জিরোনা ও বার্সার সর্বশেষ ২০২২-২৩ মৌসুমে লা লিগায় পারফরম্যান্সে ছিল বিস্তর পার্থক্য। বার্সেলোনা জিতেছিল শিরোপা। অন্যদিকে জিরোনা সেরা চারেও জায়গা করে নিতে পারেনি। এবার ২০২৩-২৪ মৌসুমে এসে বার্সাকে হেসেখেলে হারিয়ে চমকে দিয়েছে জিরোনা।
লা লিগায় এর আগে কখনো বার্সাকে হারাতে পারেনি জিরোনা। মুখোমুখি ৬ দেখায় ৪ ম্যাচ জিতেছিল বার্সা, দুটি হয়েছিল ড্র। লুইস কোম্পানিস অলিম্পিক স্টেডিয়ামে গত রাতে লা লিগায় বার্সা-জিরোনা লড়াই করেছে সমানে সমানে। ৫৪ শতাংশ বল দখলে রেখেছিল বার্সেলোনা ও প্রতিপক্ষের লক্ষ্য বরাবর তারা করেছিল ১১ শট। অন্যদিকে ৪৬ শতাংশ বল দখলে রেখে জিরোনা ৭ শট করেছে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর। ম্যাচের ১২ মিনিটে আর্তেম ডোভবিকের গোলে প্রথমে এগিয়ে গিয়েছিল জিরোনা। এরপর ১৯ মিনিটে রবার্ট লেভানডফস্কির গোলে সমতায় ফেরে বার্সা। প্রথমার্ধ শেষ হওয়ার আগে ৪০ মিনিটে মিগুয়েল গুতিয়ারেজের গোলে ব্যবধান ২-১ করে নেয় জিরোনা।
প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে থাকা জিরোনার পরের গোলের জন্য দ্বিতীয়ার্ধে অনেক দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। ৮০ মিনিটে জিরোনার তৃতীয় গোল করেন ভ্যালেরি ফার্নান্দেজ। অতিরিক্ত সময়ের ২ মিনিটে ইকে গুন্দোয়ানের গোলে ব্যবধান কমায় বার্সা। আর ক্রিস্টিয়ান স্টুয়ানির করা অতিরিক্ত সময়ের ৪ মিনিটে গোলে জিরোনা এগিয়ে যায় ৪-২ গোলে। ৪-২ গোলের জয়ে প্রথমবারের মতো লা লিগায় জিরোনা হারিয়েছে বার্সাকে। দুর্দান্ত জয়ে জিরোনা কোচ মাইকেল সানচেজ বলেন, ‘এই জয়টা বিশেষ। এটা আমাদের এগিয়ে যেতে সাহায্য করেছে। ম্যাচের এমন ফলে আমরা খুবই খুশি। কারণ আমরা শক্তিশালী বার্সার বিপক্ষে খেলেছি। আমরা ইতিহাস গড়েছি। ম্যাচটা মনে রাখার মতো। এটা দারুণ ম্যাচ হয়েছে। দুটো দলের ভেতরেই জয়ের তাড়না লক্ষ করা গেছে।’
ম্যাচ হারায় স্বাভাবিকভাবেই হতাশ বার্সা কোচ জাভি হার্নান্দেজ। তবু তিনি বিপক্ষ দল জিরোনার প্রশংসা করেছেন, ‘জয় জিরোনার প্রাপ্য। ম্যাচটা সমানতালে চলছিল। এটার ফল অন্য রকম হতেও পারত। আমরা জিতলে ম্যাচের ফলটা সঠিক হতো।’ ৪-২ গোলে জয়ে ৪১ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট তালিকায় শীর্ষে এখন জিরোনা। ১৬ ম্যাচে জিরোনা জিতেছে ১৩ ম্যাচ, হেরেছে ২ ম্যাচ ও ১ ম্যাচ ড্র করেছে। অন্যদিকে সমানসংখ্যক ম্যাচ খেলে ৩৪ পয়েন্ট নিয়ে চার নম্বরে বার্সেলোনা।
জিরোনা ও বার্সার সর্বশেষ ২০২২-২৩ মৌসুমে লা লিগায় পারফরম্যান্সে ছিল বিস্তর পার্থক্য। বার্সেলোনা জিতেছিল শিরোপা। অন্যদিকে জিরোনা সেরা চারেও জায়গা করে নিতে পারেনি। এবার ২০২৩-২৪ মৌসুমে এসে বার্সাকে হেসেখেলে হারিয়ে চমকে দিয়েছে জিরোনা।
লা লিগায় এর আগে কখনো বার্সাকে হারাতে পারেনি জিরোনা। মুখোমুখি ৬ দেখায় ৪ ম্যাচ জিতেছিল বার্সা, দুটি হয়েছিল ড্র। লুইস কোম্পানিস অলিম্পিক স্টেডিয়ামে গত রাতে লা লিগায় বার্সা-জিরোনা লড়াই করেছে সমানে সমানে। ৫৪ শতাংশ বল দখলে রেখেছিল বার্সেলোনা ও প্রতিপক্ষের লক্ষ্য বরাবর তারা করেছিল ১১ শট। অন্যদিকে ৪৬ শতাংশ বল দখলে রেখে জিরোনা ৭ শট করেছে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর। ম্যাচের ১২ মিনিটে আর্তেম ডোভবিকের গোলে প্রথমে এগিয়ে গিয়েছিল জিরোনা। এরপর ১৯ মিনিটে রবার্ট লেভানডফস্কির গোলে সমতায় ফেরে বার্সা। প্রথমার্ধ শেষ হওয়ার আগে ৪০ মিনিটে মিগুয়েল গুতিয়ারেজের গোলে ব্যবধান ২-১ করে নেয় জিরোনা।
প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে থাকা জিরোনার পরের গোলের জন্য দ্বিতীয়ার্ধে অনেক দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। ৮০ মিনিটে জিরোনার তৃতীয় গোল করেন ভ্যালেরি ফার্নান্দেজ। অতিরিক্ত সময়ের ২ মিনিটে ইকে গুন্দোয়ানের গোলে ব্যবধান কমায় বার্সা। আর ক্রিস্টিয়ান স্টুয়ানির করা অতিরিক্ত সময়ের ৪ মিনিটে গোলে জিরোনা এগিয়ে যায় ৪-২ গোলে। ৪-২ গোলের জয়ে প্রথমবারের মতো লা লিগায় জিরোনা হারিয়েছে বার্সাকে। দুর্দান্ত জয়ে জিরোনা কোচ মাইকেল সানচেজ বলেন, ‘এই জয়টা বিশেষ। এটা আমাদের এগিয়ে যেতে সাহায্য করেছে। ম্যাচের এমন ফলে আমরা খুবই খুশি। কারণ আমরা শক্তিশালী বার্সার বিপক্ষে খেলেছি। আমরা ইতিহাস গড়েছি। ম্যাচটা মনে রাখার মতো। এটা দারুণ ম্যাচ হয়েছে। দুটো দলের ভেতরেই জয়ের তাড়না লক্ষ করা গেছে।’
ম্যাচ হারায় স্বাভাবিকভাবেই হতাশ বার্সা কোচ জাভি হার্নান্দেজ। তবু তিনি বিপক্ষ দল জিরোনার প্রশংসা করেছেন, ‘জয় জিরোনার প্রাপ্য। ম্যাচটা সমানতালে চলছিল। এটার ফল অন্য রকম হতেও পারত। আমরা জিতলে ম্যাচের ফলটা সঠিক হতো।’ ৪-২ গোলে জয়ে ৪১ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট তালিকায় শীর্ষে এখন জিরোনা। ১৬ ম্যাচে জিরোনা জিতেছে ১৩ ম্যাচ, হেরেছে ২ ম্যাচ ও ১ ম্যাচ ড্র করেছে। অন্যদিকে সমানসংখ্যক ম্যাচ খেলে ৩৪ পয়েন্ট নিয়ে চার নম্বরে বার্সেলোনা।
মার্চে সৌদি আরবের ক্যাম্প শেষে প্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলামের জাতীয় দল থেকে বাদ পড়ার অভিযোগের তির সবচেয়ে বেশি ছিল মেহেদী হাসান শ্রাবণের দিকে। সেই অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি করেছেন তিনি। তবু প্রতিনিয়ত সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন এই গোলরক্ষক।
১৪ মিনিট আগেসময়ের সঙ্গে সঙ্গে পরিণত হয়ে উঠছেন লামিনে ইয়ামাল। বড় মঞ্চে কীভাবে জ্বলে উঠতে হয়, সেটা যেন ভালো করেই জানেন তিনি। ইন্টার মিলানের বিপক্ষে গত রাতে চোখ ধাঁধানো এক গোল করেছেন। সেটাও চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ মঞ্চে।
৩১ মিনিট আগেলাল বলের ক্রিকেটে গত বছর ব্যাটে-বলে ঔজ্জ্বল্য ছড়িয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। ৫৫.৫৮ স্ট্রাইকরেটে ১৭ ইনিংসে করেছিলেন ৬০৮ রান, যা দেশের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ। তবে ওই বছর তিনি রানের তিন অঙ্ক ছুঁতে পারেননি। তবে ফিফটি ছিল ৪টি। ২০২৫ সালে টেস্ট অভিযান শুরুর সিলেট টেস্টে দল হারলেও দুই ইনিংসে
১ ঘণ্টা আগে৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দলের পাকিস্তান সফর শুরু হচ্ছে আগামী ২১ মে। তার আগে আরব আমিরাতে একটি দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ সবশেষ দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে ২০২২ সালের সেপ্টেম্বরে।
১২ ঘণ্টা আগে