গোলের পর সেই চিরচেনা ভঙ্গিতে উদ্যাপন। দৌড়ে হাঁটুগেড়ে বসে টার্ফে একটু পিছলে যাওয়া। সন হিয়ুং-মিনের এই উদ্যাপন ইতিহাস গড়ারও। প্রথম এশিয়ান ফুটবলার হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগে গোলের সেঞ্চুরি করেছেন টটেনহামের দক্ষিণ কোরিয়ান ফরোয়ার্ড।
গতকাল নিজেদের মাঠে ব্রাইটনের বিপক্ষে ১০ মিনিটে স্পার্সদের এগিয়ে দেন সন। তবে এই ব্যবধান তারা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। ৩৪ মিনিটে সমতায় ফেরে ব্রাইটন। ৫৬ মিনিটে ভিএআরে গোল বাতিল না হলে এগিয়েও যেতে পারত তারা। তবে ৭৯ মিনিটে টটেনহামকে জয়সূচক গোল এনে দেন হ্যারি কেইন।
লিগের আরেক ম্যাচে নিজেদের মাঠ ওল্ড ট্রাফোর্ডে স্কট ম্যাকটমিনি ও অ্যান্থনি মার্শালের গোলে এভারটনকে ২-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। গোলের জন্য ইউনাইটেডকে অপেক্ষা করতে হয়েছে ৩৬ মিনিট। জাদোন সানচোর পাস থেকে দলকে এগিয়ে দেন স্কট ম্যাকটমিনি। প্রিমিয়ার লিগে এটি তাঁর প্রথম গোল। এর ৩৫ মিনিট পর মার্কাস রাশফোর্ডের কাছ থেকে বল পেয়ে রেড ডেভিলদের ব্যবধান দ্বিগুণ করেন অ্যান্থনি মার্শাল। গত ডিসেম্বরের পর লিগে এটি তাঁর প্রথম গোল। আর প্রিমিয়ার লিগে
তবে আবারও হেরেছে চেলসি। গ্রাহাম পটার বরাখাস্ত হওয়ার পর দ্বিতীয় মেয়াদে তত্ত্বাবধায়ক কোচ হিসেবে স্টামফোর্ড ব্রিজে ফেরা ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের প্রথম ম্যাচটাও হলো ভুলে যাওয়ার মতো। উলভসের বিপক্ষে তাদের মাঠে ১-০ গোলে হেরেছে ব্লুজরা। ৩১ মিনিটে ম্যাথিয়াস নুনেজের গোলে এগিয়ে যায় উলভস। সেই গোল আর শোধ করা হয়নি তাদের। এ নিয়ে গত চার ম্যাচের দুটিতে ড্র দুটিতে হারল চেলসি।
এই হারে ৩৯ পয়েন্ট নিয়ে ১১ তম স্থানে চেলসি। সমান ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে পাঁচে টটেনহাম। এক ম্যাচ কম খেলে চারে থাকা ইউনাইটেডের পয়েন্ট ৫৬।
গোলের পর সেই চিরচেনা ভঙ্গিতে উদ্যাপন। দৌড়ে হাঁটুগেড়ে বসে টার্ফে একটু পিছলে যাওয়া। সন হিয়ুং-মিনের এই উদ্যাপন ইতিহাস গড়ারও। প্রথম এশিয়ান ফুটবলার হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগে গোলের সেঞ্চুরি করেছেন টটেনহামের দক্ষিণ কোরিয়ান ফরোয়ার্ড।
গতকাল নিজেদের মাঠে ব্রাইটনের বিপক্ষে ১০ মিনিটে স্পার্সদের এগিয়ে দেন সন। তবে এই ব্যবধান তারা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। ৩৪ মিনিটে সমতায় ফেরে ব্রাইটন। ৫৬ মিনিটে ভিএআরে গোল বাতিল না হলে এগিয়েও যেতে পারত তারা। তবে ৭৯ মিনিটে টটেনহামকে জয়সূচক গোল এনে দেন হ্যারি কেইন।
লিগের আরেক ম্যাচে নিজেদের মাঠ ওল্ড ট্রাফোর্ডে স্কট ম্যাকটমিনি ও অ্যান্থনি মার্শালের গোলে এভারটনকে ২-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। গোলের জন্য ইউনাইটেডকে অপেক্ষা করতে হয়েছে ৩৬ মিনিট। জাদোন সানচোর পাস থেকে দলকে এগিয়ে দেন স্কট ম্যাকটমিনি। প্রিমিয়ার লিগে এটি তাঁর প্রথম গোল। এর ৩৫ মিনিট পর মার্কাস রাশফোর্ডের কাছ থেকে বল পেয়ে রেড ডেভিলদের ব্যবধান দ্বিগুণ করেন অ্যান্থনি মার্শাল। গত ডিসেম্বরের পর লিগে এটি তাঁর প্রথম গোল। আর প্রিমিয়ার লিগে
তবে আবারও হেরেছে চেলসি। গ্রাহাম পটার বরাখাস্ত হওয়ার পর দ্বিতীয় মেয়াদে তত্ত্বাবধায়ক কোচ হিসেবে স্টামফোর্ড ব্রিজে ফেরা ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের প্রথম ম্যাচটাও হলো ভুলে যাওয়ার মতো। উলভসের বিপক্ষে তাদের মাঠে ১-০ গোলে হেরেছে ব্লুজরা। ৩১ মিনিটে ম্যাথিয়াস নুনেজের গোলে এগিয়ে যায় উলভস। সেই গোল আর শোধ করা হয়নি তাদের। এ নিয়ে গত চার ম্যাচের দুটিতে ড্র দুটিতে হারল চেলসি।
এই হারে ৩৯ পয়েন্ট নিয়ে ১১ তম স্থানে চেলসি। সমান ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে পাঁচে টটেনহাম। এক ম্যাচ কম খেলে চারে থাকা ইউনাইটেডের পয়েন্ট ৫৬।
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
৯ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
১০ ঘণ্টা আগেআগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
১১ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা, তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
১২ ঘণ্টা আগে