অপেক্ষাটা অবশেষে ফুরিয়েছে তাঁদের। একসঙ্গে আবারও লিওনেল মেসি-লুইস সুয়ারেজের জুটি বেঁধে খেলতে নামার। সাড়ে তিন বছর পর খেলতে নামলেও পুনর্মিলনীটা জয়ে রাঙাতে পারেননি তাঁরা।
এল সালভাদরের বিপক্ষে প্রাক-মৌসুম ম্যাচে গোলশূন্য ড্র করেছে ইন্টার মায়ামি। মেসি-সুয়ারেজকে রেখেই একাদশ সাজিয়েছিলেন কোচ টাটা মার্তিনো। অবশ্য শুধু এ দুজনই নন, সঙ্গে বার্সেলোনার আরও দুই সাবেক ফুটবলার সের্হিও বুসকেতস ও জর্দি আলবাকেও একাদশে রেখেছিলেন আর্জেন্টাইন কোচ।
মায়ামির একাদশে ‘মিনি বার্সেলোনার’ দেখা মিললেও জয় পাওয়া হয়নি তাঁদের। জয়ে পুনর্মিলনী রাঙানোর সুযোগ অবশ্য পেয়েছিলেন মেসি ও আলবা। কিন্তু দুজনেই ব্যর্থ হয়েছেন। ৩৫ মিনিটে মেসি ডি বক্সের ভেতর থেকে বাঁ পায়ে জোরালো শট নিলে তা প্রতিহত করেন এল সালভাদরের গোলরক্ষক মারিও মার্টিনেজ। ফিরতি বল আবারও জালে জড়ানোর সুযোগ ছিল তাঁর। তবে ঠিকঠাকমতো শট নিতে না পারায় পা দিয়ে ঠেকিয়ে এল সালভাদরকে রক্ষা করেন গোলরক্ষক।
৪০ মিনিটে গোলের দারুণ সুযোগ পেয়েছিলেন আলবা। বাঁ প্রান্তে গোলরক্ষককে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন। স্পেনের সাবেক ডিফেন্ডারের শট প্রতিহত করে দেন মার্টিনেজ। অন্যদিকে কোনো সুযোগই তৈরি করতে পারেননি উরুগুয়ের স্ট্রাইকার সুয়ারেজ। পরে বিরতির পরপরই চার ফুটবলারকে তুলে নেন কোচ মার্তিনো।
অন্যদিকে ৮২ মিনিটে প্রায় জিতেই যাচ্ছিল এল সালভাদর। কিন্তু নেলসন বোনিলার হেড মায়ামির বারে লেগে ফিরে এলে আশাহত হতে হয় তাঁকে। শেষ পর্যন্ত কোনো গোল না হলে ড্রয়েই সন্তুষ্ট থাকতে হয়ে দুই দলকে।
অপেক্ষাটা অবশেষে ফুরিয়েছে তাঁদের। একসঙ্গে আবারও লিওনেল মেসি-লুইস সুয়ারেজের জুটি বেঁধে খেলতে নামার। সাড়ে তিন বছর পর খেলতে নামলেও পুনর্মিলনীটা জয়ে রাঙাতে পারেননি তাঁরা।
এল সালভাদরের বিপক্ষে প্রাক-মৌসুম ম্যাচে গোলশূন্য ড্র করেছে ইন্টার মায়ামি। মেসি-সুয়ারেজকে রেখেই একাদশ সাজিয়েছিলেন কোচ টাটা মার্তিনো। অবশ্য শুধু এ দুজনই নন, সঙ্গে বার্সেলোনার আরও দুই সাবেক ফুটবলার সের্হিও বুসকেতস ও জর্দি আলবাকেও একাদশে রেখেছিলেন আর্জেন্টাইন কোচ।
মায়ামির একাদশে ‘মিনি বার্সেলোনার’ দেখা মিললেও জয় পাওয়া হয়নি তাঁদের। জয়ে পুনর্মিলনী রাঙানোর সুযোগ অবশ্য পেয়েছিলেন মেসি ও আলবা। কিন্তু দুজনেই ব্যর্থ হয়েছেন। ৩৫ মিনিটে মেসি ডি বক্সের ভেতর থেকে বাঁ পায়ে জোরালো শট নিলে তা প্রতিহত করেন এল সালভাদরের গোলরক্ষক মারিও মার্টিনেজ। ফিরতি বল আবারও জালে জড়ানোর সুযোগ ছিল তাঁর। তবে ঠিকঠাকমতো শট নিতে না পারায় পা দিয়ে ঠেকিয়ে এল সালভাদরকে রক্ষা করেন গোলরক্ষক।
৪০ মিনিটে গোলের দারুণ সুযোগ পেয়েছিলেন আলবা। বাঁ প্রান্তে গোলরক্ষককে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন। স্পেনের সাবেক ডিফেন্ডারের শট প্রতিহত করে দেন মার্টিনেজ। অন্যদিকে কোনো সুযোগই তৈরি করতে পারেননি উরুগুয়ের স্ট্রাইকার সুয়ারেজ। পরে বিরতির পরপরই চার ফুটবলারকে তুলে নেন কোচ মার্তিনো।
অন্যদিকে ৮২ মিনিটে প্রায় জিতেই যাচ্ছিল এল সালভাদর। কিন্তু নেলসন বোনিলার হেড মায়ামির বারে লেগে ফিরে এলে আশাহত হতে হয় তাঁকে। শেষ পর্যন্ত কোনো গোল না হলে ড্রয়েই সন্তুষ্ট থাকতে হয়ে দুই দলকে।
দুবাইয়ে গত রাতে বাংলাদেশ-পাকিস্তান সুপার ফোরের ম্যাচে ছিল না কোনো জটিল সমীকরণের খেলা। অলিখিত সেমিফাইনালের বাধা যে টপকতে পারবে, সেই দল কাটবে ফাইনালের টিকিট। বাংলাদেশ সেখানে নিজেদের হাতে থাকা ম্যাচ ফস্কেছে বলে মনে করেন ওয়াসিম আকরাম।
২৩ মিনিট আগেজয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
১০ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
১১ ঘণ্টা আগেআগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
১২ ঘণ্টা আগে