে উঠতে হয়, সেটা যেন ভালো করেই জানেন তিনি। ইন্টার মিলানের বিপক্ষে গত রাতে চোখ ধাঁধানো এক গোল করেছেন। সেটাও চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ মঞ্চে।
৩১ মিনিট আগেলাল বলের ক্রিকেটে গত বছর ব্যাটে-বলে ঔজ্জ্বল্য ছড়িয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। ৫৫.৫৮ স্ট্রাইকরেটে ১৭ ইনিংসে করেছিলেন ৬০৮ রান, যা দেশের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ। তবে ওই বছর তিনি রানের তিন অঙ্ক ছুঁতে পারেননি। তবে ফিফটি ছিল ৪টি। ২০২৫ সালে টেস্ট অভিযান শুরুর সিলেট টেস্টে দল হারলেও দুই ইনিংসে
১ ঘণ্টা আগে৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দলের পাকিস্তান সফর শুরু হচ্ছে আগামী ২১ মে। তার আগে আরব আমিরাতে একটি দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ সবশেষ দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে ২০২২ সালের সেপ্টেম্বরে।
১২ ঘণ্টা আগে