Ajker Patrika

বিধ্বংসী সিটির সঙ্গে নিজেদের তুলনা করতে চান না আর্তেতা 

বিধ্বংসী সিটির সঙ্গে নিজেদের তুলনা করতে চান না আর্তেতা 

ম্যানচেস্টার সিটির সঙ্গে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপার লড়াইয়ে সমানে সমানে লড়াই চলছিল আর্সেনালের। শেষ পর্যন্ত কয়েক ম্যাচ আগে রেখেই শিরোপা নিজেদের করে নেয় ম্যান সিটি। শিরোপার হ্যাটট্রিক করা সিটির সঙ্গে নিজেদের তুলনা করতে চান না আর্সেনাল কোচ মিকেল আর্তেতা। 

সিটি গ্রাউন্ডে গতকাল প্রিমিয়ার লিগে নটিংহাম ফরেস্টের মুখোমুখি হয় আর্সেনাল। এই ম্যাচের আগে ৩৫ ম্যাচে ম্যানচেস্টার সিটির পয়েন্ট ছিল ৮৫। আর ৩৬ ম্যাচে গানার্সদের পয়েন্ট ছিল ৮১। নটিংহাম ফরেস্টের কাছে ১-০ গোলে গানার্সদের পরাজয়ে নিশ্চিত হয় যায় সিটির ২০২২-২৩ প্রিমিয়ার লিগ শিরোপা। সর্বশেষ ছয় মৌসুমের মধ্যে পাঁচবারই চ্যাম্পিয়ন হয় সিটিজেনরা। সিটির প্রশংসা করে আর্তেতা বলেন, ‘প্রথমত অভিনন্দন ম্যানচেস্টার সিটিকে। তারা চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার। ৩৮ ম্যাচ খেলে তারা এটা করে দেখিয়েছে। আমরা পারিনি। এটাই হচ্ছে কথা।’ 

২০০৩-০৪ মৌসুমে সর্বশেষ প্রিমিয়ার লিগ জিতেছিল আর্সেনাল। ১৯ বছর পর হাতছানি দিচ্ছিল আরেকটি শিরোপা জয়ের। ২৪৭ দিন পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল গানার্সরা। তবে শেষের দিকে এসে পয়েন্ট হারাতে শুরু করে তারা। ব্রাইটন, নটিংহাম ফরেস্টের কাছে হেরেছে গানার্সরা। জয়ের আশা তৈরি করেও শিরোপা না জয়ের আক্ষেপ আর্তেতার, ‘আমার দিক থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। জেতার বিশ্বাস তৈরি করেছিলাম। কিন্তু দল পারেনি। এর দায় আমি নিচ্ছি। আজকের (গতকাল) দিনটা ভীষণ কষ্টদায়ক। জয়ের জন্য এখানে এসেছিলাম। আমরা জিততে চেয়েছিলাম। আমি জিততে চেয়েছিলাম। ক্লাবের সবাই জিততে চায়। যখন আপনি না জিতবেন, তা খুবই কষ্ট দেয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত