ঘানার জন্য প্রতিশোধের সুযোগ ছিল। ম্যাচ না জিততে পারলেও প্রতিশোধের কমই বা হলো কী! ঘানার বিপক্ষে ২-০ গোলের জয় পেলেও গোল ব্যাবধানে উরুগুয়েকে অতিক্রম করে সুপার সিক্সটিন নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়া। আর প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছে দুবারের চ্যাম্পিয়ন উরুগুয়ে।
ম্যাচের ১৭ মিনিটের পাওয়া পেনাল্টি ঠেকিয়ে নায়ক গোলরক্ষক সের্হিও রোচেত।
ঘানার পেনাল্টি মিসের পর যেন প্রাণ ফিরে পায় উরুগুয়ে। তাদের আক্রমণে প্রথম সাফল্য আসে ২৬ মিনিটে। ডান প্রান্ত থেকে লম্বা করে ক্রস করেন ফাকুন্দো পেয়েস্ত্রি। বক্সের ভেতরে থাকা লুইস সুয়ারেজের শট ফিরিয়ে দেন। কিন্তু ফিরতি বল পেয়ে যান জর্জিয়ান দি আরস্তাকায়েতা। তাঁর পা থেকেই চলতি বিশ্বকাপে প্রথম গোলের দেখা পায় উরুগুয়ে।
দ্বিতীয় গোলটি প্রথমার্ধের অতিরিক্ত সময়ে। এবারও আগের গোলের তিন কারিগর ছিলেন সুয়ারেজ, পেয়েস্ত্রি ও আরস্তাকায়েতা। পেয়েস্ত্রি বল বাড়িয়ে দেন বক্সের সামনে থাকা লুইস সুয়ারেজের কাছে। সুয়ারেজের পজিশন ব্লক হয়ে যাওয়ায় বাড়িয়ে দেন আরাস্তাকায়েতার দিকে। আবারও গোল। ২-০ গোলের লিড নিয়েই প্রথমার্ধ শেষ করে উরুগুয়ে।
দ্বিতীয়ার্ধে আরও বেশি আক্রমণাত্মক ছিল উরুগুয়ে। ঘানাকে সে হিসাবে রক্ষণ ও আক্রমণ দুই চেষ্টাই করতে দেখা গেছে। রক্ষণ সামলে আক্রমণের দিকে যাচ্ছিল, কিন্তু সবচেয়ে বড় ঘটনাটা ঘটে গ্রুপের অন্য ম্যাচে। পর্তুগালের বিপক্ষে জয় ছিনিয়ে নেয় দক্ষিণ কোরিয়া। ফলে গোল ব্যবধান সমান হওয়ায় দ্বিতীয় পর্ব নিশ্চিত করার পক্ষে এগিয়ে যায় কোরিয়া। উরুগুয়ের তাই আরও গোল প্রয়োজন ছিল। ৯১ মিনিটে কাভানির হেড ঘানার গোলরক্ষক লরেন্স আটি-জিগি ফিরিয়ে দেওয়ায় আর গোল হয়নি। তাই শেষ পর্যন্ত গোল ব্যবধানে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিল উরুগুয়ে।
ঘানার জন্য প্রতিশোধের সুযোগ ছিল। ম্যাচ না জিততে পারলেও প্রতিশোধের কমই বা হলো কী! ঘানার বিপক্ষে ২-০ গোলের জয় পেলেও গোল ব্যাবধানে উরুগুয়েকে অতিক্রম করে সুপার সিক্সটিন নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়া। আর প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছে দুবারের চ্যাম্পিয়ন উরুগুয়ে।
ম্যাচের ১৭ মিনিটের পাওয়া পেনাল্টি ঠেকিয়ে নায়ক গোলরক্ষক সের্হিও রোচেত।
ঘানার পেনাল্টি মিসের পর যেন প্রাণ ফিরে পায় উরুগুয়ে। তাদের আক্রমণে প্রথম সাফল্য আসে ২৬ মিনিটে। ডান প্রান্ত থেকে লম্বা করে ক্রস করেন ফাকুন্দো পেয়েস্ত্রি। বক্সের ভেতরে থাকা লুইস সুয়ারেজের শট ফিরিয়ে দেন। কিন্তু ফিরতি বল পেয়ে যান জর্জিয়ান দি আরস্তাকায়েতা। তাঁর পা থেকেই চলতি বিশ্বকাপে প্রথম গোলের দেখা পায় উরুগুয়ে।
দ্বিতীয় গোলটি প্রথমার্ধের অতিরিক্ত সময়ে। এবারও আগের গোলের তিন কারিগর ছিলেন সুয়ারেজ, পেয়েস্ত্রি ও আরস্তাকায়েতা। পেয়েস্ত্রি বল বাড়িয়ে দেন বক্সের সামনে থাকা লুইস সুয়ারেজের কাছে। সুয়ারেজের পজিশন ব্লক হয়ে যাওয়ায় বাড়িয়ে দেন আরাস্তাকায়েতার দিকে। আবারও গোল। ২-০ গোলের লিড নিয়েই প্রথমার্ধ শেষ করে উরুগুয়ে।
দ্বিতীয়ার্ধে আরও বেশি আক্রমণাত্মক ছিল উরুগুয়ে। ঘানাকে সে হিসাবে রক্ষণ ও আক্রমণ দুই চেষ্টাই করতে দেখা গেছে। রক্ষণ সামলে আক্রমণের দিকে যাচ্ছিল, কিন্তু সবচেয়ে বড় ঘটনাটা ঘটে গ্রুপের অন্য ম্যাচে। পর্তুগালের বিপক্ষে জয় ছিনিয়ে নেয় দক্ষিণ কোরিয়া। ফলে গোল ব্যবধান সমান হওয়ায় দ্বিতীয় পর্ব নিশ্চিত করার পক্ষে এগিয়ে যায় কোরিয়া। উরুগুয়ের তাই আরও গোল প্রয়োজন ছিল। ৯১ মিনিটে কাভানির হেড ঘানার গোলরক্ষক লরেন্স আটি-জিগি ফিরিয়ে দেওয়ায় আর গোল হয়নি। তাই শেষ পর্যন্ত গোল ব্যবধানে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিল উরুগুয়ে।
দুবাইয়ে গত রাতে বাংলাদেশ-পাকিস্তান সুপার ফোরের ম্যাচে ছিল না কোনো জটিল সমীকরণের খেলা। অলিখিত সেমিফাইনালের বাধা যে টপকতে পারবে, সেই দল কাটবে ফাইনালের টিকিট। বাংলাদেশ সেখানে নিজেদের হাতে থাকা ম্যাচ ফস্কেছে বলে মনে করেন ওয়াসিম আকরাম।
২৩ মিনিট আগেজয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
১০ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
১১ ঘণ্টা আগেআগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
১২ ঘণ্টা আগে