ম্যানচেস্টার সিটির সঙ্গে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপার লড়াইয়ে সমানে সমানে লড়াই চলছিল আর্সেনালের। শেষ পর্যন্ত কয়েক ম্যাচ আগে রেখেই শিরোপা নিজেদের করে নেয় ম্যান সিটি। শিরোপার হ্যাটট্রিক করা সিটির সঙ্গে নিজেদের তুলনা করতে চান না আর্সেনাল কোচ মিকেল আর্তেতা।
সিটি গ্রাউন্ডে গতকাল প্রিমিয়ার লিগে নটিংহাম ফরেস্টের মুখোমুখি হয় আর্সেনাল। এই ম্যাচের আগে ৩৫ ম্যাচে ম্যানচেস্টার সিটির পয়েন্ট ছিল ৮৫। আর ৩৬ ম্যাচে গানার্সদের পয়েন্ট ছিল ৮১। নটিংহাম ফরেস্টের কাছে ১-০ গোলে গানার্সদের পরাজয়ে নিশ্চিত হয় যায় সিটির ২০২২-২৩ প্রিমিয়ার লিগ শিরোপা। সর্বশেষ ছয় মৌসুমের মধ্যে পাঁচবারই চ্যাম্পিয়ন হয় সিটিজেনরা। সিটির প্রশংসা করে আর্তেতা বলেন, ‘প্রথমত অভিনন্দন ম্যানচেস্টার সিটিকে। তারা চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার। ৩৮ ম্যাচ খেলে তারা এটা করে দেখিয়েছে। আমরা পারিনি। এটাই হচ্ছে কথা।’
২০০৩-০৪ মৌসুমে সর্বশেষ প্রিমিয়ার লিগ জিতেছিল আর্সেনাল। ১৯ বছর পর হাতছানি দিচ্ছিল আরেকটি শিরোপা জয়ের। ২৪৭ দিন পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল গানার্সরা। তবে শেষের দিকে এসে পয়েন্ট হারাতে শুরু করে তারা। ব্রাইটন, নটিংহাম ফরেস্টের কাছে হেরেছে গানার্সরা। জয়ের আশা তৈরি করেও শিরোপা না জয়ের আক্ষেপ আর্তেতার, ‘আমার দিক থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। জেতার বিশ্বাস তৈরি করেছিলাম। কিন্তু দল পারেনি। এর দায় আমি নিচ্ছি। আজকের (গতকাল) দিনটা ভীষণ কষ্টদায়ক। জয়ের জন্য এখানে এসেছিলাম। আমরা জিততে চেয়েছিলাম। আমি জিততে চেয়েছিলাম। ক্লাবের সবাই জিততে চায়। যখন আপনি না জিতবেন, তা খুবই কষ্ট দেয়।’
ম্যানচেস্টার সিটির সঙ্গে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপার লড়াইয়ে সমানে সমানে লড়াই চলছিল আর্সেনালের। শেষ পর্যন্ত কয়েক ম্যাচ আগে রেখেই শিরোপা নিজেদের করে নেয় ম্যান সিটি। শিরোপার হ্যাটট্রিক করা সিটির সঙ্গে নিজেদের তুলনা করতে চান না আর্সেনাল কোচ মিকেল আর্তেতা।
সিটি গ্রাউন্ডে গতকাল প্রিমিয়ার লিগে নটিংহাম ফরেস্টের মুখোমুখি হয় আর্সেনাল। এই ম্যাচের আগে ৩৫ ম্যাচে ম্যানচেস্টার সিটির পয়েন্ট ছিল ৮৫। আর ৩৬ ম্যাচে গানার্সদের পয়েন্ট ছিল ৮১। নটিংহাম ফরেস্টের কাছে ১-০ গোলে গানার্সদের পরাজয়ে নিশ্চিত হয় যায় সিটির ২০২২-২৩ প্রিমিয়ার লিগ শিরোপা। সর্বশেষ ছয় মৌসুমের মধ্যে পাঁচবারই চ্যাম্পিয়ন হয় সিটিজেনরা। সিটির প্রশংসা করে আর্তেতা বলেন, ‘প্রথমত অভিনন্দন ম্যানচেস্টার সিটিকে। তারা চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার। ৩৮ ম্যাচ খেলে তারা এটা করে দেখিয়েছে। আমরা পারিনি। এটাই হচ্ছে কথা।’
২০০৩-০৪ মৌসুমে সর্বশেষ প্রিমিয়ার লিগ জিতেছিল আর্সেনাল। ১৯ বছর পর হাতছানি দিচ্ছিল আরেকটি শিরোপা জয়ের। ২৪৭ দিন পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল গানার্সরা। তবে শেষের দিকে এসে পয়েন্ট হারাতে শুরু করে তারা। ব্রাইটন, নটিংহাম ফরেস্টের কাছে হেরেছে গানার্সরা। জয়ের আশা তৈরি করেও শিরোপা না জয়ের আক্ষেপ আর্তেতার, ‘আমার দিক থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। জেতার বিশ্বাস তৈরি করেছিলাম। কিন্তু দল পারেনি। এর দায় আমি নিচ্ছি। আজকের (গতকাল) দিনটা ভীষণ কষ্টদায়ক। জয়ের জন্য এখানে এসেছিলাম। আমরা জিততে চেয়েছিলাম। আমি জিততে চেয়েছিলাম। ক্লাবের সবাই জিততে চায়। যখন আপনি না জিতবেন, তা খুবই কষ্ট দেয়।’
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
৫ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
৬ ঘণ্টা আগেআগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
৮ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা, তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
৮ ঘণ্টা আগে