Ajker Patrika

চতুর্থবারের চেষ্টায় বাফুফে সদস্য মনি

অনলাইন ডেস্ক
আগে তিনবার নির্বাচন করেও জিততে পারেননি, চতুর্থবারে জয়ী হলেন সাইফুর রহমান মনি। ছবি: সংগৃহীত
আগে তিনবার নির্বাচন করেও জিততে পারেননি, চতুর্থবারে জয়ী হলেন সাইফুর রহমান মনি। ছবি: সংগৃহীত

বাফুফে কার্যনির্বাহী কমিটির ১৫ তম সদস্য হিসেবে নির্বাচিত হলেন সাইফুর রহমান মনি। এর আগে তিনবার নির্বাচন করেও জিততে পারেননি তিনি। আজ বাফুফে ভবনে অনুষ্ঠিত ভোটের লড়াইয়ে সাবেক এই ফুটবলার ৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী এখলাস উদ্দিন পেয়েছেন ৫১ ভোট।

নির্বাচনে জিতে উচ্ছ্বসিত মনি বললেন, ‘চতুর্থবারের প্রচেষ্টায় অবশেষে জিতলাম। একটি সদস্য পদের জন্য কাউন্সিলররা কষ্ট করে এসেছেন। এ জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা।’

গত ২৬ অক্টোবর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে এই দুজনের মধ্যে টাই হয়েছিল। সে সময় এখলাস উদ্দিন ও সাইফুর রহমান মনি সমান ভোট (৬১) পান।

মনি জাতীয় দলের সাবেক স্ট্রাইকার, ছিলেন বাংলাদেশের ২০০৩ সাফজয়ী দলেও। বর্তমানে প্রিমিয়ার লিগের ক্লাব চট্টগ্রাম আবাহনীর কোচ। অন্যদিকে এখলাছ চুয়াডাঙ্গা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের (ডিএফএ) সভাপতি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত