ক্রীড়া ডেস্ক
রিয়াল মাদ্রিদ তো এমনি এমনি ‘রয়্যাল মাদ্রিদ’ তকমা পায়নি। চ্যাম্পিয়নস লিগ, লা লিগার মতো মেজর টুর্নামেন্টের শিরোপা তাদের ক্যাবিনেটে কতটি আছে, সেটা তারা গুণেও শেষ করতে পারবে না। একের পর এক টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি গড়ছে নিত্যনতুন রেকর্ডও।
কদিন আগে শেষ হওয়া ২০২৪-২৫ মৌসুম রিয়াল মাদ্রিদ শেষ করেছিল মেজর কোনো শিরোপা না জেতার আক্ষেপে। সেই রিয়াল এবার নতুন মৌসুমের লা লিগা শুরু করল জয় দিয়ে। সান্তিয়াগো বার্নাব্যুতে গত রাতে ওসাসুনাকে ১-০ গোলে হারিয়ে টানা ১৭ মৌসুম লা লিগায় প্রথম ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড ধরে রেখেছে রিয়াল। ২০০৯ থেকে শুরু করে ২০২৫ পর্যন্ত টানা ১৭ মৌসুমে লা লিগায় জয় দিয়ে শুরু করেছে ১২ ম্যাচ। বাকি ৫ ম্যাচ ড্র হয়েছে।
১৪ আগস্ট ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করে দিয়েছে রিয়াল মাদ্রিদ। আর্জেন্টাইন এই তরুণের গতকাল অভিষেক হয়ে গেছে রিয়ালের জার্সিতে। লস ব্লাঙ্কোসদের হয়ে এই ম্যাচেই অভিষেক হয়েছে ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড ও আলভারো কারেরাসের। কোচ জাবি আলোনসোর দল সাজাতে হিমশিম খাওয়ার বেশ কিছু কারণও রয়েছে। নিষেধাজ্ঞার কারণে খেলতে পারেননি আন্টনিও রুডিগার। জুড বেলিংহাম, এনদ্রিক,এদুয়ার্দো কামাভিঙ্গা ছিলেন চোটে।
অনেকটা নতুন দল হলেও রিয়াল মাদ্রিদ গতকাল দাপট দেখিয়ে খেলেছে ওসাসুনার বিপক্ষে। ৭১ শতাংশ বল দখলে রেখে রিয়াল প্রতিপক্ষের লক্ষ্য বরাবর নিয়েছে ৫ শট। অন্যদিকে ওসাসুনা ২৯ শতাংশ বল দখলে রেখেছে। তবে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর কোনো শট তারা নিতে পারেনি। জয় দিয়ে ২০২৫-২৬ মৌসুমের লা লিগা শুরুর পর রিয়াল কোচ আলোনসো বলেন, ‘নতুন যারা এসেছে, তারা ভালো খেলেছে। প্রত্যেকেই নিজেদের মতো করে খেলেছে। যারা ক্লাব বিশ্বকাপে খেলেছে এবং ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোর আজ (গত রাতে) অভিষেক হয়েছে। অনেক ফুটবলার এখানে বছরের পর বছর ধরে খেলে আসছে। জার্সি কিংবা বার্নাব্যুতে খেলার চাপ—কোনো কিছুই তাদের ওপর বোঝা হয়ে দাঁড়ায়নি।’
মাস্তানতুয়োনো গতকাল ৬৮ মিনিটে নেমেছেন ব্রাহিম দিয়াজের বদলি হিসেবে। আলোনসোর মতে মাস্তানতুয়োনো আসায় রিয়াল মাদ্রিদ অনেক বেশি উজ্জীবিত হয়েছে। আর্জেন্টাইন এই তরুণ ছাড়াও নতুন যাঁরা গত রাতে রিয়ালের হয়ে খেলেছেন, তাঁদের খেলা দেখে মুগ্ধ আলোনসো। ম্যাচ শেষে রিয়াল কোচ বলেন, ‘তারা ভালো খেলেছে। হয়তো বিশেষ কিছু করে দেখাতে পারেনি। তবে খেলা নিয়ে তারা অনেক মনোযোগী ছিল। তেমন কোনো ভুল হয়নি। ফ্রাঙ্কো দলে নতুন শক্তি সঞ্চার করেছে।’
রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ২০২৫-২৬ মৌসুমের লা লিগা শুরু করেছে জয় দিয়ে। এ সপ্তাহের শনিবার সন মইক্স স্টেডিয়ামে মায়োর্কাকে ৩-০ গোলে হারিয়েছিল বার্সেলোনা। সেই ম্যাচে মায়োর্কার দুই ফুটবলার লাল কার্ড দেখেছিলেন। রেফারিং নিয়ে কড়া সমালোচনা করেছিল মায়োর্কা। সান্তিয়াগো বার্নাব্যুতে গতকাল ওসাসুনার বিপক্ষে রিয়ালের একমাত্র গোলটি করেন কিলিয়ান এমবাপ্পে। ৫১ মিনিটে ফরাসি ফরোয়ার্ড গোল করেন পেনাল্টি থেকে।
রিয়াল মাদ্রিদ তো এমনি এমনি ‘রয়্যাল মাদ্রিদ’ তকমা পায়নি। চ্যাম্পিয়নস লিগ, লা লিগার মতো মেজর টুর্নামেন্টের শিরোপা তাদের ক্যাবিনেটে কতটি আছে, সেটা তারা গুণেও শেষ করতে পারবে না। একের পর এক টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি গড়ছে নিত্যনতুন রেকর্ডও।
কদিন আগে শেষ হওয়া ২০২৪-২৫ মৌসুম রিয়াল মাদ্রিদ শেষ করেছিল মেজর কোনো শিরোপা না জেতার আক্ষেপে। সেই রিয়াল এবার নতুন মৌসুমের লা লিগা শুরু করল জয় দিয়ে। সান্তিয়াগো বার্নাব্যুতে গত রাতে ওসাসুনাকে ১-০ গোলে হারিয়ে টানা ১৭ মৌসুম লা লিগায় প্রথম ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড ধরে রেখেছে রিয়াল। ২০০৯ থেকে শুরু করে ২০২৫ পর্যন্ত টানা ১৭ মৌসুমে লা লিগায় জয় দিয়ে শুরু করেছে ১২ ম্যাচ। বাকি ৫ ম্যাচ ড্র হয়েছে।
১৪ আগস্ট ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করে দিয়েছে রিয়াল মাদ্রিদ। আর্জেন্টাইন এই তরুণের গতকাল অভিষেক হয়ে গেছে রিয়ালের জার্সিতে। লস ব্লাঙ্কোসদের হয়ে এই ম্যাচেই অভিষেক হয়েছে ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড ও আলভারো কারেরাসের। কোচ জাবি আলোনসোর দল সাজাতে হিমশিম খাওয়ার বেশ কিছু কারণও রয়েছে। নিষেধাজ্ঞার কারণে খেলতে পারেননি আন্টনিও রুডিগার। জুড বেলিংহাম, এনদ্রিক,এদুয়ার্দো কামাভিঙ্গা ছিলেন চোটে।
অনেকটা নতুন দল হলেও রিয়াল মাদ্রিদ গতকাল দাপট দেখিয়ে খেলেছে ওসাসুনার বিপক্ষে। ৭১ শতাংশ বল দখলে রেখে রিয়াল প্রতিপক্ষের লক্ষ্য বরাবর নিয়েছে ৫ শট। অন্যদিকে ওসাসুনা ২৯ শতাংশ বল দখলে রেখেছে। তবে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর কোনো শট তারা নিতে পারেনি। জয় দিয়ে ২০২৫-২৬ মৌসুমের লা লিগা শুরুর পর রিয়াল কোচ আলোনসো বলেন, ‘নতুন যারা এসেছে, তারা ভালো খেলেছে। প্রত্যেকেই নিজেদের মতো করে খেলেছে। যারা ক্লাব বিশ্বকাপে খেলেছে এবং ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোর আজ (গত রাতে) অভিষেক হয়েছে। অনেক ফুটবলার এখানে বছরের পর বছর ধরে খেলে আসছে। জার্সি কিংবা বার্নাব্যুতে খেলার চাপ—কোনো কিছুই তাদের ওপর বোঝা হয়ে দাঁড়ায়নি।’
মাস্তানতুয়োনো গতকাল ৬৮ মিনিটে নেমেছেন ব্রাহিম দিয়াজের বদলি হিসেবে। আলোনসোর মতে মাস্তানতুয়োনো আসায় রিয়াল মাদ্রিদ অনেক বেশি উজ্জীবিত হয়েছে। আর্জেন্টাইন এই তরুণ ছাড়াও নতুন যাঁরা গত রাতে রিয়ালের হয়ে খেলেছেন, তাঁদের খেলা দেখে মুগ্ধ আলোনসো। ম্যাচ শেষে রিয়াল কোচ বলেন, ‘তারা ভালো খেলেছে। হয়তো বিশেষ কিছু করে দেখাতে পারেনি। তবে খেলা নিয়ে তারা অনেক মনোযোগী ছিল। তেমন কোনো ভুল হয়নি। ফ্রাঙ্কো দলে নতুন শক্তি সঞ্চার করেছে।’
রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ২০২৫-২৬ মৌসুমের লা লিগা শুরু করেছে জয় দিয়ে। এ সপ্তাহের শনিবার সন মইক্স স্টেডিয়ামে মায়োর্কাকে ৩-০ গোলে হারিয়েছিল বার্সেলোনা। সেই ম্যাচে মায়োর্কার দুই ফুটবলার লাল কার্ড দেখেছিলেন। রেফারিং নিয়ে কড়া সমালোচনা করেছিল মায়োর্কা। সান্তিয়াগো বার্নাব্যুতে গতকাল ওসাসুনার বিপক্ষে রিয়ালের একমাত্র গোলটি করেন কিলিয়ান এমবাপ্পে। ৫১ মিনিটে ফরাসি ফরোয়ার্ড গোল করেন পেনাল্টি থেকে।
৫০ ওভারের ম্যাচে মেয়েদের জাতীয় দল ৩৮ ওভারেই অলআউট। এক শর নিচে ৯৪ রানে অলআউট হয়ে বিকেএসপিতে প্রস্তুতি ম্যাচে ৮৭ রানের বড় ব্যবধানে হেরেছেন মেয়েরা। হেরেছেন অনূর্ধ্ব-১৫ কিশোর দলের কাছে।
৭ মিনিট আগেকেশব মহারাজের ঘূর্ণিতে গতকাল নাকাল হয়েছে অস্ট্রেলিয়া। সিরিজের প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার কাছে ৯৮ রানে হেরেছে অজিরা। ওয়ানডেতে ক্যারিয়ারসেরা বোলিংয়ের পরই আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে সুখবর পেলেন মহারাজ। ২১ মাস পর ফিরে পেলেন হারানো সিংহাসন।
৩৪ মিনিট আগেচোটের কারণে খেলোয়াড়দের সিরিজ মিস করার ঘটনা খুবই পরিচিত। বিশেষ করে, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, সৌম্য সরকাররা প্রায়ই চোটে পড়ে গুরুত্বপূর্ণ সিরিজ থেকে ছিটকে যান। এমনকি তাসকিনকে বিসিবি খেলাচ্ছে বিশ্রামনীতি মেনে। এবার বোর্ড ক্রিকেটারদের চিকিৎসার বিষয়ে নিচ্ছে নতুন উদ্যোগ।
১ ঘণ্টা আগে২০২৪-২৫ মৌসুম দিয়ে রিয়াল মাদ্রিদের হয়ে কিলিয়ান এমবাপ্পের শুরুটা হয়েছিল দুর্দান্ত। তবে মেজর কোনো শিরোপা জিততে পারেননি তিনি। এবার নতুন মৌসুমের শুরুটা করলেন গোল দিয়ে। তাতে ইতিহাসের পাতায় নাম উঠে গেল ফরাসি এই ফরোয়ার্ডের।
৩ ঘণ্টা আগে