Ajker Patrika

আল-হিলালের সঙ্গে মেসির সাড়ে পাঁচ হাজার কোটি টাকার চুক্তি

আপডেট : ০৯ মে ২০২৩, ১৭: ০৬
আল-হিলালের সঙ্গে মেসির সাড়ে পাঁচ হাজার কোটি টাকার চুক্তি

কদিন ধরেই লিওনেল মেসির আল-হিলালে যাওয়ার কথা শোনা যাচ্ছিল। আজ এএফপি জানিয়েছে, মেসির সঙ্গে সৌদি ক্লাবটির প্রায় সাড়ে ৫ হাজার কোটি টাকার চুক্তি হয়ে গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র মেসির সঙ্গে ৪০০ মিলিয়ন পাউন্ডের (বাংলাদেশি ৫৪৩০ কোটি ৬৪ লাখ টাকা) চুক্তির কথা জানিয়েছে। সেই সূত্র এএফপিকে বলেছেন, ‘মেসির চুক্তি হয়ে গেছে। আগামী মৌসুমে তিনি সৌদি আরবে খেলবেন। এটা বিশাল অঙ্কের বিশেষ চুক্তি। আমরা এখন কাজ গুছিয়ে আনার কাছাকাছি আছি।’

সৌদি আরবের পর্যটনদূত হিসেবে কয়েক দিন আগে মেসি সৌদি সফরে যান পুরো পরিবার নিয়ে। তখনই মোটা অঙ্কের প্রস্তাবের কথা জানিয়েছিল স্প্যানিশ রেডিওস্টেশন ‘অন্ডা সেরো।’ স্প্যানিশ এই রেডিওস্টেশনের ‘রেডিওস্টেশন নচ প্রোগ্রামে’ জানা গেছে, সৌদিতে যাওয়ার আগে মেসি বার্সেলোনায় এক বছর থাকতে চান। আর গত মাসে সৌদি গ্যাজেট পত্রিকা এবং ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, সৌদি আরবের ক্লাব আল হিলাল ৪০০ মিলিয়ন ইউরোর (বাংলাদেশি ৪ হাজার ৬৮৬ কোটি টাকা) প্রস্তাব দিয়েছিল আর্জেন্টিনার বিশ্বজয়ী এই ফুটবলারকে।

অন্যদিক পিএসজির সঙ্গে মেসির চুক্তি শেষ হবে আগামী মাসে। বিনা অনুমতিতে গিয়ে দুই সপ্তাহের নিষেধাজ্ঞা পেয়েছেন। দুই পক্ষের সম্পর্ক গিয়ে ঠেকেছে তলানিতে। ফরাসি সংবাদমাধ্যম লেকিপ জানিয়েছিল, মেসিও এই মৌসুম শেষে পিএসজি ছাড়ার ঘোষণা দিয়েছেন। মেসি অবশ্য নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ক্ষমা চেয়েছিলেন বিনা অনুমতিতে সৌদিতে যাওয়ায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত