অপেক্ষাটা অবশেষে ফুরিয়েছে তাঁদের। একসঙ্গে আবারও লিওনেল মেসি-লুইস সুয়ারেজের জুটি বেঁধে খেলতে নামার। সাড়ে তিন বছর পর খেলতে নামলেও পুনর্মিলনীটা জয়ে রাঙাতে পারেননি তাঁরা।
এল সালভাদরের বিপক্ষে প্রাক-মৌসুম ম্যাচে গোলশূন্য ড্র করেছে ইন্টার মায়ামি। মেসি-সুয়ারেজকে রেখেই একাদশ সাজিয়েছিলেন কোচ টাটা মার্তিনো। অবশ্য শুধু এ দুজনই নন, সঙ্গে বার্সেলোনার আরও দুই সাবেক ফুটবলার সের্হিও বুসকেতস ও জর্দি আলবাকেও একাদশে রেখেছিলেন আর্জেন্টাইন কোচ।
মায়ামির একাদশে ‘মিনি বার্সেলোনার’ দেখা মিললেও জয় পাওয়া হয়নি তাঁদের। জয়ে পুনর্মিলনী রাঙানোর সুযোগ অবশ্য পেয়েছিলেন মেসি ও আলবা। কিন্তু দুজনেই ব্যর্থ হয়েছেন। ৩৫ মিনিটে মেসি ডি বক্সের ভেতর থেকে বাঁ পায়ে জোরালো শট নিলে তা প্রতিহত করেন এল সালভাদরের গোলরক্ষক মারিও মার্টিনেজ। ফিরতি বল আবারও জালে জড়ানোর সুযোগ ছিল তাঁর। তবে ঠিকঠাকমতো শট নিতে না পারায় পা দিয়ে ঠেকিয়ে এল সালভাদরকে রক্ষা করেন গোলরক্ষক।
৪০ মিনিটে গোলের দারুণ সুযোগ পেয়েছিলেন আলবা। বাঁ প্রান্তে গোলরক্ষককে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন। স্পেনের সাবেক ডিফেন্ডারের শট প্রতিহত করে দেন মার্টিনেজ। অন্যদিকে কোনো সুযোগই তৈরি করতে পারেননি উরুগুয়ের স্ট্রাইকার সুয়ারেজ। পরে বিরতির পরপরই চার ফুটবলারকে তুলে নেন কোচ মার্তিনো।
অন্যদিকে ৮২ মিনিটে প্রায় জিতেই যাচ্ছিল এল সালভাদর। কিন্তু নেলসন বোনিলার হেড মায়ামির বারে লেগে ফিরে এলে আশাহত হতে হয় তাঁকে। শেষ পর্যন্ত কোনো গোল না হলে ড্রয়েই সন্তুষ্ট থাকতে হয়ে দুই দলকে।
অপেক্ষাটা অবশেষে ফুরিয়েছে তাঁদের। একসঙ্গে আবারও লিওনেল মেসি-লুইস সুয়ারেজের জুটি বেঁধে খেলতে নামার। সাড়ে তিন বছর পর খেলতে নামলেও পুনর্মিলনীটা জয়ে রাঙাতে পারেননি তাঁরা।
এল সালভাদরের বিপক্ষে প্রাক-মৌসুম ম্যাচে গোলশূন্য ড্র করেছে ইন্টার মায়ামি। মেসি-সুয়ারেজকে রেখেই একাদশ সাজিয়েছিলেন কোচ টাটা মার্তিনো। অবশ্য শুধু এ দুজনই নন, সঙ্গে বার্সেলোনার আরও দুই সাবেক ফুটবলার সের্হিও বুসকেতস ও জর্দি আলবাকেও একাদশে রেখেছিলেন আর্জেন্টাইন কোচ।
মায়ামির একাদশে ‘মিনি বার্সেলোনার’ দেখা মিললেও জয় পাওয়া হয়নি তাঁদের। জয়ে পুনর্মিলনী রাঙানোর সুযোগ অবশ্য পেয়েছিলেন মেসি ও আলবা। কিন্তু দুজনেই ব্যর্থ হয়েছেন। ৩৫ মিনিটে মেসি ডি বক্সের ভেতর থেকে বাঁ পায়ে জোরালো শট নিলে তা প্রতিহত করেন এল সালভাদরের গোলরক্ষক মারিও মার্টিনেজ। ফিরতি বল আবারও জালে জড়ানোর সুযোগ ছিল তাঁর। তবে ঠিকঠাকমতো শট নিতে না পারায় পা দিয়ে ঠেকিয়ে এল সালভাদরকে রক্ষা করেন গোলরক্ষক।
৪০ মিনিটে গোলের দারুণ সুযোগ পেয়েছিলেন আলবা। বাঁ প্রান্তে গোলরক্ষককে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন। স্পেনের সাবেক ডিফেন্ডারের শট প্রতিহত করে দেন মার্টিনেজ। অন্যদিকে কোনো সুযোগই তৈরি করতে পারেননি উরুগুয়ের স্ট্রাইকার সুয়ারেজ। পরে বিরতির পরপরই চার ফুটবলারকে তুলে নেন কোচ মার্তিনো।
অন্যদিকে ৮২ মিনিটে প্রায় জিতেই যাচ্ছিল এল সালভাদর। কিন্তু নেলসন বোনিলার হেড মায়ামির বারে লেগে ফিরে এলে আশাহত হতে হয় তাঁকে। শেষ পর্যন্ত কোনো গোল না হলে ড্রয়েই সন্তুষ্ট থাকতে হয়ে দুই দলকে।
রাজনৈতিক ইস্যুতে দেশে একাধিক মামলার আসামি, পেশাদার ক্রিকেট থেকে দীর্ঘদিন দূরে সাকিব আল হাসান। সবশেষ সাড়ে পাঁচ মাস আগে আবুধাবি টি-টেন খেলেছেন এই অলরাউন্ডার। এর মাঝে অবৈধ বোলিং অ্যাকশনের কারণে নিষিদ্ধ হয়েছিলেন। যদিও চলতি বছরের মার্চে লন্ডনের আইসিসি অনুমোদিত ল্যাব থেকে বোলিং অ্যাকশনের পরীক্ষা...
১৩ মিনিট আগেওয়ানডে সিরিজ জয়ের ছন্দ ধরে রেখেই চার দিনের ম্যাচও শুরু করল বাংলাদেশ ‘এ’ দল। আজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম দিন শেষে ৮ উইকেটে ২২৬ রান তুলেছে নিউজিল্যান্ড ‘এ’ দল। খালেদ আহমেদ-এনামুল হকদের তোপেরমুখে ১০১ রানেই ৬ উইকেট হারিয়েছিল সফরকারীরা। সপ্তম উইকেটে মিচেল হে ও ডিন ফক্সফোর্ডের প্রতিরোধে...
২ ঘণ্টা আগেভারত-পাকিস্তানের মাঝে পড়ে গিয়েছিলেন মোস্তাফিজুর রহমান! ভারত-পাকিস্তান সংঘাতের রেশে স্থগিত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ফের শুরু হচ্ছে। শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগও (পিএসএল)। দুই ফ্র্যাঞ্চাইজি লিগ থেকেই প্রস্তাব এসেছিল মোস্তাফিজের কাছে। শেষ পর্যন্ত তিনি সাড়া দিয়েছেন তাঁর পুরোনো...
২ ঘণ্টা আগেইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শেষ দিকে মোস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস। আইপিএলের ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লিখিত মোস্তাফিজের পারিশ্রমিক চোখ কপালে তোলার মতো! বিবৃতিতে জানানো হয়েছে, ৬ কোটি রুপিতে রুপি (প্রায় ৮ কোটি টাকা) মোস্তাফিজকে দলে নিয়েছে দিল্লি।
৩ ঘণ্টা আগে