মাসের শুরুতেই ডাকাতির ঘটনা ঘটেছিল মাতেও গুয়েনডৌজির বাড়িতে। মার্শেইয়ের মিডফিল্ডারের বাড়ি থেকে অবশ্য সেদিন খুব বেশি কিছু চুরি করতে পারেননি ডাকাতেরা। ডাকাতির ঘটনা বুঝতে পেরে তাঁর স্ত্রী সতর্ক ঘণ্টা বাজানোয়।
সেদিন পালিয়ে বাঁচলেও এবার পারলেন না ডাকাতেরা। গতকাল ইউলিয়ান ড্রাক্সলারের বাড়িতে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় ৭ জনকে ধরেছেন প্যারিসের সেন্ট ক্লাউড অঞ্চলের পুলিশ। ঘটনা নিশ্চিত করেছে ফ্রান্সের সংবাদমাধ্যম আরএমসি স্পোর্ট।
ড্রাক্সলারের বাড়িতে ডাকাতি করার উদ্দেশ্য দুটি গাড়ি সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। অসৎ উদ্দেশ্য বুঝতে পেরে পিএসজির মিডফিল্ডারের কাছের কিছু লোক পুলিশকে জানায়। এরপর থেকেই তাঁর বাড়ির আশপাশে নজরদারি বাড়িয়ে দেয় পুলিশ। এতে সফল হয় সেন্ট ক্লাউড অঞ্চলের পুলিশ।
গতকাল মাঝরাতে ড্রাক্সলারের বাড়ির কাছাকাছি থেকে একটি গাড়ি থেকে দুজনকে আটক করে পুলিশ। সঙ্গে গাড়িতে ডাকাতির সরঞ্জাম দস্তানা, মুখোশ ও প্লাস্টিকের দড়ি উদ্ধার করে। দূরে আরেকটি গাড়ি থেকে ডাকাত দলের আরও ৫ সহযোগীকে আটক করে পুলিশ। এই গাড়ি থেকেও একই সরঞ্জাম পাওয়া যায়। আটককৃতদের দ্রুত আদালতের বিচারের আওতায় আনবে বলে জানিয়েছে পুলিশ।
ডাকাতির ঘটনায় ভাগ্য ভালো হলেও পিএসজির হয়ে কপাল খুলছে না ড্রাক্সলারের। অনেক দিন ধরেই পিএসজির একাদশে সুযোগ পান না তিনি। মাঝে গত মৌসুম পর্তুগিজ ক্লাব বেনফিকায় ধারে খেলেছেন ২৯ বছর বয়সী জার্মান মিডফিল্ডার। এ মৌসুমে অবশ্য লিগ চ্যাম্পিয়নদের স্কোয়াডে ফিরেছেন। কিন্তু এবারও সুযোগ পাবেন কিনা সেটাই এখন দেখার বিষয়।
গত জুলাইয়ে ড্রাক্সলার সতীর্থ গোলরক্ষক জিয়ানলুইজি দোনারুমা স্ত্রীসহ ভয়ংকর ডাকাতির শিকার হন। দুজনকে বেঁধে রেখে প্রায় ছয় কোটি সাত লাখ টাকার মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় একদল ডাকাত। শুধু তাঁদের বাসাতেই ডাকাতি হয়নি। গত পাঁচ বছরে বেশ কিছু জনপ্রিয় ফুটবলারের বাড়িতেই ডাকাতি হয়েছে। এর মধ্যে পিএসজির খেলোয়াড়রাই বেশি শিকার হয়েছেন। প্রেসনেল কিম্পেম্বে, আনহেল দি মারিয়া, মাউরো ইকার্দি, দানি আলভেস, থিয়াগো সিলভা, সার্জিও রিকো, এরিক ম্যাক্সিম চুপো-মোটিং, মারকিনিওসদের মতো তারকাদের বাসাও বাদ যায়নি।
বিষয়টা এখন এমন হয়ে দাঁড়িয়েছে, যেন ফরাসি ডাকাতদের প্রিয় শিকার হচ্ছেন ফুটবলাররা। এর প্রমাণ মিলেছে ফ্রান্সের গোয়েন্দা সংস্থা সিরেস্কার প্রতিবেদনে। তাদের এক প্রতিবেদনে জানা গেছে, ২০২১ সালেই ২২ জন ফুটবলারের বাড়িতে ডাকাতি হয়েছে।
মাসের শুরুতেই ডাকাতির ঘটনা ঘটেছিল মাতেও গুয়েনডৌজির বাড়িতে। মার্শেইয়ের মিডফিল্ডারের বাড়ি থেকে অবশ্য সেদিন খুব বেশি কিছু চুরি করতে পারেননি ডাকাতেরা। ডাকাতির ঘটনা বুঝতে পেরে তাঁর স্ত্রী সতর্ক ঘণ্টা বাজানোয়।
সেদিন পালিয়ে বাঁচলেও এবার পারলেন না ডাকাতেরা। গতকাল ইউলিয়ান ড্রাক্সলারের বাড়িতে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় ৭ জনকে ধরেছেন প্যারিসের সেন্ট ক্লাউড অঞ্চলের পুলিশ। ঘটনা নিশ্চিত করেছে ফ্রান্সের সংবাদমাধ্যম আরএমসি স্পোর্ট।
ড্রাক্সলারের বাড়িতে ডাকাতি করার উদ্দেশ্য দুটি গাড়ি সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। অসৎ উদ্দেশ্য বুঝতে পেরে পিএসজির মিডফিল্ডারের কাছের কিছু লোক পুলিশকে জানায়। এরপর থেকেই তাঁর বাড়ির আশপাশে নজরদারি বাড়িয়ে দেয় পুলিশ। এতে সফল হয় সেন্ট ক্লাউড অঞ্চলের পুলিশ।
গতকাল মাঝরাতে ড্রাক্সলারের বাড়ির কাছাকাছি থেকে একটি গাড়ি থেকে দুজনকে আটক করে পুলিশ। সঙ্গে গাড়িতে ডাকাতির সরঞ্জাম দস্তানা, মুখোশ ও প্লাস্টিকের দড়ি উদ্ধার করে। দূরে আরেকটি গাড়ি থেকে ডাকাত দলের আরও ৫ সহযোগীকে আটক করে পুলিশ। এই গাড়ি থেকেও একই সরঞ্জাম পাওয়া যায়। আটককৃতদের দ্রুত আদালতের বিচারের আওতায় আনবে বলে জানিয়েছে পুলিশ।
ডাকাতির ঘটনায় ভাগ্য ভালো হলেও পিএসজির হয়ে কপাল খুলছে না ড্রাক্সলারের। অনেক দিন ধরেই পিএসজির একাদশে সুযোগ পান না তিনি। মাঝে গত মৌসুম পর্তুগিজ ক্লাব বেনফিকায় ধারে খেলেছেন ২৯ বছর বয়সী জার্মান মিডফিল্ডার। এ মৌসুমে অবশ্য লিগ চ্যাম্পিয়নদের স্কোয়াডে ফিরেছেন। কিন্তু এবারও সুযোগ পাবেন কিনা সেটাই এখন দেখার বিষয়।
গত জুলাইয়ে ড্রাক্সলার সতীর্থ গোলরক্ষক জিয়ানলুইজি দোনারুমা স্ত্রীসহ ভয়ংকর ডাকাতির শিকার হন। দুজনকে বেঁধে রেখে প্রায় ছয় কোটি সাত লাখ টাকার মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় একদল ডাকাত। শুধু তাঁদের বাসাতেই ডাকাতি হয়নি। গত পাঁচ বছরে বেশ কিছু জনপ্রিয় ফুটবলারের বাড়িতেই ডাকাতি হয়েছে। এর মধ্যে পিএসজির খেলোয়াড়রাই বেশি শিকার হয়েছেন। প্রেসনেল কিম্পেম্বে, আনহেল দি মারিয়া, মাউরো ইকার্দি, দানি আলভেস, থিয়াগো সিলভা, সার্জিও রিকো, এরিক ম্যাক্সিম চুপো-মোটিং, মারকিনিওসদের মতো তারকাদের বাসাও বাদ যায়নি।
বিষয়টা এখন এমন হয়ে দাঁড়িয়েছে, যেন ফরাসি ডাকাতদের প্রিয় শিকার হচ্ছেন ফুটবলাররা। এর প্রমাণ মিলেছে ফ্রান্সের গোয়েন্দা সংস্থা সিরেস্কার প্রতিবেদনে। তাদের এক প্রতিবেদনে জানা গেছে, ২০২১ সালেই ২২ জন ফুটবলারের বাড়িতে ডাকাতি হয়েছে।
নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১২ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৪ ঘণ্টা আগেযে দুটি ফ্র্যাঞ্চাইজি সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) বিতর্কিত করেছে, তার একটি চিটাগং কিংস। কিছুদিন আগে চিটাগংকে পাওনা ৪৬ কোটি টাকা চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরী মনে করেন, বিপিএলকে তাঁরা বিতর্কিত করেননি, করেছে খোদ বিসিবি!
১৫ ঘণ্টা আগেফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখতে কাজ চালিয়ে যাবেন তিনি।
১৬ ঘণ্টা আগে